Ξভিডিও টিউনΞ HTML 5 ও CSS 3 বেসিক বাংলা টিউট [পর্ব-২১] :: float properties এবং clear properties

HTML 5 ও CSS 3 বেসিক বাংলা টিউট

আস্সালামুআলাইকুম, আমি আপনাদের জন্য নিয়ে এলাম HTML 5 এবং CSS 3 বেসিক বাংলা টিউটোরিয়াল সিরিজ। শুরুতেই বলে নেই আমার এই সিরিজ টিউটোরিয়ালটি করা একেবারে যারা নতুন তাদের জন্য। এই টিউটোরিয়াল সিরিজটিতে আপনি শিখতে পারবেন HTML 5 এবং CSS 3 (বেসিক) এর প্রথম থেকে শেষ পর্যন্ত। HTML 5 এবং CSS 3 শিখলেই আপনি HTML 5 এবং CSS 3 এর আগের সব ভার্সন সম্পর্কে ধারনা পেয়ে যাবেন।

আর বর্তমান সময়ে আগের ভার্সনগুলো দিয়ে কোন ওয়েবসাইট তৈরি করা হয়না। তাই আমি এই সিরিজ টিউটোরিয়ালটিতে HTML 5 ও CSS 3 সম্পূর্ন বেসিক টিউটোরিয়াল দিতে চেষ্টা করব।

(প্রতি সপ্তাহে তিনটি করে টিউটোরিয়াল মোট ৩০ টি টিউটোরিয়াল দেওয়া হবে)

এই পর্বে আমরা যা শিখব তা হল:

  • float properties এবং  clear properties

তাহলে শুরু হয়ে যাক আপনার স্বপ্নের ওয়েব ডেভেলপমেন্ট শিখা।

নিচে ২১তম পর্বের টিউটোরিয়ার দেওয়া হল:

বর্তমান বিশ্ব হল আইটি বিশ্ব। নিত্য নতুন সবাই আইটি সেকশনে ক্যারিয়ার গড়ে তুলছেন। তার মধ্যে একটি হল ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট শিখার আগ্রহ সবারই। এটি তরুন প্রজন্মের কাছে অত্যান্ত্য প্রিয়। কারন একদিকে ওয়েব ডেভেলপমেন্ট শিখে যেমন ইনকাম করা যায় তেমনি ওয়েব ডেলেপমেন্ট করার সময় কোড টাইপ করার পর যে আউটপুট পাওয়া যায় তা খুব মজাদার ও আনন্দদায়ক।

আর বর্তমান সময়ে ওয়েব ডেভেলপমেন্ট সেকশনে মার্কেটপ্লেসগুলোতে প্রচুর পরিমান কাজ পাওয়া যায়। তাই আমি আপনাদের জন্য চেষ্টা করব ওয়েব html5 এবং css3 এর সম্পূর্ন টিউটোরিয়াল দিতে। সবাই ভালো থাববেন আর পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রন রইল।

সৌজন্যে: শাকিল দ্যা কোডার

Level New

আমি শাকিল হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks shakil I know html css but not worth mention i would like to know it better can you help me in learning it fully and finely please mail me at [email protected] or add me skype: dostdesk,
Could i request you to visit one of my site to give your expert advice please visit my site:
http://www.allgather.blogspot.com