ভাইরে, নামে মাএ উইনডোজ ৮ ব্যবা‌‍‍‍‌‌‌‌‌‌‌‌‌‌‍‍‍‌হার না করে এর অরিজিনাল ফিচার গুলি দেখি ( Metro App এর আদি অন্ত)

Windows 8 সবচেয়ে নতুন ফিচার হলো এর মধ্যে ইন্টারনেট সম্পর্কিত ব‌হুত অ্যাপ যোগ করা হয়েছে। এর একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে Metro App. আমি আজ Metro App নিয়ে বেশ কিছৃ অংশ তুলে ধরবো।

Metro App এর Future খুবই উজ্বল। এই অ্যাপ গুলো ব্যবহার করলেই বৃঝতে পারবেন। এই আ্যাপ গুলোর সংখ্যা দিন দিন বাড়ছেই। একসময় এনড্রয়েড এর মতো ‌‌লাখে লাখে উইনডোজ অ্যাপ পাওয়া যাবে। অাপনারা যেমন গুগল প্লে স্টোর ইউজ করেন ঠিক তেমনি মাইক্রোসফটেরও একটা প্লে স্টোর উইনডোজ ৮ এ বিলটইন থাকে ওটা ইউজ করে আপনি যা যা করতে পারবেন-

  • যেকোন সফটওয়্যার নামাতে পারবেন।
  • গেমস নামতে পারবেন।
  • বিভিন্ন ইউটিলিস নামাতে পারবেন।
  • মোট কথা গুগল প্লে স্টোরে যা যা সুবিধা পান তার সবই পাবেন। আমি এখানে গুগল প্লে স্টোরের কথা বলছি কারন উইনডোজ ৮ এর অ্যাপ স্টোর আর গুগল প্লেস্টোর সবদিক দিয়ে একই রকম শুধু Platfrom and Device টা ছাড়া।

তো রিভিউ শুরু করি।

ধরেন উইনডোজ অ্যাপ স্টোর থেকে একটা প্লেয়ার নামাবেন। VLC Player  নামাবেন সেজন্য অ্যাপ স্টোরে জাবেন দেন্ ই্নসটল দিয়ে নেবেন। যে কোন ভিডিও অনেক সুন্দর ইন্টারফেসে দেখতে পারবেন ।

০০

আমার এখানে you own the App লেখা (উপরে বামে ) আপনি সেটাপ দেওয়ার পর আপনারও এরকম আসবে। ডান দিকে Scrolling করলে এর সাইজ, রেটিং টিউমেন্ট সহ সব পাবেন।

০০০

VLC তে ভিডিও চলছে । আমি এর ইন্টারফেস দেখে মুগ্ধ। সব ধরনের ফাইল চলে।।।

এবার আসি গেমসের কথায়। ভাই অসাধারন লেগেছে আমার কাছে। আজকাল ৫ থেকে ৩০ জিবির গেমসের যুগে আপনি অ্যাপ স্টোর থেকে ফাটাফাটি কিউট গেমসগুলো নামাতে পারবেন। ২ জিবির বেশী কোন গেমস আমার চোখে পড়ে নাই।  Asphalt 7, 8 , Despicable Me Poker, Pool,  Simulation Games, Racing, Action, Acrade, Online Featuring, Puzzle স‌হ সব ধরনের গেমস পাবেন।

০০০০

গেমসের মেনু থেকে যেটা ভালো লাগে খালি বলবেন ।

০১০১

টপ, ফ্রি টেনডিং স‌হ সব ধরনের ইনফরমেশন পাবেন। উপরের ছবি দেখুন।

আমি Despicable Me  গেমটা Android এ খেলতাম ভাবলাম পিসিতে দেই। উফ মোবাইলের থেকে বেশী মজা পিসিতে কি বোর্ড দিয়ে খেলে পাইলাম।।

৪৪

গেম শুরু সময় স্কিনশট নেয়া।

৭৭৭

HD Graphic, Awesome Sound, Addicted  আর কিছুু লাগে????

অনেক গেমসের কথা বললাম এবার চলুন অন্য যে কোন শিখা যায় এমন একটি অ্যাপ নিয়ে বলি। History টিভি চ্যানেল অনেকেই দেখেন। তো এই অ্যাপ নামালে আপনি সব ভিডিও, নিউজ ফিড, ছবি সহ সব তথ্য পাবেন। এরকম আরও অনেক অ্যাপ অাছে সার্চ দিয়ে যার যেটা পছন্দ নিয়ে নিবেন।

৫৫৫

চালু ‌হচ্ছে...............

এবার আসি সামাজিক একটি অ্যাপের কথা নিয়ে। ফেসবুক। অত্যন্ত সুন্দর ইন্টারফেস। ব্রাউজারের চেয়ে অনেক আকশণীয়। তবে ব্যান্ডউইত বেশী কাটে বাট আমার ভালো লাগে।। ছোট করে একটি ছবি দেখেন.....

৭৭৭

Weather অ্যাপটা দেয়াই থাকে বিল্টইন। তেমন বলার কিছু নাই । আমাদের অনেকেই এই অ্যাপ ব্যবহারের প্রয়োজনই মনে করে না। কিন্তু আসলে এটির গুরুত্ব অনেক। সবাইকে এটি ব্যবহারে আগ্রহী করার জন্য কিছু ছবি দিলাম।

৪৩৪৩

৯৯

এত কিছু যে দেখালাম কিন্তু এসব করতে হলে একাউন্ট থাকতে হবে যার জন্য  নিচের Link এ যান-

https://signup.live.com/signup.aspx?lic=1

নিচের মতো ছবি পাবেন-

৫৫৫

নাম, নতুন একটা মেইল আইডি চাইলে গেট নিউ আইডি তে চাপ দিবেন। দেন বার্থ ডেট দেশের নাম, জেনডার দিবেন। শেষ কাজ। তবে সাইন ইন করে ঝামেলায় পড়ে যাবেন বাট ভয়য়ের কিছু নাই।

অপনি পিসি বন্ধ করে যখন আবার ছাড়বেন দেখবেন আপনি অাপনার পাসওর্য়াড দিয়ে কম্পিউটার খুলতে পারতেছেন না কারন মাইক্রোসফট ওর অ্যাপস্টোরের বা নতুন যে আইডিটা খুললেন ওটাতে Switch করে নেয়। তখন অাপনাকে নতুন যে আইডি খুলেছেন ওটার পাসওর্য়াড দিয়ে কম্পিউটার আনলক করতে হবে।

৪৫৪

যখন অ্যাপ স্টোরে ঢুকবেন তখন এই ঘরগুলি ফিলাপ করার পর আপনার অাগের কম্পিউটা্র পাসওর্য়াড কাজ করবে না।

এটা থেকে বাচতে হলে অাপনাকে Setting এ গিয়ে Disconnect হতে হবে । Local Account এ Switch হবার পর অাপনি পুনরায় অাপনার পুরানো একাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন মানে কম্পিউটার আনলক করতে পারবেন।

৬৬৬৬৬৬৬

সবশেষে সাইন ইন করলে নিচের মতো ছবি আসবে।

৬৫৬৫

এবার আসি ধরেন অাপনি কম্পিউটার নতুন করে সেটাপ দিবেন। অাপনার প্রশ্ন-

প্রশ্ন:ভাই সব অ্যাপ গুলি কি মুছে যাবে আমি কি আর ফিরে পাবো না কিছুই?

উত্তর: পাবেন সব ফিরে পাবেন। কিভাবে?

একটা সফটওয়্যার আছে যার নাম "Windows 8 App Data Backup Recovery" এটা দিয়ে ব্যকআপ ও রিস্টোর করতে পারবেন আপনার ইনিস্টল করা অ্যাপ গুলো।

ডাউনলোড:

https://docs.google.com/file/d/0B4QrCqAb7XuKTTM1NE0yUmxsZzg/edit

স্কিনশর্ট

45454545

অ্যাপ গুলো চালানের জন্য যা যা প্রয়োজন:

  • নেটের কানকেশন। মিনিমাম ৫১২ কেবিপিএস । তাও আপনাকে হিমসিম খেতে হবে। রিকোমেনডেট ১ এমবিপিএস।
  • ভালো গেম গুলি খেলার জন্য চাই মিনিমাম ডুয়েল কোর পিসি।
  • র‌্যাম ৪ জিবি বড় গেম গুলোর জন্য ভালো ২ জিবিতে ও চলতে পারে
  • গেমস গুলোর জন্য ভালো গ্রাফ্রিক কার্ড। মিনিমাম ৫০০০ এইচডি সিরিজের কার্ড থাকলে ভালো ।
  • অন্য সব অ্যাপের জন্য নেট কানেকেশন ও  মিনিমাম কনফিগারেশনই যথেষ্ট।

কিছু সমস্যা তুলে ধরলাম-

  • সব অ্যাপ ফ্রি না তবে ৫০% ট্রায়াল + ফ্রি পাবেন।
  • রিসোর্স এতো বেশী না এনড্রয়েড এর মতো তবে যা আছে কোয়ালিটি ব্যাপক ভালো।
  • ডাউনলোড Slow মনে হয়েছে আমার কাছে।

প্রায় ৩ ঘন্টা ধরে লিখলাম। অনেক কষ্ট হলো, স্বার্থক হবে আপনাদের উপকার হলে। কোন সমস্যা হলে বা বাহবা দিয়ে মন্তব্য করার জন্য অনুরোধ রইলো।

Level 0

আমি আরিফুর আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 586 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তেমন কিছু না, পিসি নিয়ে সারাদিন ঘাটি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Xoss !Just Awesoma ! Nice 🙂 😀

    @মুহাম্মাদ মুনিরুজ জামান:
    খুশি হলাম ভাই।।।।

nice. bro carry on.
ভাই আমরা যারা ক্রাক উইনডোজ চালাই তারাও কি এপস ষ্টোর থেকে এপস নামাতো পারবো।
বিস্তারিত বললে ভাল হতো।
ধন‍্যবাদ টিউন এর জন‍্য।

    @Mehedi Hasan:
    পারবেন না কেন? সবই তো আজকাল ক্রেক। আমার উইনডোজ জেনুইন না।

ধন্যবাদ ভাই টিউন টা বেস ভালো হইছে …
চালিয়ে যান ।

Despicable Me এই গেমটা কি win7 এ চলবে ? আমি win7 use করি…।
৮ ব্যাবহার করার ইচ্ছা কিন্তু সম্ভব হচ্ছে না কেনো আমার টিভি কার্ড এর soft win8 এ চলেনা 🙁

    @রাকিব হাসান:
    আপনার সমস্যাটা তো খুবই সিলি। আপনি ৭ থেকে গুগল করে আপনার টিভি কার্ডের ড্রাইভার টা সার্চ দিলেই পেয়ে যাবেন উইনডোজ ৮ এর জন্য অথবা ওদের আফিসিয়াল সাইটে যান তাও পাবেন। উইনডোজ ৭ এ আমি ট্রাই করি নাই, আপনি ট্রাই করতে পারেন।

ভাই আপনি যে গুগল ডক্স লিঙ্ক দিছেন ওটা পাবলিক করে দেন। না হলে সফটওয়ার টা ডাউনলোড করা যাচ্ছে না।

    @স্বাধীন:
    খেয়াল ছিল না। ঠিক করে দিছি। ধন্যবাদ।।।

Level 0

bhi apnar FB id nai?

Level 0

ভালো লিখেছেন…………… (y)

Thank you for givient us good tunse

Level 0

i can’t download form apps store , said slow net connenction. how may i download apps store apps form alternate website?

ভাইরে স্লো স্প্রিডে ডাউনলোড হইতে চায় না…..