বানিয়ে নিন নিজের একটি ওয়াইফাই জোন

বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করে ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় ভাল আছি। শিরোনাম দেখে আশা করে বুঝে ফেলেছেন যে আজ কি নিয়ে টিউন করব, হাঁ

আজকে আমি আপনাদের সাথে এমন একটি সফটওয়্যার শেয়ার করতে যাচ্ছি, যা দিয়ে খুব সহজেই আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ কে ওয়াইফাই হট স্পট

এ পরিনত করতে পারবেন। আসুন দেখি কি দরকার আমার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কে হট স্পট এ পরিনত করার ?

আমি নিজে বাসাতে মোট তিনটি ডিভাইস ব্যবহার করি, একটি ডেস্কটপ, একটি ল্যাপটপ এবং একটি স্মার্ট ফোন। তিনটি তে আলাদা আলাদা

ইন্টারনেট লাইন নিতে গেলে আমার পকেট শেষ… তাই অনেক দিন থেকেই ভাবছিলাম কি করা যায়। হ্যা করার অনেক কিছুই আছে,

তবে আমি চাচ্ছিলাম সবচাইতে সহজ একটি উপায়। আর এই সহজ উপায়টিই আমাকে দিয়েছে, Connectify.me নামের একটি সফটওয়্যার।

software টি Download করতে এখানে ক্লিক করুন, এবার ইন্সটল করে নিন আপনার ডেস্কটপ অথবা ল্যাপটপ এ। মনে রাখবেন,

ওয়াইফাই হট স্পট বানাতে আপনার নিচের হার্ডওয়্যার গুলো থাকতে হবে;

ডেস্কটপ অথবা ল্যাপটপ কম্পিউটার।

ডেস্কটপ হলে, একটি ওয়াইফাই কার্ড (PCI অথবা USB ডংগল), আর ল্যাপটপ হলে ল্যাপটপ এর ওয়াইফাই কার্ড। ওয়াইফাই কার্ড এর আপডেট ড্রাইভার।

Connectify সফটওয়্যার টি।

একটি ইন্টারনেট কানেকশন।

যদি ডেস্কটপ হয়ঃ

আপনি যদি আপনার ডেস্কটপ দিয়ে ওয়াইফাই হট স্পট বানাতে চান, তবে, প্রথমেই আপনার ডেস্কটপ এ আপনার ওয়াইফাই কার্ড টিকে ইন্সটল করেনিন (ড্রাইভার সহ)।

যদি ল্যাপটপ এ হয়ঃ

আপনি যদি আপনার ল্যাপটপ দিয়ে ওয়াইফাই হট স্পট বানাতে চান, তবে, প্রথমেই আপনার ল্যাপটপ এ আপনার ওয়াইফাই কার্ড টিকে এনাবল করে নিন (প্রয়োজনে আপডেট ড্রাইভার ইন্সটল করে নিন)।

এখন হয়ত অনেকেরই মাথায় হাত উঠে গেছে যে update driver পাব কই? no টেনশন আমি আছিনা? মাথায় হাত দেওয়ার কোন দরকার নাই,

driver টি download করে নিন এখান থেকে। তারপর win rar দিয়ে extract করে setup দিয়ে দিন।

এবার, Connectify সফটওয়্যার টি ইন্সটল করুন। সফটওয়্যার টি ইন্সটল করা খুবি সোজা, শুধু মাত্র, কয়েকবার

নেক্সট নেক্সট করে গেলেই দেখবেন সফটওয়্যার টি ইন্সটল হয়ে গেছে। install শেষে হয়ত computer restart চাইবে, তখন restart দিয়ে দিবেন।

এবার software টি open করুন।

সফটওয়্যার টি open হবার পরে নিচের ছবির মতন একটি ইউজার ইন্টারফেস দেখতে পাবেন। আসুন পরিচিত হয়ে নেই এই ইন্টারফেস এর বিভিন্ন অংশের সাথে;

সেটিংস্‌ ট্যাব এ প্রথমেই আছে, Hotspot Name এবং Password যেহেতু আমি লাইট ভার্সন টি ব্যবহার করছি তাই আমি আমার হট স্পট এর নাম যাই দেই না কেন, আগে অবশ্যই Connectify লিখা থাকবে। এখানে আমি নাম দিয়েছি, “Connectify-test”.

আর Password হচ্ছে, আপনি যেই কী টা দিতে চান আপনার নেটওয়ার্ক সিকিউরিটির জন্য তা দিয়ে দিন।

এর পরে আসছে; Internet to Share, তার মানে, এখানে আপনি ঠিক যেই ইন্টারনেট কানেকশন টি শেয়ার করতে চাচ্ছেন, তা সিলেক্ট করে দিন। আমার ল্যাপটপ এ Broadcom NetXtreme 57XX নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড এর মাধ্যমে ইন্টারনেট কানেকশন এসেছে, আর আমি চাচ্ছি যে, এই ইন্টারনেট টিকে আমি আমার হট স্পট এ শেয়ার করব; তাই আমি Internet to Share এ আমার Broadcom NetXtreme 57XX নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড টিকে সিলেক্ট করে দিয়েছি।

হাঁ আপনারা হয়ত wiMAX বা অন্য কোন CONNECTION ব্যাবহার করে থাকতে পারেন, সে ক্ষেত্রে আপনারা internet to share এ wiMAX বা

এ জাতিয় অন্য কিছু আসলে অটাকে সিলেক্ট করে দিবেন।

এবার আসুন Advanced Settings এ, এখানে দুটি পার্ট আছে; প্রথমটি হচ্ছে; Share Over; এখানে আপনি দেখিয়ে দিবেন (যদি আপনার কম্পিউটার এ একের অধিক ওয়াইফাই ইন্টারফেস থাকে, যেমন আমার ল্যাপটপ এ একটি বিল্ট-ইন ওয়াইফাই আছে এবং একটি ওয়াইফাই ডংগল আছে) কোন ইন্টারফেস টি দিয়ে আপনি আপনার অন্য ডিভাইস গুলো কে কানেক্ট করতে চাচ্ছেন।

এবার আসুন sharing mode এ।

Connectify মোট তিনটি Sharing Mode সাপোর্ট করে, যেগুলো হচ্ছে;

Wi-Fi Access Point, Encrypted (WEP2)
Wi-Fi Ad- Hoc, Open
Wi-Fi Ad- Hoc, Encrypted

আমার স্মার্ট মোবাইল টি Wi-Fi Access Point,Encrypted (WEP2); সাপোর্ট করে না, সুতরাং আমি সিলেক্ট করেছি; Ad-Hoc

এবার সরাসরি “Start Hotspot” বাটন টিতে ক্লিক করে দিন।

এবার দেখুন সফটওয়্যার টির উপর দিকে একটি সবুজ রঙ এর চিহ্ন দেখাচ্ছে তার মানে হল আপনার ওয়াইফাই হট স্পট ঠিক মতন চলছে।

ব্যাস হয়ে গেল আপনার নিজের জন্য একটি ওয়াইফাই হট স্পট।

আর Clients ট্যাব টিতে ক্লিক করে আপনি দেখে নিতে পারবেন, কোন কোন ডিভাইস আপনার হট স্পট এ সংযুক্ত আছে এবং কোন কোন ডিভাইস আপনার হট স্পট এ সংযুক্ত ছিল।

এবার আপনার ক্লাইণ্ট ডিভাইস, মানে যেই ডিভাইস টিতে এই ওয়াইফাই হট স্পট টি ব্যবহার করে ইন্টারনেট পেতে চাচ্ছেন, তা দিয়ে স্ক্যান করে দেখুন, Connectify-test নামের নেটওয়ার্ক টি পাচ্ছেন কি না, পেলে প্রথম ধাপে ব্যবহার করা password টি দিয়ে ইন্টারনেট ব্যবহার করতে থাকুন।

পোস্ট আপনাদের কাজে লাগলেই আমি খুশি। ভালো থাকবেন সবাই, আর কেমন হল জানাতে ভুলবেন না

বিঃ দ্রঃ আমি win7 এবং laptop এ use করেছি, win xp বা desktop এ আপনারা use করে দেখতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

তাহলে ভাল থাকুন সবাই আর পারলে আমার জন্য দোয়া করবেন।

লিখাটি এখান থেকে সংগ্রহ করা হল।

Level 0

আমি kamrulbhuiyan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 407 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি খুবই সাধারন একজন মানুষ, কিছুই করিনা, মাঝে মাঝে ব্লগে লিখালিখি করি, আর অন্য সময় খেলাধুলায় ব্যাস্ত থাকি.....।।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

amar akta problem hosse.amar windows 8 jokhon hotspot use kore tokhon kono problem hoy na .but windows 7 no internet acces show kore.tai connect hoyleo net use kora jay na.

এই সফটওয়্যার আমি অনেকদিন ব্যবহার করেছি এবং অনেক উপকৃত হয়েছি । কিন্তু ইদানিং আমার ASUS K42F এ এটা ইন্সটল করে রান করাতে গেলে ব্লু স্ক্রীন আসে, ফিজিকাল মেমরী ডাম্পিং শুরু হয়, পাওয়ার বাটন চেপে জোর করে ল্যাপটপ অফ করতে হয় । 🙁 কোন সল্যুশন দিতে পারবেন প্লিজ ?

    @iBiggapon.com: kichu din pore manually kivabe wifi banate hoy tar tutorial share korte chesta korbo. tokhon asha kori aponi upokrito hoben.

    আপনারা এই সফট পিসি তে অনেকদিন ধরে চালাচ্ছেন শুনে প্রতিবার অনেক আশা নিয়ে চেষ্টা করি কিন্তু ফলাফল ওই No Internet access পর্যন্ত ই। কত চেষ্টা আর কত সফট যে আমার ল্যাপটপ দেখল্‌…… , আমি সহযোগিতা চাচ্ছি আপনার কাছে ।

Level 0

ইন্ষটল করতে গেলে দেখায় service pake 1 লাগবে। আমি win 7 হোম primium use করি। সমাধান চাই

    @nill99: Connectify Hotspot System Requirements

    Software

    Connectify Hotspot is a Windows application and it runs on a variety of versions (Make sure that you have all of the latest Windows Updates, Service Packs, and genuine Windows software installed.):

    Windows 8
    Windows 7 (Service Pack 1 or later)

Level 0

ভাল লাগল টিউনটি পরে, এই রকম একটি টিউন খুজছিলাম এতদিন। অনেক ধন্যবাদ।

desktop er wifi device er dam koto?

Level 0

আমার একটি প্রশ্ন আছে সেটি হল- আমার wareles router আছে এবং তাতে ৪ টি পোর্ট আছে , আমি চাই যে যে কোন একটি পোর্ট এ বেশি speed রাখতে এবং অন্য গুলোতে কম, সেটা কিভাবে করব কেউ যদি বলে দেন তো খুব ভালো হয়? বা আদেউ হয় কিনা ?

Level 0

router vs access point
A Router is a device that routes packets across networks. Thats all it does. If data from one computer is trying to get to another computer that is not on the same logical network it must be ‘routed’ to that network. Your home network is different then your ISP’s network thus a router is always the last device that sits between you and your ISP.

An Access Point is a device that allows other devices to connect wirelessly. Its nothing more then an antenna. Access points can be purchased on their own and plugged into a wired switch or router to grant users wireless connectivity to that device.

