উইন্ডোজের গ্রাফিক্স সমস্যা ? গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল হচ্ছেনা ? সফটওয়্যার বা ভিডিও ভালো ভাবে প্লে হচ্ছে না ? এবার সমাধান নিন

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  ( বিসমিল্লাহির রাহমানির রাহিম )


আসসালামু আলাইকুম । আমার ৮৩ তম  টিউনে সবাইকে স্বাগতম । আমরা যারা কম্পিউটার ব্যবহার করে থাকি তারা সবাই কমবেশি জেনে থাকব  যেকোন একটি ইলেক্ট্রনিক ডিভাইসের ভিজুয়ালাইজেশনের মুল কাজ করে থাকে গ্রাফিক্স  ।  উইন্ডোজ এর সাথে বাই ডিফল্ট কিছু ম্যামোরির গ্রাফিক্স দেয়া থাকে যার ফলে আমরা কোন গ্রাফিক্স ড্রাইভার ব্যবহার না করেই কম রেজুলেশনের ভিডিও কিংবা সফটওয়্যার ব্যবহার করতে পারি । কিন্তু হাই ডেফিনিশনের ভিডিও বা উচ্চ মানের কোন সফটওয়্যার যেমন ফটোশপ , থিডি ম্যাক্স , ভিডিও এডিটিং ইত্যাদি বা রেন্ডারিং ও থ্রিডি নিয়ে কাজ করা সফটওয়্যার গুলো ব্যবহার করতে হলে আপনাকে উচ্চ মানের গ্রাফিক্স রাখতে হবে , যেমন ইন্টেল কোর i3,i5,i7 অথবা অন্য কোন গ্রাফিক্স কার্ড । এই গ্রাফিক্স কার্ড ও কম্পিউটারের সাথে সংযোগ করার জন্য প্রয়োজন গ্রাফিক্স ড্রাইভার । কিন্তু উইন্ডোজ ৭ কিংবা ৮ এ সহজেই গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল দেয়া গেলেও উইন্ডোজ ৮.১ এ এটি ইন্সটল দেয়া একটা সমস্যা , অনেকের ক্ষেত্রেই এটি ইন্সটল নেয় না , তাদের অনলাইন থেকে সরাসরি ইন্সটল দিতে হয় । আজকে সেই প্রসেস নিয়ে কথা বলব ।

উইন্ডোজ ৮.১ এ যেভাবে গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল দিতে হয়

1. Right Click > Screen Resolution

2. Advanced Setting

3. Adapter > Properties

4. Driver > Update Driver

5. Search Automatically

6. Update will take few MegaBites ( less than 100 MB )

Wait few Minutes with Internet Connections

অথবা,  নিচের ভিডিওটি দেখুন

 

যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি   মোঃ আশিকুর রহমান

সৌজন্যে : Ashiq99Channel

Level 0

আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর

আমার hp লাপ্টপ এ hd গান আটকে জায়। আমি এখন কি করব।

hp sell and bye new one.

Thank you

” DRIVERPACK SOLUTION ” IS THE BEST FOR ALL>>>>>>>>>>>>>>>>>>>>>>>