ওয়ার্ডপ্রেস কমেন্ট ফরম থেকে You may use these HTML tags and attributes সহজেই রিমুভ করা।

খুবি ছোট একটা টুইট এবং সহজ একটা বিষয়। হয়তো অনেকেই জানেন।

ডিফল্ট ভাবে সব প্রায় সব গুলো থিমের কমেন্ট ফরমে নিচের লেখা থাকে।

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

আপনি সহজেই এটা রিমুভ করতে পারেন। তার জন্য style.css এ নিচের কোডটি যুক্ত করে দিন।


.form-allowed-tags{

display:none;

}

সহজ তাই না?

comment_notes_after

থিমের functions.php বা কোন কোন থিমে comments.php  থেকে ও ইচ্ছে করলে রিমুভ করতে পারেন। তার জন্য ফাইলটি ওপেন করে <?php comment_form(array('comment_notes_after' => '')); ?> খুজে বের করে রিমুভ করে দিতে পারেন।

Level 0

আমি জাকির হোসাইন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 224 টি টিউন ও 1487 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পৃথিবীতে অল্পকয়েক দিনের জন্য অনেকেই আসে, হেঁটে খেলে চলে যায়। এর মধ্যে অল্প কয়েক জনই পায়ের চাপ রেখে যায়।ওদের একজন হতে ইচ্ছে করে। প্রযুক্তির আরেকটি সেরা ব্লগ টেকটুইটস। আপনাদের স্বাগতম, যেখানে প্রতিটি বন্ধুর অংশ গ্রহনে গড়ে উঠেছে একটি পরিবার। আপনাদের পছন্দ হবে আশা করি। ফেসবুকে আমি - ?জাকির!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস