আর নয় উইন্ডোজে টার্মিনাল নিয়ে দুশ্চিন্তা ব্যবহার করুন অসাধারণ একটি টার্মিনাল

Level 4
টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী

উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য সুখবর। যারা উইন্ডোজের টার্মিনাল বা কমান্ড লাইন নিয়ে বিরক্ত, তাদের জন্য সুখবর। আপনারা যারা কোডিং করে থাকেন তাদের সবসময়ই টার্মিনাল এর প্রয়োজন হয়ে থাকে। কিন্তু যারা উইন্ডোজ ব্যবহার করে থাকেন তাদের টার্মিনাল বা কমান্ড লাইন অনেক বাজে ধরনের। যার জন্য কাজ করতে অনেক সমস্যা হয়। আজকের টিউনে একটি অসাধারণ টার্মিনাল নিয়ে আলোচনা করবো। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক।

টার্মিনাল ডাউনলোড

প্রথমেই টার্মিনালটির নাম বলে রাখি টার্মিনালটির নাম হচ্ছে হাইপার টার্মিনাল। অনেকে হয়তো এই টার্মিনাল এর নাম শুনে থাকবেন। আবার অনেকে হয়তো টার্মিনালটি ডাউনলোডও করেছেন কিন্তু মনের মতো ইন্টারপেজ না পাওয়ায় আবার ডিলেট করে দিয়েছেন। তাই আজকের টিউনে টার্মিনাল ডাউনলোড থেকে শুরু টার্মিনালটি মনের মতো কাস্টমাইজের পদ্ধতি দেখাবো।

প্রথমেই ডাউনলোড করা যাক টার্মিনালটি। তার জন্য এই লিংকে ক্লিক করুন। এরপর নিচের মতো একটি ইন্টারপেজ দেখতে পাবেন।

এখানে অনেক গুলো অপশন দেখতে পাবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচে থাকা Download Hyper বাটনে ক্লিক করুন। তাহলে কিছুক্ষনের মধ্যে ডাউনলোড হওয়া শুরু করবে। ডাউনলোড হওয়া সম্পন্ন হলে ইনস্টল করে নিন। আশা করি আপনার সফটওয়্যার ইনস্টল করতে পারেন তাই এটি আমি দেখালাম না। ইনস্টল হওয়ার পর অপেন করুন। তাহলে আপনাদের কাঙ্গিত টার্মিনালটি দেখতে পাবেন। এই টার্মিনালটি ইউন্ডোজে থাকা টার্মিনাল থেকে অনেক ভালো। ভালো হলেও একেবারে মনের মতো হবে না তাই আমরা এটাকে কাস্টমাইজ করে নিবো। তো এবার চলুন টার্মিনালটি কাস্টমাইজ করে ফেলি।

টার্মিনাল কাস্টমাইজ

প্রথমেই দেখি নিই টার্মিনালটি কাস্টমাইজ করার পর কেমন দেখায়।

যাদের এই টার্মিনালটি পছন্দ হয়েছে তারা এইরকম করার জন্য টিউনটি পড়তে থাকুন। টার্মিনাল কাস্টমাইজ করার জন্য আপনাদের টার্মিনালের বাম পাশে উপরে থাকা তিনটি লাইনের বারটিতে ক্লিক করুন। তারপর কিছু অপশন আসবে সেখান থেকে Edit  থেকে prefences. অপশনে ক্লিক করুন। তারপর আপনাদের একটি ডকুমেন্ট অপেন হবে। যেখান থেকে বুঝে বুঝে কাস্টমাইজ করাটা অনেক ঝামেলার। তাই কোন ঝামেলা ছাড়া কাজটি করার জন্য এখানে ক্লিক করুন।

এখানে থাকা সবগুলো কোড সিলেক্ট করে কপি করুন। তারপর টার্মিনালের অপেন হওয়া কনফিগারেশন ফাইলে গিয়ে আগের সব ডিলেট করে কপি করা কোডগুলো পেস্ট করুন। তারপর ফাইলটি সেভ করে টার্মিনাল বন্ধ করে আবার অপেন করুন। তাহলে কিছুক্ষনের মধ্যে আপনার টার্মিনালটি সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে।

প্লাগইন ইনস্টল

আপনি চাইলে আপনার টার্মিনালটিতে বিভিন্ন ধরনের প্লাগইন ইনস্টল করে আরো সুন্দর এবং ব্যবহার উপযোগী করে তুলতে পারেন। বিভিন্ন ধরনের প্লাগইন পাওয়ার জন্য টার্মিনালটির অফিশিয়াল ওয়েব সাইটে ভিজিট করুন। তার জন্য এখানে ক্লিক করুন।

ওয়েব সাইটে থাকা মেনু গুলো থেকে plugins অপশনে ক্লিক করুন। আর যদি আপনার টার্মিনালের থিমটা পাল্টাতে চান তাহলে Themes অপশনে ক্লিক করুন। দুটোই ইনস্টল করা একই তাই একটা জানলে হয়ে যাবে। plugins অপশনে যাওয়ার পর নিচের একটি পেজ দেখতে পাবেন।

এখানে বিভিন্ন ধরনের প্লাগইন রয়েছে। যেটা আপনার দরকার সেটার উপর ক্লিক করুন।

এখানে নিচে থাকা Install বাটনে ক্লিক করুন। তারপর আপনার সামনে একটি পপআপ আসবে। সেখানে ইনস্টল করার জন্য একটি কোড থাকবে সেটি কপি করুন তারপর টার্মিনালে এসে তা পেস্ট করুন এবং এন্টার করুন। কিন্তু দেখবেন প্লাগইনটি ইনস্টল হবে না।

তার জন্য উপরে দেখানো অপশনে এসে install hyper cli command in path অপশনে ক্লিক করুন। তারপর কিছুক্ষনের মধ্যে এটি ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনার কম্পিউটারটি রিস্টার্ট দিন। কম্পিউটার অপেন হলে প্লাগইনটির কোড আবার কপি করে পেস্ট করুন এবং এন্টার দিন। তাহলে আশা করি সঠিকভাবে প্লাগইনটি ইনস্টল হয়ে যাবে। এখন যেকোন প্লাগইন বা থিম কোন প্রকার সমস্যা ছাড়াই ইনস্টল করতে পারবেন।

আশা করি টিউনটি ভালো লেগেছে। আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফেজ।

Level 4

আমি রাশেদুল ইসলাম। টিউনার, সেনবাগ রেসিডেন্সিয়াল দাখিল মাদ্রাসা, নোয়াখালী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 62 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 16 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

‘টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন’ অনুযায়ী টিউন শেয়ার করে সাবমিট করা হয়নি।

ট্রাসটেড টিউনার হিসেবে টিউন প্রকাশের পর, প্রকাশিত টিউনের লিংক ‘ট্রাসটেড টিউন শেয়ার ও সাবমিট গাইডলাইন’ অনুযায়ী শেয়ার ও সাবমিট করতে হয়। ট্রাসটেড টিউনার হিসেবে টিউন প্রকাশের পর, প্রকাশিত টিউনের লিংক ‘ট্রাসটেড টিউন শেয়ার ও সাবমিট গাইডলাইন’ অনুযায়ী সঠিক ভাবে শেয়ার ও সাবমিট না হওয়া পর্যন্ত সে ট্রাসটেড টিউনের জন্য ‘টেকটিউনস ক্যাশ’ প্রসেস হয় না।

করণীয়:

‘টেকটিউনস ট্রাসটেড টিউনার গাইডলাইন’ অনুযায়ী টিউন শেয়ার করে সাবমিট করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউন এডিটরে টিউনের ইমেইজ গুলোতে Center Alignment করা হয়েছে। টেকটিউনস ‘স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন’ অনুযায়ী টিউনের ইমেইজে কোন ধরনের Alignment করা যায় না। টিউনের সকল ইমেইজের Alignment, Align None থাকতে হয়।

করণীয়:

টিউন এডিটর থেকে টিউনের সকল ইমেজের Alignment, Align None করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউনে এক্সট্রা লাইন ব্রেক ব্যবহার করা হয়েছে। টিউনে H2 হেডিং এর আগে এক্সট্রা লাইন ব্রেক ব্যবহার করা হয়েছে।

টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউনে এক্সট্রা লাইন ব্রেক ব্যবহার করা যায় না।

করণীয়:

টেকটিউনস স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন অনুযায়ী টিউনে সকল এক্সট্রা লাইন ব্রেক রিমুভ করুন।

টিউনে H2 হেডিং এর আগে সকল এক্সট্রা লাইন ব্রেক রিমুভ করুন।

উপরের নির্দেশিত সংশোধন করে এই টিউমেন্টের রিপ্লাই দিন।

খেয়াল করুন, এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই এই টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।

প্রিয় ট্রাসটেড টিউনার,

আপনার টিউনটি ‘টেকটিউনস ক্যাশ’ এর জন্য প্রসেস হতে পারছে না।

কারণ:

টিউন এর প্রতিটি সংশোধন, সংশোধন নির্দেশ অনুযায়ী এক এক করে সংশোধন করে এবং প্রতিটি সংশোধন নির্দেশের অধীনে আলাদা আলাদা রিপ্লাই দেওয়া হয়নি।

টিউনের প্রতিটি সংশোধন সঠিকভাবে সম্পন্ন করে, সংশোধন নির্দেশের অধীনে আলাদা আলাদা রিপ্লাই না দেওয়া পর্যন্ত টিউনে কোন ক্যাশ প্রসেস হয় না।

করণীয়:

আপনার টিউন এর প্রতিটি সংশোধন, সংশোধন নির্দেশ অনুযায়ী এক এক করে সংশোধন করুন এবং প্রতিটি সংশোধন নির্দেশের অধীনে আলাদা আলাদা রিপ্লাই দিন।

খেয়াল করুন, প্রতিটি সংশোধন নির্দেশের অধীনে টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই না করে টিউনে টিউমেন্ট করলে তার নোটিফিশেন ‘টেকটিউনস কন্টেন্ট অপস’ টিম পাবে না। তাই অবশ্যই প্রতিটি সংশোধন নির্দেশের অধীনে টিউমেন্টের রিপ্লাই বাটনে ক্লিক করে রিপ্লাই করুন।