আসুন এবার এন্ড্রোয়েড ফোনের connect করা wifi পাসওয়ার্ড বের করি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন অবশ্যই! আমিও আপনাদের দয়ায় ভালো আছি। আজ আমরা দেখবো কিভাবে এন্ডেুয়েড ফোনে কানেক্ট থাকা অবস্থায় পাসওয়ার্ড বের করা।  আমি জানিনা আপনারা পারবেন কি না। আমি নিজে পারছি তারজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। বাকিটা আপনারাই করবেন। তবে একটা কথা বলি দয়া করে কারও ক্ষতি করার চেষ্টা করবেন না। কেননা এর জন্য দায়দায়িত্ব আপনার টেকটিউনস বা আমি এর কোন দায়িত্ব বহন করবো না।

এটা মুলত কোন হ্যাকিং না। আপনার ফোন থেকে যদি কেউ কোন wifi সার্ভারে connect করে, আর আপনি যদি সেই wifi এর পাসওয়ার্ড না জানেন তবে আপনি সেই পাসওয়ার্ড বের করতে পারবেন। তবে আপনার ফোন ROOT কোরা থাকতে হবে। আর এমন কোন file manager থাকতে হবে যেটাতে root folder show করে। আমি root explorer use করতে বলব।
০১। প্রথমে আপনের ফোনের root directory তে যান।
০২। সেখানে data নামের ফোল্ডারে ডুকুন।
০৩। সেখানে misc নামের একটা ফোল্ডার পাবেন, সেখানে যান।
০৪। নিচের দিকে wpa_supplicant.conf নামের একটা file পারেন। এটা open করুন। এখানে এখন পর্যন্ত আপনি যত wifi zone এ connect হয়েছেন, সকল এর নাম এবং পাসওয়ার্ড দেয়া থাকবে। এটা আমি আমার প্রয়োজনে বের করেছিলাম।

আশা করি বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন আর আমাদের সাথেই থাকবেন। বিদায় নিচ্ছি।

আমার নতুন মুভি সাইট একবার চাইলে দেখতে পারেন। এখানে নতুন সব ধরনের মুভি পাওয়া যায়। ভালবাসা দিবসের নাটকও আছে।

http://allhdmc.com/

Level New

আমি আব্দুল হাকিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস