উইন্ডোজের লুকিয়ে থাকা সুন্দর থিমগুলো কি আপনারা ব্যবহার করতে পারতেছেন…।না পারলে মিস করতেছেন…না দেখলেই লছ…অনেক সুন্দর থিম…

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন।
আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
Windows 7 লুকিয়ে থাকা অনেক থিম আছে অনেকেই এটা জানেনা্‌, জারা না জানেন শুধু তাদের জন্য আমার এই টিউন।
উইন্ডোজ ৭ এ বেশ কয়েকটি থিম থাকে। আপনি কোন ভাষাটি আপনার পিসির জন্য নির্বাচন করেছেন এর উপর ভিত্তি করে একটি থিম দেয়া হয়। কিন্তু আপনি চাইলে খুব সহজেই সবগুলো থিম ব্যবহার করতে পারেন।
নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ

Windows+R টিপে রান খুলুন।
globalization লিখে এন্টার দিন।
এবার একটি নতুন উইন্ডো খুললে সার্চ বক্সে mct লিখে সার্চ দিন।
উপরের উইন্ডোতে আপনারা MCT-AU, MCT-CA,
MCT-GB, MCT-US এবং MCT-ZA
ফোল্ডারগুলো উপেন করলে theme নামের একটি ফোল্ডার পাবেন।
যে কোন ফোল্ডার ওপেন করে ভিতরের ফাইলটিতে ডাবল
ক্লিক করুন।
এবার উইন্ডোটি মিনিমাইজ করে আপনার পিসির
ব্যাকগ্রাউন্ডে নজর দিন……।
এভাবে বাকি থিমগুলোও আপনার সংগ্রহে রাখতে পারেন।
ভাল লাগলে কমেন্ট করবেন।
ধন্যবাদ।

Level New

আমি Shaheen Parvez। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 45 টি টিউন ও 121 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Shaheen Parvez, Manikganj, Dhaka


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ,শেয়ার করবার জন্য।

Level 0

ধন্যবাদ,শেয়ার করবার জন্য।

Level 0

ধন্যবাদ

Thanks

এই প্রসেসটা জানা ছিল না,ধন্যবাদ। 😀

Level 0

nice

Thank u!

Thanx

TNX all

ভাই , আজকে পুরোনো টিউন গুলোর মধ্যে আমার কাছে আপনার টিউনটাই খুব ভালো লাগলে ।
ধন্যবাদ

Level 0

Super LikEEEEEEEEEEE