কিভাবে উইন্ডোজ ১০ সর্বকালের সেরা অপারেটিং সিস্টেম হতে যাচ্ছে

কথাটি শুনলে অনেকটা কথার কথা মনে হলেও এটাই সত্য। খুব শীঘ্রই উইন্ডজ ১০ সর্বকালের সেরা এপ্লিকেশন হতে যাচ্ছে। অনেকেই Build 2015 ইভেন্ট সম্পর্কে জানেন আবার অনেকেই জানেন না।

Build 2015

তাহলে প্রথমে Build 2015 নিয়ে শুরু করি, Build হল মাইক্রসফটের অন্যতম একটা বাষিক সম্মেলন। এই সম্মেলনটা সাারণত তিন দিন ব্যাপী হয়ে থাকে এবং এই ইভেন্টের মাধ্যমে মাইক্রোসফট তাদের আপকামিং ফিচার উন্মুক্ত করে।
Build 2014 এ মাইক্রোসফট উইনিভার্সেল এপস এর সাথে পৃথীবিকে পরিচিত করেছিল এবং সেই সাথে পরিচিত করেছিল HoloLens এর সাথে। HoloLens নিয়ে অন্যদিন কথা বলব। আপাতত HoloLens সম্পর্কে বলব, HoloLens হল পরবর্তি বিশ্বের টেকনোলজি।

উইন্ডোজ ১০

আপনারা অনেকেই উইন্ডোজ ১০ ব্যবহার করছেন কিংবা উইন্ডোজ ১০ সম্পর্কে শোনেছেন। উইন্ডোজ ১০ এর উদ্দেশ্য হল, মোবাইল, ট্যাবলেট এবং পিসি উইজারদেরকে একই এক্সপিরেন্স দেওয়া। অর্থাৎ আপনি কী ব্যবহার করছেন এটা উইন্ডোজ ১০ এর ক্ষেত্রে কোন বিষয় না, আপনি প্রতিটি প্লাটফর্মে একই এক্সপিরেন্স পাবেন এবং একজন ডেভলাপার সহজেই একই এপস বিভিন্ন প্লাটফর্মের জন্যে ডেভলাপ করতে পারবে।

উইন্ডোজ ১০ সর্বকালের সেরা অপারেটিং সিস্টেম

অনেক হল, এখন কিভাবে উইন্ডোজ সর্বকালের সেরা অপারেটিং সিস্টেম হবে তা বিষয়ে কিছু বলা যাক। পিসির ক্ষেত্রে উইন্ডোজ বর্তমানে সেরা হিসেবেই অবস্থান করলেও স্মার্ট ফোনের ক্ষেত্রে অনেকটা পিছিয়ে পড়েছে শুধুমাত্র এপস এর স্বল্পতার কারণে। অর্থাৎ এই এপস স্বল্পতার সমাধান হলেই উইন্ডোজের সকল প্রতিকুলতার সমাধান হবে। এই সমস্যার সমাধানের জন্যে মাইক্রোসফট এন্ডয়েড এপস উইন্ডোজে রান করার চিন্তা করলেও বর্তমানে তার চেয়েও ভাল কিছু নিয়ে এসেছে এবং তা হল, এন্ড্রয়েড এবং iOS ডেভলাপাররা তাদের এপসগুলোকে কোন রকম পরিবর্তন ছাড়াই উইন্ডোজ প্লাটফর্মের জন্যে কম্পাইল করতে পারবেন এবং উইন্ডোজ স্টোরে নিয়ে আসতে পারবেন।
এর ফলে যা হবে তা হল, এন্ড্রয়েডের এপসগুলো উইন্ডোজ স্টোরে আসবে কিন্তু এন্ড্রয়েডের ভাইরাস জগত থেকে উইন্ডোজ থাকবে সুরক্ষিত। সেই সাথে iOS এর এপগুলোও উইন্ডোজ স্টোরে আসবে। অর্থাৎ স্মার্ট ফোনের এপসের জগত থাকবে আপনার হাতে।
উইন্ডজের আরো একটি চমৎকার ফিচার হল, Cortona । Corotna এর পাওয়ার ফুটবল বিশ্বকাপেই উন্মুক্ত হয়েছে, এবং উইন্ডোজে ১০ এ Cortona হবে আরো ইন্টার একটিভ এবং আরো শক্তিশালী। এই ফিচারগুলোর জন্যে মাইক্রোসফট আশাবাদী যে, আগামী ৩ বছরের মধ্যে উইন্ডোজ ইউজারের সংখ্যা আরো ১ বিলিয়ন বাড়বে।

অর্থাৎ, এটি সহজেই বলা যায়, খুব শীঘ্রই উইন্ডোজ ১০ হতে যাচ্ছে সর্বকালের সেরা অপারেটিং সিস্টেম। সবাইকে ধন্যবাদ।

পূর্ব প্রকাশিত কিভাবে উইন্ডোজ ১০ সর্বকালের সেরা অপারেটিং সিস্টেম হতে যাচ্ছে

Level 0

আমি ফাগুন রেইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 401 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রযুক্তির সাথে আপডেটেড থাকতে চাই। কখনও সফল আর কখনো...। বেসিকালী ওয়েব ডেভলাপমেন্ট এবং উইন্ডোজ ফোন এপস নিয়ে কাজ করা হয়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রতিক্ষায় রয়েছি। কখন রিলিজ হবে উইন্ডোজ 10 এর।

অপেক্ষায় রয়েছি করে জে রিলিজ হবে। জানানোর জন্য ধন্যবাদ।

Level 0

ভাল টিউন করেছেন ভাই।

অপেক্ষায় থাকলাম

Level 2

Bhai Ami Lumia mobile use Kori.Amar kase star performance android ER theke valo mone hoyese.windows 10 ER opekhay asi Lumia ER janno.

CORTANA -your personal assistant…