নাটক, সিনেমার কোন গানের ক্লিপ থেকে Track করুন গানটির নাম ‍কি!

সনি একিসকন মোবাইলে Track ID নামের একটি চমৎকার সফটওয়্যার রয়েছে। মনে করুন রেডিওতে বা টিভিতে কোনো নাটকে গান বাজছে, গানটি আপনার পছন্দ হল, ভাবলেন ডাউনলোড করে সংগ্রহ রাখবেন, তবে গানের নাম না জানলে সেটি ডাউনলোড করবেন কিভাবে? সনি এরিকসন মোবাইলের ক্ষেত্রে ফোনটি সামনে রাখলেই সেটি বলে দেয় গানটির নাম, অ্যালবামের নাম, গায়কের নামসহ বহু তথ্য!

এবার আসুন পিসির জন্য তেমন একটি ট্রাক আইডির সন্ধান দেই। পিসিতে যেকোনো নাটক, সিনেমা চলার সময় ব্যাকগ্রাউন্ড মিউজিকটি কোন অ্যালবামের গান, গায়ক কে, ঝটপট জেনে ফেলতে পারবেন সফটওয়্যারটি দিয়ে!

১. টিউনিয়াক নামের মাত্র ৫৩০ কিলোবাইটের এই অসাধারণ ফ্রিওয়্যারটি মিডিয়াফায়ারের এই লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করে নিন।

২. এবার কন্ট্রোল প্যানেলে গিয়ে Sound and Audio Device এ ডাবল ক্লিক করুন।

৩. Audio ট্যাব থেকে Sound Recording এর Voulme এ ক্লিক করুন।

৪. Option থেকে Properties এ ক্লিক করুন।

৫. Sterio Mix এ টিক দিয়ে OK করুন।

৬. Sterio Mix এর Mute এর টিক তুলে দিন।
ব্যাস হয়ে গেছে কাজ!! 🙂

এবার ইন্টারনেট চালু করে ডেস্কটপ থেকে Tunatic সফটওয়্যারটি চালু করুন।

পিসিতে কোনো গান চালু করুন, সফটওয়্যারটির Click here ti identify Song এ ক্লিক দিন।
.... জেনে যাবেন গানটির নাম, গায়কের নাম!!!
মিউজিক ট্রাক করতে পারার এই সাফল্যে আমার অভিনন্দন গ্রহণ করুন। 🙂

সীমাবদ্ধতাঃ বাংলা গ্যানের ক্ষেত্রে প্রব্লেম হতে পারে। হিন্দি ও ইংরেজী সহ অন্যন্য দেশের গান মোটামুটি পেয়ে যাবেন।

ডাউনলোডঃ টিউনিয়্যাক, মিডিয়াফায়ার লিংক ৫৩০ কিলোবাইট মাত্র
Author: Dr. Tanzil

Level 2

আমি নেট মাস্টার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 1834 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ হয় না তো।sever unable লিখা আছে……….

    অবশ্যই কাজ হয়। ইন্টারনেট কানেকশন চেকআপ করুন। ফায়ারওয়াল ব্যবহার করলে সেটি সফটওয়্যারটিকে ব্লক করে রাখেনি নিশ্চিত হোন।

আপনার টাকি win 7 নাহলে win 7 এ কিভাবে করব বলে দিন।

    আমার টা Windows 7 না। Windows 7 এর নিয়মের ব্যাপারে Windows 7 টেকিদের দৃষ্টি আকর্ষণ করছি।

    আমার অপারেটিং সিস্টেম Windows XP pro SP3

অনেক ভাল ট্রিক। তবে যারা গান শোনার কাজে (উইন্ডোজ-এ) winamp ব্যবহার করেন তাদের অনেকেই হয়ত জেনে খুশি হবেন যে winamp ৫ থেকে এই ট্র্যাকিং এমনিতেই করা যায়। এর মানে হল একের ভেতর দুই। আর নতুন করে winamp ৫ ব্যবহার করতে চান যারা তাদের জানিয়ে রাখি, গান শোনার জন্য উইন্ডোজ মেশিনে winamp একটি উজ্জ্বল নাম। winamp ডাউনলোড করে নিতে চাইলে http://www.mediafire.com/?kf4cwgeuf1fbiy6 এখানে যেতে পারেন। এটা আমার মিডিয়াফায়ার ভার্চুয়াল ফোল্ডারে রেখে দিয়েছি।
ধন্যবাদ টিউনারকে

    ধন্যবাদ Winamp এর চমৎকার দিকটি তুলে ধরার জন্য। তবে Winamp দিয়ে শুধু Audio গান ট্রাক করা যায় Gracenote সার্ভার ব্যবহার করে। কোনো সিনেমায় /নাটকের ব্যাকগ্রাউন্ড গান ট্রাক করা যায় না।

তানজিল ভাই কি দিলেন কাজ হইলে মিষ্টি খাওয়ামু । আগে ট্রাই করি ।

    মিষ্টির অপেক্ষায় রইলাম! 😀

vai problem hoisa pict dia comment korbo kamna?

Bhi amer sound card hossa soundmax.Apner 5 number pic properties a recording a matro 2 ta option asa 1.microphone
2.Line in
stereo mix name kono option nai.
akon ki korta pari bhi.Ami softw. search dile bole microphone check korta ja signal too slow.

    আমার বিল্টইন সাইন্ডকার্ডের ড্রাইভার Realtech Audio Driver … আপনি মাইক্রোফোন ব্যবহার করে আপাতত গান ট্রাক করতে থাকুন। আপনার অডিও ড্রাইভারটি পুরোনো হলে আপডেট করতে হবে। Sterio Sound Mix আধুনিক সব ড্রাইভারেই দেয়া থাকে।