কম্পিউটার সিন্টেমের সি ড্রাইভ এর জায়গা বাঁচান।

কম্পিউটার কাজ করতে গিয়ে কখনো অনাকাঙ্খিত ভাবে কম্পিউটার নষ্ট হয়ে গেলে অর্থাৎ ক্রাশ করলে কম্পিউটারে সিস্টেম ডাম্প ফাইল তৈরি করে। যদি ডাম্প ফাইল তৈরি হওয়া না বন্ধ হয় তাহলে কম্পিউটারের অযথা সি ড্রাইভ এ জায়গা নষ্ট হতে থাকে।

এটি  WINDOWS VISTA, WINDOWS 7, WINDOWS 8, WINDOWS 8.1 ও WINDOWS 10 এর জন্য করা যাবে।

তো আসুন  কিভাবে এই ডাম্প ফাইল বন্ধ করা যায়।

প্রথমে  Start মেন্যু  থেকে Control Panel  চালু করে Search বক্সে Advanced লিখুন, তারপর র্সাচের ফলাফল থেকে View advanced system settings এ ক্লিক করুন।

নিচের চিত্রের মত :

damp file

এরপর Startup and Recovery থেকে Settings এ ক্লিক করুন।

নিচের চিত্রের মত :

windows damp file

এখানে Write debugging information থেকে None নির্বাচন করে ok চেপে বের হয়ে আসুন।

নিচের চিত্রের মত :

windows damp file

 

তাহলে আর অযথা ডাম্প ফাইল তৈরি  না হয়ে সিস্টেমের অযথা জায়গা নষ্ট হবে না।

কোন ভূল হলে ক্ষমা করবেন। সবাইকে জানার জন্য টিউনটি অবশ্যই শেয়ার করবেন। বুঝতে সমস্যা হলে টিউমেন্ট করুন।

আমার  সাইট technology blog

Follow Me

Facebook

 SUBSCRIBE TO YOUTUBE CHANNEL

Level 1

আমি মিজান আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস