ডোমেইন হোষ্টিং এ বিশাল অফার! বাংলাদেশী ট্রাষ্টেড সাইট

আশাকরি টেকটিউনসের সাথে ভালো আছেন।

১ম কথা পোষ্টটাকে কোনভাবেই প্রোমট ভেবে ভুল করবেন না। কেননা অনেকেরেই এতে উপকার হবে বলে আমি মনে করি। অনেকেই ডোমেইন হোষ্টিং কেনার জন্য বিশ্বস্ত ও ভালো কোম্পানী খুঁজেন। তাদের জন্য আমার এই টিউন টি নিয়ে আসা।

চলুন শুরু করা যাক, , ,

আজকে আমি যে কোম্পানী টি নিয়ে আলোচনা করতেছি, তারা মুলত একটি বাংলাদেশী হোষ্টিং কোম্পানী। নাম: MunniHost.Com। তারা প্রায়ই তাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের ডোমেইন হোষ্টিং অফার দিয়ে থাকে। যা আমার জানামতে বা রিসার্চমতে পৃথিবীর কোথাও এতো কম দামে ডোমেইন হোষ্টিং সার্ভিস দিতে দেখি নাই।

এক নজরে তাদের কিছু ডোমেইন হোষ্টিং প্যাকেজ:

  • .Xyz domain=99tk, .Com domain=449tk/year
  • 10GB Superfast NvME Hosting= 799tk/year
  • 20GB Superfast NvME Hosting+Free.Com Domain= 1199tk/year
  • 30GB Superfast NvME Hosting+Free.Com Domain= 1499tk/year
  • Unlimited Superfast NvME Hosting+Free.Com Domain= 4999tk/year

তাদের সার্ভিস যেকারণে ভালো লেগেছে এবং যেকারণে টেকটিউনসে তা শেয়ার করছি।

  • তাদের সবথেকে বড় ভালো লাগার মতো বিষয়টি হচ্ছে তাদের সাপোর্ট টীম।
  • হোষ্টিং কোয়ালিটি এবং স্পিড অনেক ভালো। (0.2সেকেন্ড লোডটাইম)
  • বিকাশ/রকেট এ টাকা পাঠানো যায়। ক্রেডিট বা ডেবিট কার্ডের প্রয়োজন নেই।
  • কোন সমস্যায় ইনস্ট্যান্ট সমাধান করে দেয়। ২৪ঘন্টা যেকোন সময় তাদের অনলাইনে পাই।
  • ব্রান্ডউইথ/ইমেইল/ডাটাবেজ/এডন সবকিছু আনলিমিটেড
  • বিভিন্ন প্রিমিয়াম থীম/স্ক্রীপ্ট/প্লাগিন তারা তাদের সমস্ত কাষ্টমারকে ফ্রিতে দেয়।
  • তাদের WHMCS & cPanel লাইসেন্স করা আছে। যা কাষ্টমারের ডাটা সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ন একটি বিষয়। তাই নিশ্চিন্তে তাদের থেকে ডোমেইন হোষ্টিং কেনা যায়। চাইলে চেক করতে পারেন তাদের লাইসেন্স।
  • WordPress, Node js, Ruby, Python, Php latest version supported.

আরেকট কথা, ইদানিং তারা বাংলাদেশের বেকার যুবকদের জন্য ফ্রী ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স ফ্রিতে সকলের জন্য উন্মুক্ত করেছে। যেখান থেকে চাইলে যেকেউ ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট কোর্স করতে পারে।

এক কথায় আমার দিক থেকে তাদের সার্ভিস, সাপোর্ট, ব্যবহার সবকিছু অনেক ভালো লাগে।
আশা করি আপনারাও তাদের সার্ভিস নিয়ে উপকৃত হবেন।

অর্ডার করতে ভিজিট করুন: MunniHost.Com

কোন সমস্যা বা কোন কিছু না বুঝলে সরাসরি তাদের সাপোর্ট টীমে যোগাযোগ করতে পারেন। তারা আপনাকে যেকোন বিষয়ে সহযোগিতা করবে।

কিছু কথা, যা না বললেই নয়: মূলত তারা এতো কম দামে সার্ভিস প্রদান করে বলে এটা ভাববেন না যে তাদের সার্ভিস খারাপ হবে। আসলে তাদের মেইন বিজনেস ডোমেইন হোষ্টিং সেল করা নয়। তাদের মেইন বিজনেস ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট সো তারা এই বিজনেস এ এতো কম দামে সার্ভিস প্রভাইড করে থাকে। [সোর্স: তাদের ওয়েবসাইটে তারা এ বিষয়ে একটি আর্টিকেল লিখে রাখছে। ]

Level 0

আমি সাইবার দুনিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস