কিভাবে ওয়ার্ডপ্রেস এর পুরাতন ভার্সন ব্যবহার করবেন?

ওয়ার্ডপ্রেস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) ব্লগিং সফটওয়্যার । এটি একটি ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার । কোন রকম কোডিং জ্ঞান ছাড়াই ওয়ার্ডপ্রেস এ ব্লগ তৈরি করা যায়। আমাদের অনেক সময় ওয়ার্ডপ্রেস এর পুরাতন ভার্সন ব্যবহার করার প্রয়োজন হয় । কারন, নতুন ভার্সন এ সাপোর্ট করেনা, আপনার এমন কিছু অত্যন্ত প্রয়োজনীয় ফিচার(যেমন; থিম, প্লাগিন ইত্যাদি) থাকতেও পারে ।

আসুন এবার শুরু করিঃ

প্রথমে ওয়ার্ডপ্রেস এর পুরাতন যেকোনো একটি ভার্সন ডাউনলোড করে নিতে হবে। এখান থেকে ওয়ার্ডপ্রেস এর পুরাতন যেকোনো একটি ভার্সন ডাউনলোড করে নিন ।

এবার নিচের ধাপগুলো অনুস্মরণ করুনঃ

  1. →আপনার ওয়ার্ডপ্রেস সাইটে এ লগ ইন করুন ।
  2. →প্লাগিন এ যান এবং সকল প্লাগিন ডিএকটিভেট করুন ।
  3. ওয়ার্ডপ্রেস সাইট থেকে লগ আউট করুন ।
  4. আপনার সি প্যানেল এ লগ ইন করুন ।
  5. ফাইল ট্রান্সফার প্রটোকল ম্যানেজার (FTP Manager) থেকে Wp-admin এবং wp-includes ফোল্ডারের সকল ফাইল ডিলেট করে দিন । [বিঃ দ্রঃ wp-content এর ফাইল গুলো ডিলেট করবেন না ]
  6. →আপনার ডাউনলোড করা ওয়ার্ডপ্রেস এর পুরাতন ভার্সন টি এবার বের করুন এবং wp-content ছাড়া সকল ফাইল কপি (CTRL+C) করুন ।
  7. →আবার, আপনার ওয়ার্ডপ্রেস সাইটে এ লগ ইন করুন এবং Dashboard থেকে “Update WordPress Database” এ ক্লিক করুন ।
  8. →এবার, Continue এ ক্লিক করুন ।

এখন আপনি সফলভাবে ওয়ার্ডপ্রেস এর পুরাতন ভার্সন এ ডাউনগ্রেড হয়ে গেছেন!

আজ এ পর্যন্তই । বুঝতে কোন অসুবিধা হলে কমেন্ট এ জানান ।

-ধন্যবাদ সবাইকে ।

পোস্ট লিখেছেন জিহাদুর রহমান।

পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সকল প্লাগিন ডিএকটিভেট করুন> ki vahbe Deactive korbo