উইনডোজ ৮ এ মেইল এপস হতে সাইন আউট করার উপায়


বিসমিল্লাহির রহমানীর রাহীম

যারা উইনডোজ ৮ অপারেটিং ব্যবহার করেন তারা হয়ত খেয়াল করেছেন যে এর ডিফল্ট মেইল এপসটিতে কোন সাইন আউট অপশন নেই। অবশ্য যারা পারসোনাল ল্যাপটপ ব্যবহার করেন তাদের সাইন আউট করার প্রয়োজনও পড়েনা। কিন্তু কখনো যদি আপনার সাইন আউট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এ পদ্ধতিটি ব্যবহার করতে পারেন।
পদ্ধতিটি হলো আপনার লগ ইনকৃত মেইল একাউন্টটি রিমুভ করা। মেইল এপসটিতে কোন সাইন আউট অপশন নেই। টেক টিউনসে এটাই আমার প্রথম টিউন,আমি স্ক্রিনসট সহ উপায়টি দেয়ার চেষ্টা করছি। গুড লাক টু মি  😉


১ম ধাপ

প্রথমে আপনার মেইল এপসটি ওপেন করুন। (চিত্র ১)

opening mail

২য় ধাপ

চার্ম মেনুটি ওপেন করে সেটিংসে ক্লিক করুন। (চিত্র ২)

click settings

৩য় ধাপ

চার্ম মেনুটি ওপেন হলে একাউন্টসএ ক্লিক করুন। (চিত্র ৩)

click accounts

৪র্থ ধাপ

এবার আপনার একাউন্টস নেমটির উপর ক্লিক করুন। (চিত্র ৪)

accounts name

৫ম ধাপ

সর্বশেষ রিমুভ অল একাউন্টস বাটনে ক্লিক করে আপনার একাউন্টটি ডিলিট করুন এবং এবার চাইলে আবার এই একই একাউন্ট বা অন্য যে কোন হটমেইল একাউন্ট দিয়ে লগ ইন করা যাবে। (চিত্র ৫)

remove existing accounts

আশা করি পোস্টটি উপকারে আসবে।

Level 2

আমি নওশাদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস