বাজারে এসেছে উইন্ডোজ ৭ উপযোগী ইন্টারনেট এক্সপ্লোরার ১০

ইন্টারনেট এক্সপ্লোরার তার পুর্বসুরিদের হাত ধরে এখন উইন্ডোজ ৭ এর উপযোগী হয়ে এসেছে।

internet-explorer-10
আজকে এক কনফারেন্সে মাইক্রোসফট ঘোষণা করেন তারা উইন্ডোজ ৭ এর উপযোগী আইই১০ (IE10) নিয়ে এসেছেন যা এখন তাদের সাইট থেকে ডাউনলোড করা যাবে। IE9 প্রকাশ করার সময়েই গত নভেম্বরে কোম্পানী ঘোষণা দিয়েছিল যে তারা শিগ্রিই উইন্ডোজ ৭  উপযোগী ব্রাউজার নিয়ে আসছেন। সে ধারাকবাহিকতায় নিয়ে আসলো IE10।
internet-explorer-10-for-windows-7-16-535x535
মাইক্রোসফটের দেওয়া তথ্য অনুযায়ী, IE8 এর গ্রাহক এর চেয়ে IE9 এর গ্রাহক সংখ্যা অনেক বেড়েছে।
তবে স্টাটকর্নারের মতে-তাদের ব্রাউজারটি গুগল ক্রোম ১৫ এর মত এতো জনপ্রিয় নয়, হবে বলেও আশা করা যায়না। IE9 এর তুলনায় ভালো।
মাইক্রোসফট IE10 সম্পর্কে মত প্রকাশ করে বলেন IE10 পুর্বের IE9 এর চেয়ে ২০% দ্রুত গতি সম্পন্ন। এবং এতে CSS3, HTML5 ও IE9 এর চেয়ে ভালো কাজ করে।

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

Windows 8 a built in windows 10 deya,

    @Zakariashuvo:হাই স্প্যামার,কেমন আছেন?ভাই স্প্যামিং করছেন কেন?না করলে হয় না?নাকি না করলে ভাতই হজম হয় না! 😎

IE কে যে কবে বাদ দিলাম মনেই পড়ে না।ফালতু ব্রাউজার 😎

Level 2

IE মানুষ ব্যবহার করে প্রথমবারের জন্য ফায়ারফক্স ডালো দিতে

Level 0

আপনাকে অসংখ্য ধন্যবাদ।