Windows 8,8.1 এর start menu করে নিন windows 7 এর মত এবং আরো স্টাইলিশ

আসসালামু আলাইকুম।সবাইকে রমজান মোবারক। আমরা অনেকেই windows 8 অথবা windows 8.1 ব্যবহার করি। কেননাা windows 8 বা windows 8.1 নিসঃন্দেহে windows 7এর চেয়ে আরো স্টাইলিশ এবং আরো নতুন কিছু ফিচার যুক্ত হয়েছে। windows 8,8.1 সব ফিচার ই ভাল কিন্তু আমার কাছে windows 8,8.1 এর স্টার্ট মেনু এর চেয়ে windows 7 এর স্টার্ট মেনু বেশী ভাল লাগে। তো যারা আমার মতো মনের অধিকারী তারা ছোট্ট (মাত্র ৯ মেগা) একটি সফ্টওয়ার ইন্সটল করে আপনার স্টার্ট মেনু কে নিচের মত লুক দিতে পারেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

সফ্টওয়ারটির নাম Orbit start menu 8। এবং এটি একটি freeware সফ্টওয়ার। তাই কোন licence বা crack file এর প্রয়োজন নেই। শুধু ইন্সটল করলেই হবে।ইন্সটল করতে কোন ঝামেলা নেই। আর এটি আপনার পিসিকে স্লো করবে না। আর এটি দিয়ে আপনি যে কোন সময় screenshot নিতে পারবেন।
তো আর বিরক্ত করব না। ভাল লাগলে থেকে ডাউনলোড করে নিন।

নির্দেশনা:
১.ডাউনলোড করে ইন্সটল করুন। তারপর আপনার পছন্দের icon সিলেক্ট করে দিন।ব্যাস অনেক কষ্ট করলেন আর আপনাকে কিছুই করতে হবে না।
২. যে কোন সময় screenshot নিতে শুধু alt+b চাপুন
৩. আগের স্টার্ট মেনু আনতে চাইলে স্টার্ট মেনু icon এ রাইট বাটনে ক্লিক করে Exit ক্লিক করুন
৪.যদি সফ্টওয়ার ভাল না লাগে আগের স্টার্ট মেনু চিরদিনের জন্য ফিরে পেতে চান সফ্টওয়ার ঝাটা মেরে আনইন্সটল করুন

সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন। সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি ইনোসেন্ট প্রিন্স। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 111 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস