আটটি জোসস্ ইমেজ অপটিমাইজিং টুল !!

এর আগেও ডিজাইনারদের জন্যে অনেক উপকারী টুল নিয়ে ফিচার করেছি। আজ আবারও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপর ফোকাস করে কিছু টুল আপনাদের সামনে তুলে ধরব। পেজ রেসপন্সিং টাইম ফিক্স করা যে ডিজাইনারদের জন্যে একটি গুরুত্বপূর্ণ কাজ এই ব্যাপারে আমাদের কারো কোন সন্দোহ নেই। আর এই পেজ রেসপন্সিং টাইম ফিক্সিং এর ব্যাপারটা অনেকটাই ইমেজ অপটিমাইজিং এর উপর নির্ভর করে। আর তাই দেরী না করে আসুন ডিজাইনার বন্ধুরা, দেখে নেই কাজের কয়েকটি টুলস -স্ম্যাশ ইট!

smush.it!

07-01_smushit.png

Stoyan Stefanov এবং Nicole Sullivan এর ডেভলাপ করা ইম্পেসিভ একটি টুল। এটি বুকমার্কলেট এর আন্ডারে মজিলার এক্সটেনশান রুপেও রয়েছে। এটি বেশীরভাগ ইমেজ ফরম্যাটকে এক্সেপ্ট করে থাকে, GIF কে অটোমেটিক্যালি PNG তে কনভার্ট করে থাকে ( আসলে তারা ভার্চুয়ালি একই জিনিস) ।

রায়ট

07-02_riot.jpg

RIOT - Radical Image Optimization Tool  - ইউন্ডোজ ইউজারদের জন্যে একটি হ্যান্ডি ইমেজ অপটিমাইজেশান টুল। এটি জেপেজ, পিং, গিফ ফাইলকে সাপোর্ট করা  ছাড়াও যে কোন ইমেজের মেটাডাটা স্ট্রিপ আউট করে থাকে। এছাড়া pan, zoom, rotate, flip এর মত কমন ফিচার ( বিল্টইন)।

পিং আউট

07-03_pngout.png

গেম প্রোগ্রামার Ken Silverman এর ডেভলাপ করা একটি টুল। একটি খুবই পপুলার, ফ্রি এবং হ্যান্ডি ইমেজ অপটিমাইজেশান টুল। এটি কমান্ড লাইন এবং উইন্ডোজ রান ডায়লগ বক্সের সাহায্যেও চালানো যেতে পারে। কমন সকল ফরম্যাট সাপোর্টেড।

অনলাইন ইমেজ অপটিমাইজার

07-04_online_image_optimizer.png

ডায়নামিক ড্রাইভের ইমেজ অপটিমাইজিং টুল মূলত আপনার ইমেজকে কম্প্রেসিং করার জন্যে একটি ওয়েব বেজড্ টুল। যে ইমেজটিকে আপনি অপটিমাইজ করতে চার, চাইল তার লিংক সরাসরি দিতে পারেন অথবা আপনার লোকাল মেশিন থেকে আপলোডও করতে পারেন। আপনি চাইলে ম্যানুয়ালি অপারেটিং এর মাধ্যমে আপনার কাঙ্খিত আউটপুটটি পেতে পারেন।

সুপার গিফ

07-05_supergif.png

উইন্ডোজ এবং ম্যাক উইজারদের জন্যে ইমেজ অপটিমাইজ ( মূলত গিফ ফরম্যাটের )করার জন্যে একটি ফ্রি টুল। এর সিম্পল ইন্টারফেস আপানার কাজে আরো স্বাচ্ছন্দ্য এনে দিবে। ড্র্যাগ ড্রপ অপশন এ্যাভিইলেবল। আপনি চাইলে আপনার ইমেজকে কোন কোন ক্ষেত্রে ৫০% এর চাইতেও বেশী কম্প্রেস করতে পারেন। তবে ব্যাচ প্রসেসিং এর সুবিধাটি পেতে হলে আপনাকে এর কমার্শিয়াল ভার্সনের মালিক হতে হবে।

পিং গন্টলেট

07-06_pnggauntlet.png

PNGOUT এর জন্যে একটি ডট নেট গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস পিং গন্টলেট। JPG, GIF, TGA, PCX, এবং BMP কে হাইলি অপটিমাইজ করতে ব্যবহার করা যেতে পারে। ইউন্ডোজ কমান্ডলাইনে কাজ করতে যারা অস্বস্তিবোধ করেন তাদের জন্যে একটি টুল হতে পারে।

পিং ক্রাশার

 07-07_pngcrushrrr.png

একটি ফ্রি জিপিএল লাইসেন্সড্ MAC OS ইউটিলিটি। আপনার পিং ফাইলকে চাইলে ক্র্যাশ করে খুবই ছোট সাইজে নিয়ে আসতে পারেন। এর আছে ড্রাগ ড্রগ ইন্টারফেস। ডেভেলপারদের মতে PNG-24 ফাইল নিয়ে কাজ করতে হলে এটি বেষ্ট এ্যাপ্লিকেশান।

সুপার পিং

07-08_superpng.png

একটি ফ্রি ফটোশপ প্লাগইন। খুবই ছোট ছোট পিং ফাইল সেভ করার ক্ষেত্রে ফটোশপের ফটোশপের নাটিভ অপশন হতে অনেকটা বেটার বলে মনে করেন এক্সপার্টসরা। এর আরো আছো কিছু এ্যাডভান্স পিং ক্রিয়েশান ফিচার। যেমন - ১৬ বিট কালার সাপোর্ট, ভ্যারিয়েবল কম্প্রেশান, গামা কারেকশান এবং মেটাডাটা সেভিং।

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 33 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice tune, dorkari tune, chalie jan

চমতকার টিন টিন ভাই চালিয়ে যান। খুব ভালো লাগলো।

টিনটিন ভাই আপনার সাথে দেখা করতে মেইল করছিলাম আপনি তো আমাকে পাত্তাই দিলেন না ।আমি কিন্তু এআইইউবি তে আছি ইচ্ছা হইলে মেইল কইরেন

ভাইয়্যা আমি মনে হয় ভূলে আপনার মেইলটাকে ট্র্যাশ করে ফেলেছি …….. সময়ের অভাবে মেইল ব্যাক করতে পারি নাই। আমাদের মিড ছিল , আপনি ত ভালো জানেন …….. আমি অত্যন্ত দুঃখিত। আমি আপনার সাথে দেখা করব ……… আরেকবার মেইল করবেন কি প্লীজ??

সরি এ্যাগেইন!!

Level 0

টিনটিন ভাই আমি তো ভাবছিলাম যে হারানো বিজ্ঞপ্তি দিতে হবে আপনার জন্য। আপনার টিউন ছাড়া এই সাইট ভাবাই যায় না। আর আপনি এত দিনপর…..
আর মোবাইল বন্ধ কেন?

জোসস্ ……….

Level New

গ্রেট টিউন বস আপনাকে মিস করছিলাম…………..

টিনটিন ভাই, আপনার মোবাইল নাম্বারটা কি দিবেন?

Achha, emon kono software achhe , ja die je kono ekta webpage er sab chhobi gulo eksathe namano / download kora jay ?
[email protected]
[email protected]