কি করে বন্ধ করবেন উইণ্ডোস ১০ অটো আপডেট মাত্র ছয় ধাপে

টেকটিউনস এর দৌলতে আপনি এখন উইণ্ডোস ১০ এর মালিক,

উইণ্ডোস ১০ ডাউনলোড করতে যারা সাহায্য করলো তাদের মধ্যে কয়েকজনকে ধন্যবাদ না দিয়া থাকতে পারলাম না।
সানিম মাহবীর ফাহাদ, আশিকুর রাহমান, নীলোৎপল বেদী, এবং জিবো গ্রাভিটি [ নাম পরিবর্তিত ] ও সব শেষ এ অপূর্ব দাস এর টিউন সত্যিই খুব কার্যকরী হয়েছে, তা দেখা হয়েছে, প্রিয়, আর টিউনমেন্ট দেখলে জানা যায়।

অনেক হলো সুচনা এবার কাজের কথায় আসি।

উইণ্ডোস ১০ যারা ব্যবহার করেছেন বা করবেন তারা হয়ত জানেন যে windows 10 এ অটোমেটিক আপডেট Disable করা যায় না।
তাই আপনি জানতেও পারবেন না যে আপনার লিমিটেড নেট কখন শেষ হয়ে যাবে, এই WINDOWS আপডেটর জন্য
তাই  DISABLE করে দেখালাম কি করে Disable করবেন অটো আপডেট.

Windows 10 এর সকল version ENTERPRISE, PRO, HOME,EDUCATION কার্যকারী.

 

কি করে বন্ধ করবেন উইণ্ডোস অটো আপডেট ইন জাস্ট ছয় স্টেপ

স্টেপ ১

টাইপ করুন সার্চ বার-এ View Local Services নিচের ছবির মতো press ENTER

স্টেপ  ২

নিচের ছবির মতো একটি পেজ খুলবে, যার একদম নিচের দিকে পাবেন  windows Update, নিচ থেকে ১১ নম্বর। সিলেক্ট করুন

PRESS Enter

 

স্টেপ ৩

Service Status Running ===  Press STOP

PRESS Enter

 

Windows Update এই ভাবে বন্ধ হবে..

স্টেপ ৪

তীর মার্কা জায়গা তে গিয়া ডিসএবল করুন  Startup Type

Automatic to Disable

Apply And OK

স্টেপ ৫

এবার চেক করব Windows আপডেট অপসন..

টাইপ করুন সার্চ বার-এ Check For Update নিচের ছবির মতো press ENTER

স্টেপ ৬

 

Check Update সিলেক্ট করুন  লেখা আসবে Checking For Updates....

নিচের ছবির মতো একটি পেজ খুলবে

তারপর কি হবে নিচের ছবির মতো একটি পেজ খুলবে

আর লেখা থাকবে There were some problems installing update মানে আপডেট বন্ধ,

 

আর একটি কথা Windows Update  আবার শুরু করতে হলে যা যা করেছেন তা চেঞ্জ করবেন আগের মতো তাহলে আপডেট আবার চালু হয়ে যাবে.

কি এবার শান্তি তো বন্ধ করে দিলাম অটো আপডেট। All VERSION ENTERPRISE, PRO, HOME,EDUCATION সবেতে কার্যকারী.

সতর্কবাণী
View Local Services এ windows update সিলেক্ট করবেন ঠিক করে না হলে উইন্ডোস আপডেটর জায়গাতে অন্য কোনো সার্ভিস বন্ধ হয়ে যাবে।

 

যদি কোনো প্রবলেম হয় তা হলে অবশ্যই বলবেন। নিজে করে দেখুন ভালো লাগবে।

অনুগ্রহ করে আমাকে ক্ষমা করবেন আমি যদি কোনো ভুল করি...
সবার জন্য শুভকামনা আর গঠনমূলক টিউমেন্ট, পরামর্শ অথবা সমালোচনা প্রত্যাশা করি ...

 

 

 

 

 

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    jibonre   
    Level 2

    Most welcome….@কামাল আহমেদ

সুপ্রিয় jibonre,
কার্যকরী একটি টিউনের জন্য অনেক ধন্যবাদ।

মিস্ Cortana’রে win7 এবং win10 এ বাংলাদেশ থেকে ব্যবহারের উপায় কি?
যদি কোন সমাধান জানা থাকে তবে তা নিয়ে একটি টিউন করলে অশেষ উপকার হবে 🙂

    jibonre   
    Level 2

    সত্যি কথা বলতে এই সার্ভিস এখন বিশ্ব এর কিছু লিমিটেড জায়গাতে পাওয়া যায় , আর তাই টাইম লোকেসণ চেঞ্জ করলেও আপনি এই মিস্ Cortana ইউস করতে পাবেন না। windows 10 e ডিফল্ট লোকেসন ট্র্যাক অপসন আছে যা আপনার লোকাল ISP থেকে WINDOW ( cortana ) সেভ করে তাই চেঞ্জ IP option is not applicable if you change your location , but your ISP remain the Same if you Change Your ISP WITH A US based ISP On That Time you can start Cortana..

    কোনো পথ থাকলে বা কোন সমাধান পাওয়া গেলে অবস্যই বলব আপনাকে সাইবার ঘোস্ট….
    এবং তা নিয়া একটি নতুন টিউন ও করে দেব….
    টিউনমেন্ট এর জন্য…ধন্যবাদ…
    ধন্যবাদ পাশে থাকার জন্য…..

      অনেক ধন্যবাদ সুপ্রিয় jibonre উত্তর দেবার জন্য।
      বিল ভাই বেটিরে মাত্র কয়েক জায়গায় পাঠাইছে, হেইডা আগেই জানছি, আর আপনি যেহেতু বিল ভাইরে সারভিস দেন, তাই বেটিরে ঘরে আনোনের কোন একটা ব্যবস্থা হইবোই হইবো 🙂

      ভাইজান, কলিগগোর লগে আলোচনা কইরা দ্রুতই একটা ব্যবস্থা কইরা ফালান 🙂

      অপেক্ষায় থাকলাম ও পাশেই রইলাম।

      ভাল থাকবেন ও সুস্থ থাকবেন।

      আমার লাইগ্যা মিস Cortana’রে মাথায় রাখবেন 🙂

চমৎকার টিউন করেছেন ভাই 🙂 অনেকের উপকারে লাগবে।

    jibonre   
    Level 2

    টিউনমেন্ট এর জন্য…ধন্যবাদ…..সানিম মাহবীর ফাহাদ;
    ধন্যবাদ পাশে থাকার জন্য…..

কাজে লাগেব, ধন্যবাদ আপনাকে।

সুপ্রিয় jibonre ভাই। আমি উইন্ডোজ ১০ আপগ্রেড করছি।কিছুক্ষন চালানোর পর Bitdefender Internet security 2015 ইন্সটল দিচ্ছিলাম। এমন সময় ব্লু স্ক্রিনে CRITICAL _PROCESS _DIED মেসেজ আসল। তারপর রিস্টার্ট দিলাম কিন্তু একি মেসেজ আসে। আমাকে একটু হেল্প করুন প্লিজ।

    jibonre   
    Level 2

    কিছু মনে করবেন না , তাড়াতাড়ি লেখার জন্য ইংলিশে লিখলাম
    পিসি রিস্টার্ট দিন আর রিবুট হলে F8 বাটন প্রেস করতে থাকুন

    “Safe mode with command prompt”
    এ করুন

    in the command prompt type: sfc /scannow and wait until it run 100% after which try restart your computer. It should work fine as it was earlier.

অসাধারন এবং সেই সঙ্গে কাজেরও বটে । অনেক অনেক ধন্যবাদ ।

    jibonre   
    Level 2

    টিউনমেন্ট এর জন্য…ধন্যবাদ…..নীলোৎপল ভাই …
    ধন্যবাদ পাশে থাকার জন্য…..

ধন্যবাদ ভাই।এখন আর অটো আপডেট এর চিন্তা নাই।Windows 10 ইন্সটল দিব।

    jibonre   
    Level 2

    ইনস্টল করে দেখুন ভালো লাগবে….
    মেঘদীপ আরেফিন ভাই … ধন্যবাদ টিউনমেন্ট এর জন্য….
    যদি কোনো প্রবলেম হয় তা হলে অবশ্যই বলবেন… পাশেই রইলাম…

      জানালা ১০ দারুন।।।কীন্তু মেনু কালার টা Change করতে পারছিনা।সব দিক চিন্তা করলে জানালা ১০ ই আমার কাছে বেষ্ট। মেনু কালার Change এর উপায় টা শেয়ার করলে ভাল হয়।

Level 0

Bro. আমার Notebook এ আমি Windows 10 Pro, Fresh copy Install দিয়ে Active ও করেছি Graphics Driver ও Install করেছি কিন্তু একবার Restart দিলে বা Shutdown দিয়ে On করলে আর On হচ্ছে না । Blue Screen বার বার Flash হচ্ছে । Problem টা কিসের বলবেন Please. আর এর Solution কি ?
Notebook এর Configuration এই—–https://www.dropbox.com/s/y7cm5bi75jq0gzq/Config.pdf?dl=0

অসাধারন টিউন। অটোমেটিক আপডেট নিয়ে খুব টেনশনে ছিলাম, অবশেষে শান্তি ফিরে পেলাম। ধন্যবাদ jibonre ভাই।

    jibonre   
    Level 2

    শান্তি ফিরে পেলেন জেনে ভালো লাগছে তানভির ভাই ,
    ধন্যবাদ কমেন্টের জন্য ,
    পাশে থাকুন পাশেই আছি।

আপডেট এর চিন্তা শেষ।।।।এখন ১০ নাম্বার জানালা টা দিয়ে দেখার পালা।অনেক ধন্যবাদ দারুন টিউনটির জন্য।।

@ সা্ইবার ঘোস্ট
“মিস্ Cortana’রে win7 এবং win10 এ বাংলাদেশ থেকে ব্যবহারের উপায় কি?
যদি কোন সমাধান জানা থাকে তবে তা নিয়ে একটি টিউন করলে অশেষ উপকার হবে”

win10 থেকে Cortana ব্যবহার করে মজা পাচ্ছি। এ জন্য yahoo ID দিয়ে Cortana Active করতে হবে। লোকেসন পরিবর্তন করা যাবে না United States রাখতে হবে।
ধন্যবাদ।

    আ. লতিফ খান, ধন্যবাদ কমেন্টের জন্য। ধন্যবাদ পাশে থাকার জন্য।

Thx Bro….. Assaaaaaa ! Apni Windows 10 Er KOn Pack Use Korsen

MS Office 2019 অথবা, MS Office 2016 প্রয়োজন ছিল প্রোডাক্ট কী সহকারে অথবা কোন ট্রাস্টেড পদ্ধতির মাধ্যমে যেখানে পিসি ইনফেক্টেড হবে না। অর্থাৎ ক্র্যাক করতে চাচ্ছি না, প্রোডাক্ট কী হলে ভালো হয়। এন্টিভাইরাস ভাইরাসকে ডিসেবল রেখে কাজ করা কেমন জানি মনে হয়। কেউ কি হেল্প করতে পারবেন?