Zoom Escaper – Zoom মিটিং এ ফেক প্রতিবন্ধকতা তৈরি করুন

টিউন বিভাগ ওয়েবওয়্যার
প্রকাশিত
জোসস করেছেন
Level 34
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভাল আছেন। বরাবরের মতই আজকে হাজির হলাম নতুন কিছু নিয়ে।

করোনা মহামারীর ফলে আমাদের বেশিরভাগ সময় নির্ভর করতে হচ্ছে বিভিন্ন ভিডিও কনফারেন্সিং অ্যাপ এর উপর৷ সবচেয়ে বেশি যে অ্যাপটি ব্যবহৃত হচ্ছে সেটা হল ZoomZoom এর অধিকাংশ মিটিং আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলেও কখনো কখনো কোন মিটিং থেকে আমরা নিজেকে আড়াল করতে চাই। এমন কোন মিটিং হতে পারে যেগুলো আপনি চাচ্ছেন না তারপরেও আপনাকে করতে হচ্ছে। তো আজকের এই টিউনে আমরা দেখব কিভাবে আপনি Zoom মিটিং এ প্রতিবন্ধকতা তৈরি করবেন বা অন্যপক্ষকে বুঝাবেন আপনি কোন যান্ত্রিক সমস্যায় রয়েছেন। আর এই কাজে আমাদের সাহায্য করবে Zoom Escaper।

Zoom Escaper কি?

Zoom Escaper একটি ফ্রি অনলাইন টুল যার মাধ্যমে আপনি Zoom মিটিং এ ফেক প্রতিবন্ধকতা তৈরি করতে পারবেন। এর মাধ্যমে আপনি মিটিং এ একাধিক সমস্যা তৈরি করতে পারবেন যেমন, প্রতিধ্বনি, দুর্বল ইন্টারনেট কানেকশন, এবং বিভিন্ন ব্যাকগ্রাউন্ড নয়েজ।

Zoom Escaper

অফিসিয়াল ওয়েবসাইট @ Zoom Escaper

কিভাবে Zoom Escaper ব্যবহার করবেন

Zoom Escaper একটি ওয়েব অ্যাপ যা এখন শুধুমাত্র উইন্ডোজ এবং ম্যাক এ কাজ করে৷ এই অ্যাপটি মূলত আসল মাইক্রোফোনকে একটি ভার্চুয়াল মাইক্রোফোনে চেঞ্জ করে নেয়। যাই হোক এই কাজটি করতে আপনাকে প্রথমে অ্যাপটি পিসিতে ইন্সটল করতে হবে।

ধাপ ১

প্রথমে আপনার পিসিতে VC Cable ইন্সটল দিল। ইন্সটল দেবার পর আপনার পিসি রিস্টার্ট দিন।

ধাপ ২

Zoom ওপেন করে Settings এ যান এবং Audio তে ক্লিক করুন। Microphone হিসেবে CABLE Input (VB-Audio Virtual Cable) সিলেক্ট করুন, একই সাথে Suppress background noise কে Low করে দিন। মনে রাখবেন Music and Professional Audio এর সব গুলো অপশন যেন আনচেক থাকে।

ধাপ ৩

এবার মিটিং চলাকালে আপনার মাইক্রোফোন অপশনে CABLE Input (VB-Audio Virtual Cable) সিলেক্ট করুন

ধাপ ৪

ব্রাউজারে Zoom Escaper ওয়েবঅ্যাপটি ওপেন করুন। দেখুন সকল ধরনের Distraction আপনার সামনে চলে আসবে, পছন্দ মত যেকোনো ইফেক্ট সিলেক্ট করুন।

শেষ কথাঃ

আপনি এভাবেই উপরের মেথড ফলো করে Zoom মিটিং এ ফেক প্রতিবন্ধকতা তৈরি করতে পারেন। অ্যাপটি ইন্সটল দিন, মাইক্রোফোন সিলেক্ট করুন এবং প্রয়োজনীয় ইফেক্ট সেট করুন।

তো আজকে এই পর্যন্তই, পরবর্তী টিউন পর্যন্ত ভাল থাকুন আল্লাহ হাফেজ।

Level 34

আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 525 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 111 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস