সবচেয়ে সহজ উপায়ে তৈরী করুন আপনার একটি নিজস্ব ওয়েব সাইট…. (পর্ব ১)

আসসালামু আলাইকুন । আশাকরি সবাই ভালো আছেন। আমি টেকটিউনসে বহুদিন পর টিউন করছি। কিন্তু আমি টেকটিউনসের একজন নিয়মিত সদস্য। নেটে ডুকলে প্রথমেই টেকটিউনসে ঢু মারি। যাই হোক আপনাদের আমি ধাপে ধাপে সবচেয়ে সহজে ওয়েব সাইট তৈরী করা শিখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে এই সাইটে প্রবেশ করুন।
তারপর ফরমের সবগুলো ফরম পূরণ করুন । তারপর registration ক্লিক করুন। ব্যস এখন আপনার মেইলে confirmation link এ ক্লিক করে registration complete করুন। এখন এখন আপনি আপনার Webtop administrative password দিন (এটি একটু ভিন্ন ধরনের পাসওয়ার্ড দিন)। তারপর একটি Secret question সিলেক্ট করে তার উত্তর দিন (আপনাকে এই প্রশ্নের সম্মুক্ষীন হতে পারে, তাই উত্তরটি মনে রাখবেন । তারপর আপনার লগইন পাসওয়ার্ড দিয়ে save করুন। এথন আপনি আপনার সাইটের নাম দিয়ে একটি প্রাইমারী ডোমেইন সিলৈক্ট করূন (পরবর্তীতে ডোমেইন রেজিঃ করা শেখানো হবে eg. http://www.yoursite.tk) এখন security code দিয়ে continue click করুন। এখন আপনি আপনার administrative password দিয়ে আপনার সাইট confirm করুন। এখন আপনি আপনার সাইটের control panel এ ক্লিক করুন। free web
এখন আপনি উপরের ছবির মত দেখতে পাবেন। সাইট নামের জায়গায় আপনা সাইটেন নাম লিখুন। সাইট ডিজাইনের জায়গায় আপনি select design click করে আপনার সাইটের ডিজাইন নির্বাচন করুন। সাইটের ভাষা english select করে continue করুন। web
এখন আপনি আপনার সাইটের মডুইল গুলো সিলেক্ট করে continue click করুন। ব্যস তৈরী হয়ে গেল আপনার নিজস্ব সাইট। পরবর্তীতে আরো শিখানো হবে।

Level 0

আমি yusuf talukder। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

থ্যাংকস আপনাকে ধন্যবাদ।

Level New

ভাই টিউন ভালো হয়েছে ।আপনি বলেছেন আপনি অনেক দিন পর টিউন করলেন।এতে মনে হচ্ছে আপনি পূর্বেও টিউন করেছেন ।তো আপনি জেনেশুনে একজন বুঝমান মানুষ হয়ে কি করে টেকটিউনসের মত প্লাটফর্মে PORN চটির লিংক দিলেন ।আপনার বিবেকে কি একটুও বাধলো না………..?

    সরি ভাই, আসলে আমি শুধু তৈরীকৃত সাইটটি দেখাতে চেয়ে ছিলাম… মুছে দিচ্ছি…

    Level New

    অসংখ্য ধন্যবাদ ।আমার পূর্বের Comments এ কিছু মনে করেন নি তো…………?

Level 0

তান্ত্রিক ভাই জিনিশ একটা বানাইছেন ভাবতে পারি নাই আপনার তৈরীকৃত সাইটটি এত ভাল এখানে প্রকাস করতে খারাপ লাগে নাই

hm vi joutil

Level 0

তান্ত্রিক Bhai,

you should know that Moedu ordered to all Educational Institute to open there own Web site. But to open a website need about 10-15 thousands Taka . So i want to know how many cost to open a website .

    এত্ত টাকা!!!!!!!
    আমি তো জানি, একটা সাইট বানাইতে নিজস্ব ডোমেইন, প্রিমিয়াম কোয়ালিটি হোস্টিং সহ খরচ হবে সর্বোচ্চ ৩০০০-৪০০০ টাকা। যদি নিজে ডিজাইন করেন।
    আর অন্যকাউকে দিয়ে ডিজাইন করালে হয়তো আরও ৩০০০-৪০০০ টাকা খরচ পড়বে। অবশ্য ফ্রীতে ডিজাইন করে দিবে এমন লোক পাওয়া খুব একটা কষ্ট না। আশেপাশে একটু খুজলেই পেয়ে যাবেন।

এই জিনিস তৈরি করতে WALL.FM বেস্ট। ওদের অনেক জোস প্লাগিন আছে। ফেসবুক কানেক্টটাই সবচে সুন্দর

ভাই…আরো শিখান……….

Level 0

vaiya apna ke oneck donnobad.tobe apni aro likben kamon.