নতুন উইন্ডোজ দেবার পর যা করনীয় [পর্ব–০২] :: এবার আপনার কম্পিউটারও হবে সুপার ফাস্ট ( Check Driver, Find EveryThing ,Setup Any Antivirus )

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  ( বিসমিল্লাহির রাহমানির রাহিম )


আসসালামু আলাইকুম । আমার ৭৮ তম  টিউনে এবং " নতুন উইন্ডোজ দেবার পর যা করনীয়" সিরিজের ২য়   টিউনে সবাইকে স্বাগতম ।

আমরা যারা নতুন উইন্ডোজ বা কম্পিউটার ব্যবহার করে থাকি তাদের অনেকের একটা অভিযোগ থাকে , আর তা হল কম্পিউটার স্লো । মুলত কম্পিউটার এর স্পিড বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে , যার মধ্যে অন্যতম হল কম্পিউটার  এর সঠিক রক্ষনাবেক্ষন । সঠিক রক্ষনাবেক্ষন না করলে প্রসেসর স্পিড ভাল হলেও কম্পিউটার এর সঠিক পারফরমেন্স পাওয়া যায় না । তাছাড়া আমরা বিভিন্ন সময়ই নতুন উইন্ডোজ দেই , কিন্তু উইন্ডোজ এর বেসিক বা নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যার ইন্সটল না করার বা সে সম্পর্কে ধারনা না থাকায় আমাদের কম্পিউটার  হয়ে পরে অনেক স্লো  ও কাজের অনুপযোগী ।

তো যাইহোক আমি সম্পূর্ণ ও পুর্নাংগ একটি সিরিজ শুরু করছি যেখানে একজন নতুন কম্পিউটার  ব্যবহারকারী কিভাবে নতুন উইন্ডোজ দেবার পর কম্পিউটারকে সুপার ফাস্ট করতে পারে তা নিয়ে এবং উইন্ডোজ এর বেসিক বা নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সফটওয়্যার ইন্সটল নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব । আজকের পর্বে থাকছে ৩টি সফটওয়্যার নিয়ে আলোচনাঃ

1.    Check Driver (Driver Easy / Driver Scanner)
2.    Find EveryThing
3.    Setup Any Antivirus (Kaspersky/Avast/Microsoft Essential/Windows Defender Etc.)

1.    Check Driver (Driver Easy / Driver Scanner / Others)

কম্পিউটারের প্রান হল সফটওয়্যার । সেই সফটওয়্যার গুলো ব্যবহার করার জন্য কম্পিউটারে কিছু হার্ডওয়্যার থাকে । এই সফটওয়্যার ও হার্ডওয়্যার এর মধ্যে সংযোগ সৃষ্টি করে ড্রাইভার । তাই কম্পিউটারের ড্রাইভার গুলো আপডেট থাকা বা সবগুলো ইন্সটল থাকা জরুরী । এটি আপনি চাইলে আপনার মাদারবোর্ডের ডিভিডি থেকে ইন্সটল করে নিতে পারেন , কিন্তু তাতে ড্রাইভার গুলো আপডেট পাবেন না । আবার চাইলে অনলাইন থেকে ড্রাইভার ডাউনলোড করে ব্যবহার করতে পারেন , এতে সমস্যা হল আপনি হয়ত কি কি ড্রাইভার আপনার নেই সেটাই বুঝতে পারবেন না , কাজেই সবচেয়ে ইফেক্টিভ হল এই সফটওয়্যার টি ব্যবহার করা , এটি প্রথমে খুজে বের করবে আপনার কি কি ড্রাইভার প্রয়োজন , তারপর নিজেই আপনাকে ডাউনলোড অপশন দেখাবে ।

অফিসিয়াল সাইটঃ Driver Easy

সরাসরি ডাউনলোড করতে ছবিতে ক্লিক করুন ।

ছবিতে ক্লিক করুন

অথবা Driver Scanner অথবা এ ধরনের যেকোন সফটওয়্যার

 

2.    Find EveryThing

কম্পিউটারের খুঁটিনাটি সব কিছু খুঁজে বের করতে এই সফটওয়্যারটি আবশ্যক

Everything-1.3.4.686.x86-Setup.exe

Installerx86English (US)463 KB

Everything-1.3.4.686.x64-Setup.exe

Installerx64English (US)546 KB

Everything-1.3.4.686.x86.Multilingual-Setup.exe

Installerx86Multilingual907 KB

Everything-1.3.4.686.x64.Multilingual-Setup.exe

Installerx64Multilingual991 KB

3.    Setup Any Antivirus (Kaspersky/Avast/Microsoft Essential/Windows Defender Etc.)

এবার অন্য কিছু সেটাপ দেবার আগে কম্পিউটারের সিকিওরিটি ইনচার্য এন্টিভাইরাস সেটাপ দিন । আপনি চাইলে বাজার থেকে কিনে ব্যবহার করতে পারেন অথবা নেট থেকে ফুল ভার্সন ব্যবহার করতে পারেন অথবা কোন ফ্রি ভার্সন সফটওয়্যার ব্যবহার করতে পারেন , কিংবা উইন্ডোজের নিজস্ব সিকিওরিটি এসেনশিয়াল বা উইন্ডোজ ডিফেন্ডার ব্যবহার করতে পারেন । আমি সাজেস্ট করব উইন্ডোজ ডিফেন্ডার যা প্রত্যেক কম্পিউটারেই আছে সেটা ব্যবহার করুন , নাহলে এভাস্ট এর ফ্রিভার্সন ব্যবহার করুন । মোট কথা আপনাকে একটি এন্টিভাইরাস ব্যবহার করতে হবে ।

আজ এ প্রযন্তই

আমার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইক দিয়ে ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপডেট থাকুন ।

যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি   মোঃ আশিকুর রহমান

সৌজন্যে : Ashiq99Channel

Level 0

আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

ভালো পোষ্ট.

wow nice tune………….. thnx…………