কোন প্রোগ্রামিং নলেজ ছাড়াই নিজের ইচ্ছেমত উইন্ডোজ সফটওয়্যার তৈরি করুন

আস্-সালামু আলাইকুম! কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো! সবসময় ভালো থাকবেন এই কামনাই করি।

প্রায় দীর্ঘ ৬-মাস পর টিটিতে নতুন কোন পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। পোষ্ট করার প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও এতদিন কোন পোষ্ট করিনি।

টিটির বর্তমান অবস্থা দেখে টিটির পুরনো টিউনার ভাইদের ভীষণভাবে মনে পড়ছে। তাদের অনেকে মনের অভিমান নিয়ে হয়তো টিটি থেকে অনেক দূরে সরে যাচ্ছেন। প্রত্যেকের প্রতি অনুরোধ- আসুন সবাই মিলে টিটিকে আবার আগের মত করে সাজানো গোছানো টিউনে ভরপুর করে তুলি এবং টিটিকে তার পূর্বের মানে ফিরিয়ে আনি। পাশাপাশি টিটি মডারেটরদের প্রতি ও অনুরোধ রইলো, টিটির মান রক্ষার্থে আরো বেশী সচেষ্ট হোন। টিটিকে হারিয়ে যেতে দিবেন না।

যাইহোক, মনের অভিমান থেকে অনেক কিছুই বলে ফেলেছি। এতে করে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা করে দিবেন।

আসুন আমরা পোষ্টের বিষয় বস্তু নিয়ে আলোচনা করি। পোষ্টের হেডিং দেখে অনেকেই বুঝতে পেরেছেন যে, আজ কোন বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি।

আমাদের অনেকের কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরি করার প্রবল ইচ্ছা থাকে। কিন্তু সঠিক প্রোগ্রামিং নলেজ না থাকার কারণে আমরা সফটওয়্যার তৈরি করতে সক্ষম হইনা।

আমি আজ আপনাদের সাথে একটি ভালো মানের সফটওয়্যার বিল্ডার- সফটওয়্যার ফুল ভার্সন সহ শেয়ার করব, যার নাম হল- Pika Software Builder. আপনাদের সুবিধার্থে আমি সফটওয়্যার ফাইলগুলো মিডিয়াফায়ারে আপলোড করে দিয়েছি।

Pika Software Builder এর ইনস্টলের পুরো প্রক্রিয়া নিম্নে দেয়া হলো-

প্রথমে নিচের লিংক থেকে সিরিয়াল কী সহ Pika Software Builder ভার্সন-4.9 সফটওয়্যার টি (৯ এমবি) ডাউনলোড করে নিন-

ডাউনলোড লিংক-

এবার ডাউনলোড-কৃত জিপ ফাইল টি কে Extract করে নিন এবং Extract করা ফোল্ডার থেকে সফটওয়্যার টি আপনার পিসিতে ইনস্টলের জন্য রান করান।

স্বাভাবিক সফটওয়্যার এর মত পর্যাক্রমে Next বাটন সিলেক্ট করে সফটওয়্যার টি ইনস্টল করুন।

সফটওয়্যারটি ইনস্টল করা শেষ হলে Finish এ ক্লিক করে সফটওয়্যার টি রান করান।

নিম্নের চিত্রের ন্যায় আপনার সামনে একটি উইন্ডো ভেসে আসবে।

এখন সেখান থেকে Start building my program from scratch . GO > তে ক্লিক করুন।

এবার আপনার Extract কৃত ফোল্ডার থেকে সিরিয়াল কী টি ওপেন করে সেটি কপি করে নিন।

কপি করা শেষ হলে এবার Pika প্রোগ্রাম টির মেন্যু বাটন থেকে Help বাটন সিলেক্ট করে Register Pika তে ক্লিক করুন।

এখন আপনার কপি কৃত সিরিয়াল কী-টি Paste করুন এবং পুনরায় Register Pika তে ক্লিক করে Continue সিলেক্ট করুন।

ব্যাস আপনার রেজিঃ সম্পন্ন হয়েছে, এর দ্বারা আপনি এখন এটির ফুল ভার্সন এক্টিভ করতে সমর্থ হয়েছেন। যাইহোক, এখন প্রোগ্রাম টি কে ক্লোজ করে দিন, কেননা আমরা উক্ত সফটওয়্যার-টির লেটেস্ট ভার্সন ব্যবহার করব।

লেটেস্ট বা আপডেট ভার্সনে নতুন অনেক ফিচার আ্যাড করা থাকে তাই আমরা সর্বশেষ ভার্সন টি ডাউনলোড করে নিব।

নিম্নের লিংক থেকে লেটেস্ট ভার্সনটি (১৯ এমবি) ডাউনলোড করে নিন।

লেটেস্ট ভার্সন ডাউনলোড লিংক-

লেটেস্ট ভার্সন ডাউনলোড শেষ হলে সেটিকে স্বাভাবিক নিয়মে ইনস্টল করুন।

ব্যাস, আপনার কাজ সম্পূর্ণ হয়ে গেল। এবার এটিকে ব্যবহার করে আপনার পছন্দমত উইন্ডোজ সফটওয়্যার তৈরি করুন। উল্লেখ্য যে, আপনারা চাইলে আমি আপনাদের বেসিক ধারণা দেবার জন্য নতুন কোন পোষ্টে এর টিউটরিয়াল নিয়ে হাজির হতে পারি। আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন।

সবাই ভালো থাকবেন। আজকের মত বিদায়.. আল্লাহ্-হাফেজ।

Level 0

আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন, টিউটরিয়াল নিয়ে টিউন করবেন আশা করি।

    @মোঃ মামুন বিল্লাহ: ইনশাআল্লাহ! মতামতের জন্য ধন্যবাদ।

চালিয়ে যান

    @নাঈম প্রধান: ধন্যবাদ নাঈম ভাই। আপনার মত একজন ভাল টিউনার যদি আমাদের সাথে যোগ দিন, তাহলে চালিয়ে যেতে আমি রাজি!

boss taratari suru korben plz

Level 0

new version এর reg key ta den plz

    @Godhuli: New Version এর Reg key অটোমেটিক ভাবে নিয়ে নিয়েছে। আপনার আর নতুন করে দেয়ার দরকার নেই।

Level 2

সুন্দর

Level 2

ভাই এরকম কোন Software শেয়ার করলে অবস্যই হোম পেজ এর লিং দিয়ে দিবে
যদি তর হোম URL থাকে

ভাই খুব ভালো।টিউটরিয়াল নিয়ে টিউন করেন।

বিশাল একটা সফটওয়্যার শেয়ার করলেন ভাই।
অনেক ধন্যবাদ।
টিউটোরিয়াল নিয়ে দ্রুত আসবেন আশা করি।

Avast ভাইরাস ডিটেক্ট করছে।
এটা কি False positive?

    @Shihab Khan: নিশ্চিন্তে থাকুন, এটা ভাইরাস নয়।

Latest version ti ki full version ?

    @নীলোৎপল বেদী: জ্বী ভাইয়া! আমরা প্রথমে ফুল ভার্সন করে নিয়েছি, তাই এরপর যত ভার্সন বের হবে সেগুলো আপডেট করে নিলেই হবে। প্রত্যেক ভার্সনের জন্য সিরিয়াল কী ক্রয় করতে হয়না। ধন্যবাদ কমেন্টের জন্য।

ভাল লাগল ভাই। টিউটরিয়াল নিয়ে টিউন করবেন আশা করি।

ভাই তাড়াতাড়ি টিউন করেন । টিউটরিয়াল নিয়ে টিউন করবেন আশা করি।

ভালো হয়েছে।

    @রাধাকান্ত: ধন্যবাদ।

Level 0

database based software তৈরীর টিউটোরিয়াল টাও দিয়েন প্লিজ।

Level 0

টিউটোরিয়ালের অপেক্ষাই রইলাম।