You’ll find both routers and access points on their own in any typical Enterprise network. On the everyday consumer level however they are built into one device and marketed as a ‘wireless router’. In reality you’re buying a device that has 5 primary components built into it:

Router / Switch / Access Point / DNS Server / DHCP Server

thnaks to article writer and techtunes

source:tomshardware.com/forum/24391-43-difference-access-point-router

Windows 7 Home Premium genuine-এ এটা অনেক দিন ধরে ব্যাবহার করছি, ভালই লাগছে। তবে Windows 8 pro তে এটা কাজ করছে না। এটা latest Windows Updates, Service Packs, and genuine Windows ব্যাবহার করা লাগে। Windows 7 genuine করা গেলেও Windows 8 pro genuine করতে পারিনি, শুধু Activate করা গেছে। যদি কেউ windows 8 pro তে এটা ব্যাবহার করে থাকেন, Windows 8 pro এর কোন Activator use করছেন? কিভাবে করছেন? Kindly জানাবেন এবং Link দিবেন ।

আমি Windows 8 pro তে এটা ব্যবহার করছি। আর টিটির প্রবাসী ভাইয়ের দেয়া এক্টিভেটর দিয়ে এক্টিভেট করেছি উইন্ডোজ ও অফিস 2013 দুটোই। আপনি প্রবাসী ভাইয়ের https://www.techtunes.io/download/tune-id/191384 টিউন দেখতে পারেন। ধন্যবাদ।

কেউ কি বলতে পারেন এটা কত দিন মেয়াদের?

Level New

nill99@ bro…………(ইন্ষটল করতে গেলে দেখায় service pake 1) = Continue Install den hoye jabe..

R shobar jonno Pro version er Serial key…………..

Email: [email protected]

Key: QE4943-K24T79-KKJKKA-M2NQKW-XWVZYT-Z8DN8J-6NEN1A-UCRZ1A-EM8E7J-AV529K-ZEDV52-4EYYFV-T4UE7G-AFVAYW-77G5B4-JKNBJS-Z4MEX7-HRB2TT-N7GVF4-UBXNJS-288MXL-G5GAPU-3UQ

Level 0

ধন্যবাদ polashbd2012,Continue করার পরে কাজ হয়েছে। আমার কাছে Connectify এর keygen আছে কারুর লাগলে দিতে পারি। [email protected]

Level New

সার্চ ইঞ্জিন@ vy key must be kaaj korbe………… jodi Connectify Hotspot Pro v4.2 use kore thaken tyle………..

Level 0

এত ঝামেলার কি দরকার….? Virtual router সফটওয়্যার টা ব্যবহার করেন। driver install করা থাকলে জাস্ট এক কিলিক এ কানেক্ট হয়ে যাবে।

Level 0

ভাই আমি win 7 এ ইনষ্টল করেছি। কিন্তু start হওয়ার ২ থেকে ৩ মিনিট পর বন্ধ হয়ে যায়। তারপর আবার start হয়। এভাবেই সবসময় একটু পরপর restart নিতে থাকে। সমাধান দিলে খুবই উপকৃত হব।

thanxxxxxxxx dear

Level 0

@https://www.techtunes.io/tuner/kamrulbhuiyan ভাই সু্ন্দর পোষ্টোর জন্য ধন্যবাদ, ভাই connectivity যখন আমার Toshiba ল্যাপটপ install করে কাজ করি তখন প্রথমে আমার মোবইল লগ হয় কিন্তু কিছুক্ষন পর authicaton problem দেখান আর কাজ করেনা কিন্তু অন্য একজনের acer ল্যাপটপে কাজ করে । তবে acer একটা সমস্যা হয় , মাঝেমধ্যে নেটওয়াক খুজেপায় না । পড়ে laptop restart করলে আবার নেটওয়াক আসে । কিভাবে আমার ল্যাপটেপে কাজ করবে (Toshba settliteL510) জানালে উপকৃত হবে। my mail adress: [email protected]

পোষ্টটি দেয়ার জন্যে ধন্যবাদ। আরেকটি মজার বিষয় হল WiFi রাউটার হ্যেক করা খুবই সহজ। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন http://www.lecturesheet.com/2013/04/wi-fi-routers-easy-to-hack.html

প্রো দিয়ে হয় না।