অ্যান্ড্রয়েড মোবাইলকে যেভাবে ওয়ার্ডপ্রেস সার্ভার বা ওয়েব সার্ভারে রুপান্তর করবেন

আপনারা যারা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন কিন্তু কম্পিওটার ছাড়া কোডিং প্রেক্টিস করতে কোন উপায় খুঁজে পাননি তাদের এই সমস্যা অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সমাধানের সবচেয়ে ভাল সমাধান নিয়ে আমি শরিফ আপনাদের সামনে হাজির।

এই অ্যাপটার নাম হল KSWEB। যা অন্য সব অ্যান্ড্রয়েড ওয়েব সার্ভার থেকে একদম আলাদা ও মানসম্পন্য। যা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করতে হলে ৩৫০ টাকা দিয়ে লাইসেন্স কিনে নিতে হবে। আমার দেখা মতে আমি নিশ্চিত এই অ্যাপ দিয়ে ওয়েবসাইট তৈরির সব ধরনের ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটিই খুব ভালভাবেই করতে পারবেন।

free android paid local server download

এমনকি বিশ্বের সব চেয়ে জনপ্রিয় ওয়েবসাইট কনটেন্ট মেনেজমেন্ট সিস্টেম ওয়ার্ডপ্রেসও ইন্সটল করা জাবে এবং এর সব ফিচার এর কাজ খুব ভাল ভাবে করতে পারবেন। বর্তমানে বিশ্বে জত ওয়েবসাইট তইরি করা হয়েছে তার ৩৮% ওয়ার্ডপ্রেস দারাই তইরি করা হয়েছে। ত যারা যারা ওয়েব ডিজাইন বা ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন তারা একবার হলেও এই এপটা ব্যবহার করে দেইখেন। এবং, এত সুবিধা সমব্রিদ্ধ এপ আর কুথাও একেবারে নেই বল্লেই চলে।

এখান থেকে এপটা ডাউনলোড করতে পারেন

এই KSWEB এপটাতে জা জা ফিচার আছে :

  • ১/ lighttpd server v1.4.35
  • ২/ nginx v1.13.1
  • ৩/ Apache v2.4.28
  • ৪/ PHP v7.3.3
  • ৫/ MySQL v5.6.38
  • ৬/ web Interface v2.11
  • ৭/ KSWEBFTP v1.0
  • ৮/ Editor v1.0
  • ৯/ Scheduler
  • ১০/ online customer support via e-mail or our blog(www.kslabs.ru)

কোন প্রকার সমস্যা সমাধান না করতে পারলে আমাকে এই ঠিকানায় মেইল করেন [email protected]

Level 1

আমি শরিফ হুসেন। Student, Banchharampur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস