নতুন Windows 10 ফোন কে ডেস্কটপ হিসাবেও ব্যবহার করা যাবে বলে Microsoft এর ঘোষণা। তাহলে ডেস্কটপের দিন কি শেষ?

অ্যাপেলের সাথে প্রতিযোগিতা দিতে গিয়ে Microsoft এমন একটি Operating platform খুজছিলেন যেখানে  phone, tablet এবং desktop সমান তালে চলবে। আর  Windows 10 হবে সেই খোজার ফলাফল। এই  Windows 10 এর মাধ্যমে আপনি সকল ডিভাইস একত্রে পরিচালনা করতে পারবেন।

Microsoft’s এর Vice President  Joe Belfiore  কিছুদিন আগে একটি Stage Show তে কাস্টমারদের সামনে এটি প্রদর্শন করেন। তিনি HDMI-compatible monitor এর সাথে তার Windows 10 ফোনটিকে লাগিয়ে দিয়ে এতে মাউস, কি বোর্ড ব্যাবহার করে দেখান।

তবে যাই হোক, একটা মোবাইলেতো আর কম্পিউটারের সব পরিসেবা থাকবেনা। তবে যতটুকু চলবে সেটাই অনেক কিছু। তো অপেক্ষা করুন।  Microsoft এর পরবর্তী Lumia Version এ এই সুবিধা পাবেন। এই রকম বেসম্ভব একটি Phone নিয়ে আরও তথ্য জানাতে আমার সাথে থাকুন।

এই পোস্টটি প্রথম  এখানে এখানে প্রকাশিত হয়েছে।

তথ্য সুত্রঃ- techcrunch (ভালো করে দেখে তার পর তথ্য সুত্র নিয়ে কমেন্তস করবেন। ইদানিং TT তে আবার পণ্ডিতের সংখ্যা বেড়ে গেছে)

Level 2

আমি সফি উল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 49 টি টিউন ও 166 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস