ওয়ার্ডপ্রেস সাইট এর নিরাপত্তা সমূহ

এখন প্রতিদিনই তৈরি হচ্ছে বিভিন্ন ধরণের ব্লগ । বর্তমানে ব্লগিং CMS সিস্টেমের মধ্যে সর্বাধিক প্রচলিত সিস্টেম গুলোর মধ্যে অন্যতম হল ওয়ার্ডপ্রেস । অনেক পরিশ্রম করে একটি সাইট তৈরি করা হয় । কিন্তু অসচেতন এর অভাবে প্রতিদিন হাজার হাজার সাইট হ্যাকারদের কবলে পড়ছে । আপনার ওয়ার্ডপ্রেস সাইট সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে নিচের কাজগুলো করতে পারেন;

  1. ওয়ার্ডপ্রেস এ এডমিন নেম “Admin” দেওয়া থাকে । "Admin" ইউজার ব্যবহার না করে নতুন এডমিন ইউজার তৈরি করুন ।
  2. শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন । এক্ষেত্রে, সংখ্যা & বর্ণ উভয়ই ব্যবহার করুন ।
  3. সবসময় ওয়ার্ডপ্রেস ভার্সন, প্লাগিন এবং থিম আপডেটেড রাখুন ।
  4. অপ্রয়োজনীয় প্লাগিন & থিম ইন্সটল করে রাখবেন না । প্রতিটি প্লাগিন & থিম ব্যবহার করার পূর্বে ভালো করে দেখে নিন ।
  5. আপনার সাইট যদি কমিউনিটি না হয় তাহলে অযথা “Membership”  চালু রাখবেন না ।
  6. আপনার প্লাগিন ফোল্ডার বন্ধ  করে রাখুন । যেন, আপনার ব্যবহৃত প্লাগিন কেউ দেখতে না পারে । সাধারণত; http://yousite.com/wp-content/plugins/ লিঙ্ক ব্যবহার করে কাঙ্ক্ষিত সাইটের  ব্যবহৃত প্লাগিন সম্পর্কে জানা যায় ।
  7. আপনার ওয়ার্ডপ্রেস সাইটের ব্যবহৃত ভার্সন মুছে ফেলুন । এজন্য, header.php থেকে "<meta name=”generator” content=”WordPress <?php bloginfo(’version’); ?>” /> <!-– leave this for stats please –>" অংশটুকু মুছে ফেলুন ।
  8. আপনার সাইট যেন কোন হ্যাকার হ্যাক না করতে পারে এবং অতিরিক্ত নিরাপত্তার জন্য প্লাগিন ব্যবহার করতে পারেন । হ্যাকিং নিয়ে অনেক প্লাগিন আছে । হ্যাকিং রোধ করতে আপনি এই প্লাগিন টি ব্যবহার করতে পারেন ।
  9. wp-config.php ফোল্ডার এর পারমিশন পরিবর্তন করে দিন ।
  10. সাইটের ডাটাবেজ নিয়মিত ব্যাকআপ রাখুন । কারন, আপনার সাইট টি যদি একবার হ্যাকারদের কবলে পড়ে তাহলেই আপনার সাইট শেষ!

আজকের মত আমার পোষ্ট এখানেই শেষ করছি । ভাল লাগলে অথবা কোন প্রশ্ন/জিজ্ঞাসা থাকলে কমেন্ট এ জানান ।

-ধন্যবাদ সবাইকে ।

পোস্ট লিখেছেন জিহাদুর রহমান

পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুবই দরকারি পোস্ট। ভাল লেগেছে ।

wordpress ba onno kono CMS diye site banale, mathay kafoner kapor bedhe nama uchit. Eishob site hack bondho kora motamoti impossible.