কিভাবে আপনি Mylighthost কোম্পানিতে ডোমেইন রেজিস্ট্রেশন ও সার্ভিস Order করবেন-

বাংলাদেশেও অসংখ্য ওয়েব হোস্টিং কোম্পানি আছে যারা ভালো মানের হোস্টিং সেবা প্রদান করে থাকে তার মধ্যে উল্লেখ্যযোগ্য একটি কোম্পানি হল mylighthost.  বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ভালো মানের সার্ভিসের (Domain registration, web hosting, cloud hosting, VPS and dedicated Server) স্বল্পমুল্য Mylighthost কোম্পানিই  দিয়ে থাকে। এটি একটি নির্ভরযোগ্য ডোমেইন এবং ওয়েব হোস্টিং কোম্পানি।

 

কিভাবে আপনি Mylighthost কোম্পানিতে ডোমেইন রেজিস্ট্রেশন ও সার্ভিস Order করবেন-

 

ডোমেইন রেজিস্ট্রেশন

 

ডোমেইন রেজিস্ট্রেশন করতে প্রথমে আপনি  ব্রাউজারে ওপেন করে যাবেন https://www.mylighthost.com/ -এ এখান থেকে আপনি হোস্টিং এ যাবেন, হোস্টিং থেকে দেখবেন ডোমেইন রেজিস্ট্রেশন নামে একটি অপশন থাকবে সেখানে click করবেন।

 

এবার এখান থেকে আপনি নিজের পছন্দ-মত Domain name টি লিখবেন  যেমন- Domain name টি serach-এ click করে আপনি যদি.com select করে Check click করেন তাহলে, এখানে Unavailable দেখালে বুঝতে হবে যে  Domain name টি already কেনা হয়ে গিয়েছে। এরপর আপনাকে এখানে এমন একটি Domain name select করতে হবে যেটি কখনো কেনা হয়নি, তারপর Domainname  select করে Check click করতে হবে। তারপর এটা দামের উপর ভিত্তি করে এটি আপনি কিনতে পারেন এবং  এটা কেনার জন্য প্রথমে আপনাকে avail-এ  click করতে হবে তারপর continue।

 

এখানে আপনি যে  Domain পছন্দ করেছেন সেটার সাথে DNS management, Id protection এবং  email protection এর মত ফিচার add করতে পারেন। তবে Id protection এর জন্য প্রতি বছর আপনাকে charge ধার্য করতে হবে। এরপর continue

 

পরবর্তী পেজে যদি কোন  Promo Code থাকে বা discount code তাহলে সেই code টি enter করে validate code-এ  click করলেই আপনার দামের উপর discount apply হয়ে যাবে। যদি না থাকে তাহলে Checkout click  করলেই হয়ে যাবে।

 

এখানে আপনি আপনার একটি Register from দেখতে পাবেন যেখানে আপনাকে একাউন্ট তৈরি করতে হবে। যদি এর আগে আপনি  Mylighthost থেকে কোন সার্ভিস কিনে থাকেন বা Reg করে থাকেন তাহলে login করবেন আর যদি না থাকে তাহলে New customer হয়ে থাকেন তাহলে Reg করতে হবে। এর পর from টি পুরন করবেন।

 

সার্ভিস Order

সার্ভিস Order এর জন্য প্রথমে আপনাকে  আপনার একাউন্টে গিয়ে Service অপশনে গিয়ে click করে Order New Service এ  click করবেন। পর্বর্তিতে দেখতে পাবেন কতগূলো Pacakge, এর মধ্যে থেকে আপনার পছন্দনুযায়ী সার্ভিস Order  করতে Order Now তে click। এর পর পরবর্তী পেজে ৩টি অপশন দেখতে পাবেন। একটি আপনার Register a new domain, Transfer your domain from another registrar, এবং I will use my existing domain and update my nameservers। আপনার যদি আগে কোন ডোমেইন থাকে তবে আপনি ৩ নাম্বার অপশনে  click করে আপনি আপনার ডোমেইন নামটি বসিয়ে Use  click করবেন। পরবর্তী পেজের continue click করে  পরবর্তী পেজের Checkout click করে সার্ভিসটি Order  করতে হবে।

 

আপনি আপনার এই একাউন্ট এর মাধ্যমে আপনার সার্ভিস manage করতে পারবেন। এছাড়া আপনি সাহায্যের জন্য Open ticket অপশনের মাধ্যমে আপনি Billings, sells, এবং  tecnical suport এখান থেকে পাবেন।

 

এরপর আপনাকে Payment করার জন্য Payment  getway option এ যেতে হবে। এখানে থেকে bKash, Visa & Mastercard Via EasyPayWay, Bank Transfer, Bitcoin আপনার  পছন্দঅনুযায়ী  Payment করতে পারবেন।

 

Level 2

আমি ছায়া ইয়াসমীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি ছায়া ইয়াসমিন । একজন Brand Promoter -MyLightHost( web hosting service provider)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস