অসাধারন ওপেনসোর্স লানিং কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (LCMS) A-tutor

মুক্ত কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং জুমলা এবং ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস দিয়ে মূলত: ব্লগ আর জুমলা দিয়ে খবরের ওয়েবসাইট ছাড়াও বিভিন্ন ভাবে ব্যবহার করা যায়। তথ্য প্রযুক্তির উন্নয়নের সাথে সাথে শিক্ষাব্যবস্থার পরিবর্তন,পরিবর্ধন হওয়ায় শিক্ষা ব্যবস্থাপনার বিভিন্ন ওয়েব সফটওয়্যার আছে।

উল্লেখ যোগ্য LCMS বা Learning Content Management System

A Tutor
Bodington
Dokeos
DrupalED(Drupal Edition)
ILIAS
KEWL
Logicampus
LON-CAPA
LRN
Moodle

LCMS ব্যবহরের সাধারন নিয়ম:

সাধারনত: সুনির্দিস্ট কোর্স থাকে , আপনাকে প্রাথমিকভাবে রেজিস্ট্রেশন করে কোর্সে ইনরোল (ভর্তির আবেদন বলা যায়) করতে হবে।আবেদন গ্রহ্য হলে উক্তকোর্সের ব্যপারে বিভিন্ন সুবিধা পাবেন

এ-টিউটরের মাধ্যমে উল্লেখযোগ্য যে সব সুবিধা পাবেন:

১. ম্যাসেজ পাঠানো:কোর্সের শিক্ষকের কাছে চিঠি ও ইমেইল পাঠানো।

২. ফোরামে অংশগ্রহন

৩. ব্লগে অংশগ্রহন

৪. শিক্ষকের সাথে ভয়েজ ও ভিডিও চ্যাট

৫. কোর্সের ম্যাটেরিয়াল/থিসিজ/হ্যান্ডনোট/অডিও ভিডিও ফাইল ইত্যাদি ডাউনলোড করা।

৬. কোর্সের পরীক্ষার বিশেষ করে MCQ এর ব্যবস্থাও আছে।

৭.আরো অনেক সুবিধাই যুক্ত করা যায় আবার অ্যাডমিন চাইলে অনেক সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।

৮. এটি মুক্তসোর্স হওয়ায় সম্পূরর্ণ বিনামূল্যে  ডাউনলোড করতে পারবেন এবং পরিবর্তন করে নিজের মতো করে বানিয়ে ব্যবহার করতে পারবেন।

এ-টিউটরের ওয়েবসাইটের লিংক এখানে। ডেমো লিংক এখানে

আমি এটি সেটআপ করে অলরেডি বাংলায় রুপান্তরের কাজ শুরু করে দিয়েছি। এই লিংকে বাংলায় রুপান্তরের কাজ চলছে।

Level 0

আমি টিউটো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 476 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তিনি দীর্ঘ দিন ধরে সাফল্যের সাথে টিটোরিয়াল বিডি ব্লগটি পরিচালনা করে আসছেন। বর্তমানে ব্লগিং এর পাশাপাশি একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করছেন। http://www.facebook.com/#!/mahbubpalash http://twitter.com/tuto_mahbub


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বুঝলাম কিন্তু এটা কি সুবিধা জনক ট্রাই করে দেখতে হবে।

Level 0

valo post