বিশ্ব মানচিত্র ডাউনলোড এবং প্রিন্ট করার জন্য ৯টি দুর্দান্ত ওয়েবসাইট

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন

হ্যালো টেকটিউনস জনগন, কেমন আছেন আপনারা সবাই? টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।

বিশ্ব মানচিত্র যখন বাসার দেয়ালে লাগানো হয় তখন দেখতে খুবই সুন্দর লাগে। আর বর্তমানে বিশ্ব মানচিত্র বিভিন্ন ফরম্যাটে খুব সহজেই পাওয়া যাচ্ছে। কিন্তু শিক্ষার্থীদের বিশ্ব মানচিত্র শিখানোর সময় অনলাইনে যেসব মানচিত্র পাওয়া যায় তা প্রিন্টেড কপির মত হয় না। আর আমরা জানি যে, বিশ্ব ভূগোল সম্পর্কে শিক্ষার্থীদের শিখানোর জন্য বিশ্ব মানচিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাছাড়া অনলাইনে বিভিন্ন দেশের মানচিত্র প্রিন্ট করে ক্লাসের শিক্ষার্থীদেরকে হোম ওয়ার্ক বা ক্লাস ওয়ার্ক দেয়া যেতে পারে যেমনঃ বিভিন্ন দেশ, মহাদেশ, এমনকি শহর মার্ক করে শিক্ষার্থীদেরকে শিখানো।

সুতরাং বাসার দেয়াল সুন্দর করে সাজানো ছাড়াও, বিশ্ব মানচিত্র শিখানোর জন্যও খুবই গুরুত্বপূর্ণ। আর তাই এই টিউনে আমি এমন সব ওয়েব সাইটের তালিকা নিয়ে এসেছি যা আপনাকে বিশ্বের মানচিত্র খুবই সহজেই ফ্রিতে ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। সাধারণত সব গুলো ওয়েব সাইট থেকে বিশ্ব মানচিত্র Image/PDF ফরম্যাটে ডাউনলোড করতে পারবেন এবং যখন আপনার দরকার হবে তখনই প্রিন্ট করতে পারবেন।

World Atlas

World Atlas হচ্ছে বিশ্ব মানচিত্র প্রিন্ট করার জন্য খুবই ভাল একটি ওয়েব সাইট। আপনি এই ওয়েব সাইটে ভিজিট করলে উপরের স্ক্রিনশট এর মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই ওয়েব সাইট থেকে প্রতিটি মহাদেশ, দেশ, শহর,  অঞ্চল ইত্যাদিতে বিভক্ত করে বিভিন্ন ধরনের মানচিত্র আছে যা আপনি ডাউনলোড করতে পারবেন। এই ওয়েব সাইটের নাম যেহেতু World Atlas আর তাই নামের সাথে মিল রেখে তারা সারা বিশ্বের বিভিন্ন ধরনের মানচিত্র তাদের কালেক্টশনে রেখেছে। আপনি যেকোন একটি মানচিত্রে ক্লিক করলে, লোড হওয়া মানচিত্রেন নিচে একটি ছোট “print this page” বাটন দেখতে পাবেন। এই বাটনে ক্লিক করলে উক্ত মানচিত্রটি নতুন একটি ট্যাবে আরও বড় ও ক্লিয়ার ভাবে প্রিন্টের জন্য লোড হবে। এখন মানচিত্রের উপর মাউস রেখে রাইট ক্লিক করুন এবং "save image as" অপশন সিলেক্ট করুন। আর এই মানচিত্রটি আপনার কম্পিউটারে png ফরম্যাটে সেভ হবে। ফলে আপনি পরবর্তী যেকোন সময়ে এটি প্রিন্ট করতে পারবেন।

Printable World Map

Printable World Map হচ্ছে বিশ্ব মানচিত্র ডাউনলোড এবং প্রিন্ট করার জন্য খুবই ভাল একটি ওয়েব সাইট। এই ওয়েব সাইট থেকে আপনি ৬১৪ টি মানচিত্র ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আপনার ব্রাউজার থেকে ভিজিট করলে ঠিক উপরের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। আর জনপ্রিয় কয়েকটি মানচিত্র হোম পেইজে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনি যেকোন মানচিত্রে ক্লিক করলেই, মানচিত্র ডাউনলোড পেইজে নিয়ে যাবে যা নিচের স্ক্রিনশটের মতো দেখাবে।

মানচিত্র ডাউনলোড করতে ওয়েব সাইটে প্রদত্ত ডাউনলোড বাটনে ক্লিক করুন। ফলে মানচিত্রটি আপনার কম্পিউটারে PDF ফরম্যাটে ডাউনলোড হবে। একই সাথে আপনি দেখতে পাবেন মানচিত্রটি কত বার ডাউনলোড করা হয়েছে এবং এর ঠিক নিচেই উক্ত মানচিত্রের একটি ছোট বর্ণনা দেখতে পারবেন।

FreeWorldMaps.Net

Free World Maps ওয়েব সাইটের মাধ্যমে আপনি বিশ্ব মানচিত্র ডাউনলোড করতে পারবেন। একবার এই ওয়েব সাইটে ভিজিট করলে আপনি দেখতে পাবেন হাই রেজোলিউশনে বিভিন্ন মানচিত্র যা আপনি ডাউনলোডও করতে পারবেন। আপনি এই ওয়েব সাইট থেকে বিশ্ব মানচিত্র, উত্তর আমেরিকা,  দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং অস্ট্রেলিয়া বিভিন্ন মহাদেশের মানচিত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়াও কিছু মানচিত্র লো, মিডিয়াম এবং হাই তিনটি রেজোলিউশনে পাবেন। তিনটি রেজোলিউশন থেকে যেকোন একটি রেজোলিউশন ক্লিক করলে মানচিত্রটি নতুন একটি ট্যাবে ওপেন হবে। এখন মানচিত্রের উপর রাইট ক্লিক করুন এবং "save image as" অপশন সিলেক্ট করুন। আর এই মানচিত্রটি আপনার কম্পিউটারে png ফরম্যাটে সেভ হবে। ফলে আপনি পরবর্তী যেকোন সময়ে এটি প্রিন্ট করতে পারবেন। কিন্তু এর খারাপ দিক হচ্ছে মানচিত্রের উপরে ওয়েব সাইটের একটি জলছাপ রয়েছে।

FreeWorldMaps.com

FreeWorldMaps.com হচ্ছে বিশ্ব মানচিত্র ডাউনলোড করার জন্য আরেকটি ওয়েব সাইট। আপনি এই ওয়েব সাইট ব্যবহার করে political maps, physical maps এবং printable blank maps বিভাগ থেকে মানচিত্র ডাউনলোড করতে পারবেন। আর প্রত্যেকটি বিভাগে বিভিন্ন ধরনের প্রিন্টযোগ্য মানচিত্র রয়েছে। এখন মানচিত্র ডাউনলোড করার জন্য আপনাকে মানচিত্রের থাম্বনেইলে ক্লিক করতে হবে এবং ক্লিক করলে মানচিত্রটি ফুল স্ক্রীন মোডে ওপেন হবে। এরপরে, মানচিত্রের নিচে "printing/saving viwe of current world map" বাটনে ক্লিক করুন এবং মানচিত্রের উপর রাইট ক্লিক করুন এবং "save image as" অপশন সিলেক্ট করুন। আর এই মানচিত্রটি আপনার কম্পিউটারে png ফরম্যাটে সেভ হবে। ফলে আপনি পরবর্তী যেকোন সময়ে এটি প্রিন্ট করতে পারবেন।

Maps International

Maps International হাই রেজোলিউশনে মানচিত্র ডাউনলোড করার জন্য অন্যতম একটি ওয়েব সাইট। আপনি যখন এই ওয়েব পেইজের হোম পেইজে যাবেন তখন আপনি উপরের স্ক্রিনশটের মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই ওয়েব পেইজ স্ক্রোল করে আপনার পছন্দমত একটি মানচিত্রের উপর ক্লিক করুন। এখন সিলেক্ট করা মানচিত্রটি ফুল স্ক্রীনে PDF ফরম্যাটে ওপেন হবে। তারপর উপরের ডান কর্নারে ডাউনলোড আইকনে ক্লিক করুন,  PDF ফরম্যাটে আপনার কম্পিউটারে মানচিত্রটি ডাউনলোড হয়ে যাবে।

Free Large Images

Free Large Images ওয়েব সাইট ব্যবহার করে আপনি বিশ্ব মানচিত্র ডাউনলোড করতে পারবেন। আপনারা ওয়েব সাইটে গেলে উপরের স্ক্রীনশট এর মতো একটা ইন্টারফেস দেখতে পাবেন। আর সকল মানচিত্র এই পেইজে একটার নিচে একটা করা তালিকা করা হয়েছে। যেকোন একটি মানচিত্রের উপর মানচিত্রের উপর রাইট ক্লিক করুন এবং "save image as" অপশন সিলেক্ট করুন। আর এই মানচিত্রটি আপনার কম্পিউটারে jpg ফরম্যাটে সেভ হবে। ফলে আপনি পরবর্তী যেকোন সময়ে হাই রেজোলিউশনের মানচিত্র প্রিন্ট করতে পারবেন।

MapCruzin

MapCruzin ওয়েব সাইট থেকে ফ্রিতে এবং ফী প্রদান করার মাধ্যমে মানচিত্র ডাউনলোড করতে পারবেন। ফ্রি সেকশনে বিশ্ব মানচিত্র, দেশ, অঞ্চল, শহর, রাজ্য, প্রদেশ ইত্যাদি রয়েছে। এখন আপনি যে মানচিত্রটি ডাউনলোড করতে চান সেটিতে ক্লিক করুন। আর প্রতিটি দেশের মধ্যে একাধিক মানচিত্র রয়েছে, আপনি যেই মানচিত্র ডাউনলোড করতে চান তার উপরে ক্লিক করুন। তাহলে নতুন একটি ট্যাবে ফুল মানচিত্রটি ওপেন হবে। এখন মানচিত্রের উপর রাইট ক্লিক করুন এবং "save image as" অপশন সিলেক্ট করুন। আর এই মানচিত্রটি আপনার কম্পিউটারে jpg ফরম্যাটে সেভ হবে। ফলে আপনি পরবর্তী যেকোন সময়ে মানচিত্রটি প্রিন্ট করতে পারবেন।

Free USA and World Maps

Free USA and World Maps ওয়েব সাইটে প্রিন্ট করার মত অনেক ভাল ভাল মানচিত্র রয়েছে। আপনি এই ওয়েব সাইটে মার্কিন যুক্তরাষ্ট্র-এর এবং বিশ্ব মানচিত্র ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনি সাদাকালো এবং রঙ্গিন মানচিত্র ডাউনলোড করতে পারবেন। আপনি মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, বিশ্ব মানচিত্র, রাষ্ট্রের মানচিত্র ইত্যাদি মানচিত্র খুঁজে পাবেন। যেকোন একটা মানচিত্রের উপর ক্লিক করুন এবং ফুল লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এখন মানচিত্রের উপর রাইট ক্লিক করুন এবং "save image as" অপশন সিলেক্ট করুন। আর এই মানচিত্রটি আপনার কম্পিউটারে jpg ফরম্যাটে সেভ হবে। ফলে আপনি পরবর্তী যেকোন সময়ে মানচিত্রটি প্রিন্ট করতে পারবেন।

Outline World Map

প্রিন্টযোগ্য বিশ্বের মানচিত্র ডাউনলোড করার জন্য Outline World Map হচ্ছে অন্যতম একটি ওয়েব সাইট। আপনি এই ওয়েব সাইটে ভিজিট করলে উপরের স্ক্রিনশট এর মত একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই পেইজে একটি বিশ্ব মানচিত্র রয়েছে আর ঠিক এই ওয়েব পেইজের নিচেই রয়েছে "printing and saving view" বাটন। এই বাটনে ক্লিক করুন তাহলে নতুন একটি ট্যাবে ফুল মানচিত্রটি ওপেন হবে। এখন মানচিত্রটি ডাউনলোড করতে,  মানচিত্রের উপর রাইট ক্লিক করুন এবং "save image as" অপশন সিলেক্ট করুন। আর এই মানচিত্রটি আপনার কম্পিউটারে PNG ফরম্যাটে সেভ হবে। ফলে আপনি পরবর্তী যেকোন সময়ে মানচিত্রটি প্রিন্ট করতে পারবেন। এছাড়াও আপনি এই ওয়েব সাইটে ব্লাঙ্ক ম্যাপ, পলিটিকাল ম্যাপ, ট্রান্সপ্যারেন্ট এরিয়া ম্যাপ ইত্যাদি ফরম্যাটে বিশ্ব মানচিত্র ডাউনলোড করতে পারবেন।

শেষ কথা

আমি চেষ্টা করেছি এই টিউনে এমন কিছু ওয়েব সাইট নিয়ে আলোচনা করতে যেখান থেকে আপনারা বিশ্বের মানচিত্র ডাউনলোড করার পাশাপাশি অন্যান্য মানচিত্র ও সহজে ডাউনলোড করতে পারেন। আর এই ওয়েব সাইট থেকে মানচিত্র খুব সহজেই ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন। এছাড়াও ডাউনলোড করা মানচিত্রগুলি হাই রেজোলিউশনের আর তাই এগুলি প্রিন্ট করলে খুবই সুন্দর দেখা যায়। আর শিক্ষকরা শিক্ষার্থীদেরকে ভূগোল শেখানোর জন্য এই মানচিত্রগুলি ব্যবহার করতে পারেন। পরিশেষে,  বিশ্বের মানচিত্র ডাউনলোড এবং প্রিন্ট করার জন্য উপরের ওয়েবসাইটগুলিতে ভিজিট করুন।

টিউন জোসস করুন, আমার টিউন শেয়ার করুন, টেকটিউনসে আমাকে ফলো করুন, আপনাদের মতামত জানান

আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।

আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি  টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।

আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 175 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 72 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস