ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড থেকে ওয়ার্ডপ্রেস এর সকল চিহ্ন মুছে দিন…

বিসমিল্লাহির রহমানির রাহিম

পরুম করুণাময় আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন ইনশাআল্লাহ, আর ভালো থাকবেন এটায় আল্লাহর কাছে পার্থনা। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে এলাম ওয়ার্ডপ্রেস এর গুরুত্ব পুর্ন একটি প্লাগিন নিয়ে। ওয়ার্ডপ্রেস সকলের ভালোলাগার কারন হল ওয়ার্ডপ্রেস থিম ও ওয়ার্ডপ্রেস প্লাগিন। কারন আমরা অনেকেই কোডিং কম জানি তাই ওয়ার্ডপ্রেস থিম ডাইরেক্টরি থেকে পছন্দ মত একটা থিম ওয়েব সাইট এ লাগিয়ে দেয়। আর যদি সেখানে থিম পছন্দ না হয় তাহলে ওয়ার্ডপ্রেস ফ্রি ও প্রিমিয়াম থিমের অনেক সাইট আছে যেখানে ওয়ার্ডপ্রেস এর বিভিন্ন ধরনের থিম ও প্লাগিন আছে।

আজকের প্লাগিনের নাম হচ্ছে White Label CMS , এই প্লাগিন এর কাজ হচ্ছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড কে পরিষ্কার করা। আপনারা অনেকেই দেখতে পান ওয়ার্ডপ্রেস এর লগইন করতে গেলেই আগেই ওয়ার্ডপ্রেস এর একটা লোগো চোখের সামনে এসে উপস্থিত হয় দেখতে খারাপ নয় (ব্যক্তিগত আমি আমি লোগোটা অনেক পছন্দ করি), তার পরেও সেখানে যদি আপনার ওয়েব সাইট এর লোগো হত তাহলে কেমন হত? নিচের ছবিতে খেয়াল করুণ।

এবার বুঝেছেন তো আসলে আমি কি ধরনের ওয়ার্ডপ্রেস প্লাগিন নিয়ে আলোচনা করছি। তো এবার লগইন করার পর দেখা যায় যে ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট অনেক গুলো উইজেট এসে হাজির উফ এখানে আমার বেশ বিরক্তকর লাগে, আপনাদের লাগে কিনা তা আমি জানিনা তবে যদি আপনাদের আমার মত বিরক্ত লাগে তাহলে এই প্লাগিন দ্বারা আপনার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড কে পরিষ্কার করতে পারেন। নিচের ছবিতে খেয়াল করুণ।

উপরে ছবিতে নিশ্চয় খেয়াল করেছেন যে ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট উইজেট গুলো নেই, আর ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট লোগো পরিবর্তন করে আপনার ওয়েব সাইট এর লোগো ও নাম প্রদর্শিত হচ্ছে। আপনি চাইলে আপনার পছন্দ মত উইজেট রাখতে পারবেন ও নিজের পছন্দ মত উইজেট তৈরি করতেও পারবেন।

এখানেই সমাপ্ত নয়, ওয়ার্ডপ্রেস এর ডিফল্ট মেন্যু গুলো কেও আপনার ইচ্ছা মত গুছিয়ে নিতে পারেন। ওয়ার্ডপ্রেস এর কিছু ডিফল্ট মেন্যু থাকে যা আপনার অপ্রয়োজনীয় হতে পারে তাই আপনি আপনার ইচ্ছা মত যেকোনো মেন্যু কে বাতিল ও যুক্ত করতে পারেন এই প্লাগিন দ্বারা। নিচের ছবিতে খেয়াল করুণ।

এই প্লাগিন দ্বারা আর কিছু আশা করা যায় না, কারন আমার জানামতে বেশির ভাগ ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী এই কয়েকটি বিষয় নিয়ে মাথা ঘামায় আর সেই কারণেই আমি আপনাদের সাথে শেয়ার করতে এলাম এই প্লাগিনটি। আ

চলুন এবার White Label CMS এর মেন্যু সমূহ গুলো কয়েকটা দেখে নেই, আর জেনে নেই আরও কি কি করা যাবে এই ওয়ার্ডপ্রেস প্লাগিন দ্বারা।

এই রকমিই দেখতে সাধারণ এই প্লাগিন এর এডমিন প্যানেল।

নতুন সুবিধা যেগুলো আগের সংস্করণে করা যেত না, যেমনঃ মেন্যু সম্পাদনা, উইজেট যুক্ত ও সম্পাদনা।

টিউটোরিয়ালটি প্রথম প্রকাশঃ বিডিরঙ.কম

প্লাগিন ডাউনলোড লিঙ্কঃ http://wordpress.org/extend/plugins/white-label-cms/

সকলের কেমন লাগলো আজকের এই প্লাগিন এর সাথে পরিচিত হয়ে? যদি আপনাদের কাজে লাগে তাহলে ছোট্ট করে একটা ধন্যবাদ দিলেই যথেষ্ট।

সবাইকে ধন্যবাদ আমার পোস্ট পড়ার জন্য।

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

wooooooooooooo thats like a great tune . keep it up!!

ভাই আপনি কি আমাকে ওয়ার্ডপ্রেস খোলার বিষয় হেল্প করতে পারবেন ?আপনার মোবাইল নাম্বরটা দেন বা আমি ফেসবুক http://www.facebook.com/raihan.ikbal

    @রায়হান: হুউম, আপনার যেকোনো সমস্যার জন্য আমাকে স্বরন করতে পারেন, আপনাকে ফেইসবুকে অ্যাড মেরেছি।

      @আমিনুল ইসলাম: @আমিনুল ইসলাম: আপনার কাছে ধারাবাইক টিইন আছে টিকটিইনস ছাড়া বাধন রেজা ভাইয়ার যেটা আছে সেটা হোস্টং সাইটে ওয়ার্ডপ্রেস আপলোড হয় না ।দয়া করে হেল্প করুন ।

      @রায়হান ভাই আমার কাছে ওয়ার্ডপ্রেস এর কোন ধারাবাহিক টিউটোরিয়াল নাই তবে ইচ্ছা আছে লিখবো। আর আপনার সমস্যা টা আমাকে আরও পরিষ্কার করে বলুন আমি হয়তো আপনাকে সাহায্য করতে পারি।

খুবই সুন্দর একটি প্লাগিন শেয়ার করার জন্য ধন্যবাদ আমিনুল ভাই…অফটপিক: “আপনার সাইটের ডিজাইনটা অনেক সুন্দর। আপনি কি আমাকে ওয়ার্ডপ্রেসর Dashboard বাংলা করার ব্যপারে সাহায্য করতে পারেন।

Thanks. Amar kaje lagbe.

ধন্যবাদ আমিনুল ভাই। অনে কাজের কিছু প্লাগিংসের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। আশা করি এই রকম আরো আধ্যাতিক কিছু প্লাগিংস আমাদের সাথে শেয়ার করবেন। 🙂

wordpress.com এ কী প্লাগইন ব্যবহার করতে পারবো? (ফ্রী)

    @শোভন আলম: এই প্লাগিনটি শুধু ওয়ার্ডপ্রেস সেলফ হস্টেড ব্লগে ব্যবহার করতে পারবেন। ওয়ার্ডপ্রেস.কম এ নয়।

আমি এটা ব্যহার করে লগইন পেইজের লোগো চেঞ্জ করেছি। আমি এখন ঔ লোগোটা পরিবর্তন করে অন্য আরেকটা বসাতে চাচ্ছি, কিন্তু পারছিনা। কিভাবে করব ?

Level 2

Thanks.

wow…………..