মাইক্রোসফট এর Upcomming উইন্ডোজকে উইন্ডোজ ৯ না বলে উইন্ডোজ ১০ কেন বলা হচ্ছে?

আসা করি সকলেই খুব ভাল আছেন।! আমার কথা আর নাই বা বললাম। প্রতিনিয়ত নতুন নতুন বিপদে পরা আমার অভ্যাস। ত আর আমার নিজস্ব কথা কে আর লম্বা করব না!

উইন্ডোজ ১০ রিলিস করার ডেট অবশেষে মাইক্রোসফট প্রকাশ করেছেন! July - 29, 2015! এবং এর ডেভলপমেন্ট ও প্রায় শেষের পথে! যদি নতুন মুক্তি পাওয়া Insider Preview Build 10122 তে পরিস্কার ভাবে কিছু  ডেভলপমেন্ট করার দরকার আছে।

যাই হোক, ত চলুন উইন্ডোজ এর পরবর্তী ভার্সন এর সবচাইতে বিতর্কিত বিষয়ে আলোচনা করি। !

গত বছর যখন মাইক্রোসফট তার নতুন Operating System প্রকাশের ঘোষণা করলেন তখন আশ্চর্য এর বিষয় এটা ছিলনা না যে মাইক্রোসফট নতুন কি নিয়ে আসছেন! বরং আশ্চর্য এর বিষয় এটা ছিল যে মাইক্রোসফট কেন উইন্ডোজ ৯ এর সিরিয়াল ভঙ্গ করে উইন্ডোজ ১০ এ লাফ দিলেন।!   যখন এ মাইক্রোসফট কে "উইন্ডোজ ১০" এর নাম সম্পরকে প্রস্ন করা হয়, তার পরিস্কার জবাব মাইক্রোসফট কখন এ দেননা।

মাইক্রোসফট উইন্ডোজ এর ভার্সন গুলো নিয়ে আলোচনাঃ

মাইক্রোসফট তাদের ভার্সন গুলোকে একটি নাম পরিবর্তে একটি নাম্বার এর সাথে বানিয়েছেন! যেমনঃ উইন্ডোজ ৯৫, ৯৮, NT, ME, 2000, Vista ইত্যাদি।  এখানে আরো লক্ষণীয় বিষয় এটা যে, প্রতিটি উইন্ডোজ মুক্তির নাম আসলে বাস্তব সংস্করণ নম্বরটির সাথে মেলে না। যেমনঃ উইন্ডোজ ৮.১ হলো উইন্ডোজ ৬.৩ এর ভার্সন, উইন্ডোজ ১০ হলো ৬.৪ এর, উইন্ডোজ ৮ ছিলো ৬.২, উইন্ডোজ ৭ ছিলো ৬.১, উইন্ডোজ ভিস্তা ছিলো ৬.০, এবং উইন্ডোজ এক্স পি ছিলো ৫.১।  "উইন্ডোজ RT" যেটা কিনা শুধু মাত্র Metro Apps চালু করাতে পারে, এটি নতুন এবং আলাদা ভার্সন ছিলো। কিন্তু এটি এখনও উইন্ডোজ NT kernel এর উপরে।  যদি এটির আর কোন অস্তিত্ব নাই এখন! টেকনিক্যালি, উইন্ডোজ আধুনিক সংস্করণ এখনও ভিস্তা কার্নেল এবং কোড বেস উপর ভিত্তি করে। আসলে উইন্ডোজ ১০ হলো উইন্ডোজ ৬.৪!

উইন্ডোজ ১০ বাস্তবিক ভাবে শুধু একটি নামঃ

আসলে, উইন্ডোজ 10 শুধু একটি নাম। উইন্ডোজ 9 সম্ভবত আরো অনুভূতি তৈরি করতে পারত! মুলত উইন্ডোজ ১০ উইন্ডোজ ৮.১ এর মুল বিষয় গুলর উপরেই তৈরি। যেমনঃ মেট্রো আপস, Mordern Start Menu Etc.  এই কাজটি মাইক্রোসফট আগেও করেছিল। মানুষকে ভিস্তার মান এর পরিবর্তে উইন্ডোজ ৭ এর নাম এর সাথে পরিচিত করিয়ে দিয়েছিল।

এখন একটি বিশেষ প্রশ্নে আসা যাক! আচ্ছা, মাইক্রোসফট "উইন্ডোজ ৯" নাম টি বাদ দিলো, খুব ভালো কথা! কিন্তু কেন বিশেষ ভাবে "উইন্ডোজ ১০" নাম করন করল? অন্য কিছু কেন না? যেখানে উইন্ডোজ ওয়ান নাম করন করতে পারতো ! কেনোনা Xbox One, OneDrive, এবং OneNote পরিস্কার ভাবে উইন্ডোজ ১ এর নাম এর যুক্তি বহন করে!

এক সম্মেলন এ Bill Gates কে প্রশ্ন করা হয় যে, কেনো উইন্ডোজ ১ নাম করন করা হল না? এর জবাবে তিনি বললেন, "It has been done before"। অর্থাৎ উইন্ডোজ ওয়ান আগেই পার হয়ে গিয়েছে! তাই মাইক্রোসফট "উইন্ডোজ ১" না নাম করন করে একে "উইন্ডোজ ১০" নাম করন করেছেন। একে আবার উইন্ডোজ এক্স (Windows X) বলা যেতে পারে। ত বলা যেতে পারে যে মাইক্রোসফট শুধু মাত্র নামগত ধারা চালু রাখতে "উইন্ডোজ ১০" নাম করনটি করেছেন!

উপরের আলোচনা গুলো দেখলে সত্যিই বলাযাই যে মাইক্রোসফট "১" সংখ্যা টি খুঁজেছেন। যেটা তারা উইন্ডোজ ১০ এ পেয়ে অ গেছেন! কিন্তু আমার কথা হলো, উইন্ডোজ ৮.১ এবং উইন্ডোজ ১০ এর ভেতর দুরুত্ত কতটুকু হবে? না কি আবার সেই ভিস্তা আর উইন্ডোজ ৭? আমরা যেই মুরি সয়াবিন তেল দিয়ে খাই সেটাকে কি শুধু সরিশার তেল দিয়ে খেতে সেখাবে মাইক্রোসফট?

যেখানে Apple Inc এর Mac OS অটলভাবে সিস্টেম 1-7 মাধ্যমে মান বৃদ্ধি করেছে! তারা কিন্তু একই জিনিস করেনি! ম্যাক OS 8 এবং 9 সুইচ, 10 (এক্স) দেখলে দেখা যাই তাদের মান! সে দিক থেকে আপনি ই দেখুনত মাইক্রোসফট কি কি পরিবরতন এনেছে? ঘণ্টা!! যে উইন্ডোজ ১০ এর জন্য অধির আগ্রহ এ বসে আসেন, সেইটা যেন হাস্যকর না হয়!!

 

তো বন্ধু রা, আজ আর না। আমার টিউন কেমন লাগলো তা জানাবেন! সবাই ভাল থাকুন। আবার দেখা হবে কোনো নতুন বিষয়ে! সেই পর্যন্ত আল্লাহ হাফেয।

আমার Bollywood Videos Download, Bollywood Movies Download সাইট টি ঘুরে আস্তে পারেন।

এবং আমার সাথে ফেসবুক এ ও যোগাযোগ করতে পারেন।

ধন্নবাদ।

Level 6

আমি তাহমিদ বোরহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 177 টি টিউন ও 680 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 43 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি তাহমিদ বোরহান। টেক নিয়ে সারাদিন পড়ে থাকতে ভালোবাসি। টেকটিউন্স সহ নিজের কিছু টেক ব্লগ লিখি। TecHubs ব্লগ এবং TecHubs TV ইউটিউব চ্যানেল হলো আমার প্যাশন, তাই এখানে কিছু অসাধারণ করারই চেষ্টা করি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টিউনটি ভালো লাগলো, তবে কী ‍বুঝাতে চাইছেন বিষয়টা স্পষ্ট না। আমি না বুঝলেও অনেকেই হয়তো বুঝতে পারবে।

যাহোক, আপনার সুন্দর টিউনের ধারা অব্যাহত থাকুক। ভালো থাকবেন।

Thanks For Share Bro…