পাওয়ার পয়েন্টের ৫টি অনলাইন বিকল্প

পাওয়ার পয়েন্ট সবচেয়ে জনপ্রিয় প্রেজেন্টেশন টুল । কিন্তু এর অনেক শক্তিশালী বিকল্প ও আছে । তেমনি ৫টি অনলাইন টুল থাকছে এই টিউনে ।

১. Google Docs: প্রায় সবাই এটার সাথে পরিচিত । জায়ান্ট গুগলের অন্যতম জনপ্রিয় টুল এটি । এর দ্বারা তৈরীকৃত প্রেজেন্টেশনকে রিয়ালটাইম অনলাইন শেয়ারিং করা যায় । তাছাড়া MS Power Point এর তৈরীকৃত ফাইলগুলোকে আপলোড করে এডিটও করা যায় Google Docs-এ । http://docs.google.com/

২. Zoho Show: এটি অন্যতম পাওয়ারফুল প্রেজেন্টেশন টুল । এটি আপনাকে থিম , ক্লিপ আর্ট , সেপ দিয়ে মনোরম প্রেজেন্টেশন তৈরীতে সাহায্য করবে । এর বিশেষ সুবিধা হল এর চেটিং ফিচার । এর দ্বারা পৃথিবীর অন্য প্রান্তে থাকা কাস্টমারকেও প্রেজেন্টেশন দিতে পারবেন । http://show.zoho.com/login.do

৩. AjaxPresents: এটিও একটি ভাল টুল । এর দ্বারা .odp ও .ppt ফাইলকে এডিট ও করা যাবে । এটি প্রতিটি প্রেজেন্টেশনের একটি বিশেষ ইউআরএল দিবে যার দ্বারা সবার সাথে একে শেয়ার করতে পারবেন । দর্ক এটি ডাউনলোড ছাড়াও কমেন্ট ও করতে পারবে । http://us.ajax13.com/en/ajaxpresents/index.jsp

৪. ZSlide: এটি ZCubes অনলাইন অফিস সুইটের একটি অংশ । এর দুটি ইউজার মোড আছে beginners ও Professional । এর তৈরী প্রেজেন্টেশনে ওয়েবে থাকা ফ্লাশ এনিমেশন ও ভিডিও যোগ করা যাবে । http://home.zcubes.com/zslide.htm

৫. Preezo: এটিও একটি শক্তিশালী টুল । এর মূল বৈশিষ্ট হচ্ছে এর দ্রুততা । এর দ্বারা তৈরীকৃত প্রেজেন্টেশনও সহজে শেয়ার , আপলোড-ডাউনলোড ও মডিফাই করা যাবে । http://preezo.com/

উপরের সবকটি টুল ব্যবহার করতেই সংশ্লিষ্ট সাইটে এ্যাকাউন্ট থাকা লাগবে সা গুলো টুলই ফ্রি । এগুলো ছাড়াও prezi টাও ভাল টুল ।

আরো পড়তে পারেন ।

Level 0

আমি আরিফ নিজামী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 148 টি টিউন ও 307 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Nothing to say....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস