আমাদের লিস্টের সর্বপ্রথম স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যারটি হলো FreeCam, যেটা কিনা একটা সিম্পল স্ক্রিন রেকর্ডার এবং এতে বিল্ট-ইন ভিডিও এবং অডিও এডিটর আছে। এর আকর্ষণীয় এবং স্বজ্ঞাত ইন্টারফেস থাকায় আপনি এখানে পেশাদার এর মত স্ক্রিন রেকর্ডিং করতে পারবেন। যদিও এই সফটওয়্যারটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে এতে কোনো বিজ্ঞাপণ নেই এবং এটি আপনার রেকর্ডিং এর উপর কোনো ওয়াটারমার্ক রাখে না।
এই সফটওয়্যারের নামটি অনেক বড়ো। কিন্তু এর তীর কিন্তু নিশানায়। Free Screen Video Recorder একটি বহুল ফিচার সম্পন্ন কিন্তু লাইটওয়েট স্ক্রিন রেকর্ডার, যেটা কিনা তৈরি করেছেন একজন ডেভেলপার যিনি পরিচিত তার তৈরি করা একটা ফ্রি কনভার্সন টুল এর কারণে। সফটওয়্যার টি স্কাইপ এর কথোপকথন রেকর্ড করতে পারে তাই এটি স্কাইপ ইন্টারভিউ এবং অনলাইন কনফারেন্স কল এর জন্য অনেক দরকারি একটি সফটওয়্যার।
এছাড়া, ভিন্ন ভিন্ন উইন্ডোজ অ্যাপ্লিকেশন পৃথক করে রেকর্ড করা যাবে। সফটওয়্যারটির মধ্যে থাকবে একটি ব্যাসিক ও ইউজার ফ্রেন্ডলী ফটো এডিটিং টুল যেটা কিনা আপনার ইমেজ এডিটিং করা সহজ ও সাবলীল করে দিবে।
Read more: BDTechTimes
আমি খান সামি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 মাস 3 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I am a student and a professional blogger at bdtechtimes.xyz