ভিডিও টিউটোরিয়াল তৈরী করুন স্ক্রীন টোস্টার দিয়ে

আমরা টিউনার বন্ধুরা অনেকেই অনেক সময় বিভিন্ন রকমের টিউটোরিয়াল টিউন করে থাকি। বলার অপেক্ষা রাখেনা যে স্ক্রীনশট দিয়ে দিয়ে একটা একটা টার্ম বিশ্লেষন করাটা যে কতটা ঝামেলার ব্যাপার। এই ক্ষেত্রে ভিডিও টিউটোরিয়াল অনেকটা স্বস্তিকর। সহজেই বোঝা যায়। এই রকম ভিডিও টিউটোরিয়াল অহরহ দেখা যায় অনলাইনে এবং তার অধিকাংশই একটু মনযোগ সহকারে পর্যবেক্ষন করলে বোঝা সম্ভব।কিন্তু ভিডিও টিউটোরিয়াল করাটা বরাবরই আমার কাছে ঝামেলার ব্যাপার বলে মনে হয়েছে। কিন্তু অনেক টিউনার বন্ধু আছেন যারা হয়ত ভিডিও টিউটোরিয়াল করতেই হয়ত বেশী পছন্দ করবেন। তাদের জন্যে একটি চমৎকার টুল হচ্ছে স্ক্রীন টোস্টার। যার সাহায্যে ধাপে ধাপে অনেক সহজেই কোন টিউটোরিয়াল করা যেতে পারে এবং এর ডেমনস্ট্রেশানও অনেক সহজবোধ্য।

সবচেয়ে মজার ব্যাপার হল এই টুলটি আপনাকে ডাউনলোড এবং ইন্সটল করার কোন ঝামেলা নাই। কারণ এটি হচ্ছে ওয়েবওয়্যার  । হ্যাঁ, এইখানেও ওয়েবওয়্যার।

image-thumb167.png

প্রথমেই আপনাকে একটি স্ক্রীন টোস্টারে এ্যাকাউন্ট তৈরী করতে হবে। এবং যখনই আপনি আপনার ভিডিও টিউটোরিয়াল তৈরী করবেন তখন আপনাকে আপনার স্ক্রীন টোস্টার এ্যাকাউন্টে লগইন করতে হবে এবং পেজে স্টার্ট রেকর্ডিং বাটনে ক্লিক করতে হবে। আরেকটা ব্যাপার, আপনার পিসিতে জাভা ইন্সটল করা থাকবে। স্টার্ট রেকর্ডিং বাটনে ক্লিক করার পর আপনাকে জাভা অপশনটিকে রান করাতে হবে।

image-thumb168.png

এইখানে জাভাকে এ্যাকটিভেট করে দেয়ার পর আপনাকে স্ক্রীন এ্যাকটিভিটি রেকর্ডিং করার পরবর্তী ফেজে রিডিরেক্ট করে নিয়ে যাওয়া হবে। কয়েকটি পপ আপ দেখা যাবে এবং আপনাকে কয়েকটি সিম্পল স্টেপ ফলো করে যেতে হবে আপনাকে ডিফাইন করে দিতে হবে আপনি আপনার স্ক্রীনের কোন যায়গা থেকে রেকর্ডিং করা শুরু করতে চান। আপনাকে আপনার সুবিধামতই কীবোর্ডের কী কম্বিনেশান প্রবেশ করাতে হবে কেননা এই কম্বিনেশানের মাধ্যমেই আপনি আপনার রেকর্ডিং প্রসেস কন্ট্রল করবেন।

image-thumb169.png

একবার আপনার রেকর্ডিং সম্পন্য হয়ে গেলে আপনি আপনি স্ক্রীন টোস্টারের ওয়েব সাইট থেকে আপনার তৈরী করা প্রোডাক্ট দেখতে পারবেন তাছাড়া আপনি আরো পাবেন প্রিভিউ অপশন যেখানে আপনি আপনার রেকর্ডিংকে দেখে নিতে পাবেন ঠিক যেমনটি আপনি চেয়েছিলেন।

image-thumb170.png

আপনি চাইলে এই প্রেজেন্ট প্রিভিউ চেজ্ঞ এবং আপনার ভিডিওতে সাউন্ডও এ্যাড করতে পারবেন। এছাড়াও আরো প্রয়োজনীয় ডিটেইল যেমন - টাইটেল, ট্যাগ, ক্যাটেগরি এবং বর্ণনা ও সংযুক্ত করতে পারবেন। ফাইনাল হয়ে যাওয়ার পর আপনি চাইলে এই জিনিস প্রাইভেট করে রাখতে পারবেন অথবা সকলের দেখার জন্যে উন্মূক্ত করে দিতে পারবেন।

আপনি চাইলে আপনার এই টিউটোরিয়াল বিভিন্ন সামাজিক নেটওয়ার্কেও একটি স্পেশাল ইউআরএল এর সাহায্যে শেয়ার করতে পারবেন আবার চাইলে এম্বিডিং কোড এর সাহায্যে সহজেই কোন সাইট অথবা ব্লগে এ্যাড করে দিতে পারবেন।

তবে হতাশার কথা এই যে বর্তমানে স্ক্রীন টোস্টার এর সাবস্ক্রিপশান ফ্রি হলেও তা ব্যবহার করতে হলে কোন ইউজারের ইনভিটেশান লাগবে।

আমিও আশায় আছি ইনভিটেশানের। পাওয়া মাত্রই টিউনার বন্ধুদের ইনভিটেশান শেয়ার করব ইনশাল্লাহ।

তথ্যঃ স্ক্রীন টোস্টার

Level 0

আমি দুঃসাহসী টিনটিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 1531 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 34 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মানুষ হিসেবে তেমন আহামরি কেউ নই আমি। সাটামাটা জীবনটাই বেশী ভালো লাগে। আবার মাঝে মাঝে একটু আউলা হতে মন চায়। ভালো লাগে নিজেকে টিনটিন ভাবতে .... তার মত দুঃসাহসী হতে মন চায় ..... কিন্তু ব্যক্তি জীবনে অনেকটা ভীতুই বটে ..... অনেক কিছুই হাতছাড়া হয়ে গেছে জীবনে এই কারনে ..... আবার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

তবে হতাশার কথা এই যে বর্তমানে স্ক্রীন টোস্টার এর সাবস্ক্রিপশান ফ্রি হলেও তা ব্যবহার করতে হলে কোন ইউজারের ইনভিটেশান লাগবে
হায় হায় একি কথা , তাইলে তো অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নাই।