আপনার ওয়ার্ডপ্রেস সাইটে ফেভিকন যোগ করুন আরও সহজে

ব্রাউজারে সাইটের নামের ডানদিকে যে আইকনটি দেখা যায় সেটি-ই হচ্ছে ফেভিকন । ফেভিকন হচ্ছে ওয়েব সাইটের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা সাইটের সৌন্দর্য বৃদ্ধি করে তুলে । এছাড়া, ফেভিকন কে সাইটের চিহ্ন বা স্মারকও বলা হয় ।

আসুন এবার আমরা দেখি কিভাবে ফেভিকন যোগ করা যায়

  1. ফেভিকন যোগ করার জন্য প্রথম ১৬x১৬ সাইজের ইমেজ তৈরি করে নিন । এবার এটাকে fevicon.ico নাম দিয়ে সেভ করুন । আপনি যেকোনো গ্রাফিক্স সফটওয়্যার দিয়ে ফেভিকন তৈরি করতে পারেন । আপনি .bmp এক্সটেনশন ব্যবহার করেও ফেভিকন ইমেইজ তৈরি করতে পারেন তবে লক্ষ্য রাখবেন ফেভিকন টি যেন ২৫৬ কালারের বেশী না হয় । কিন্তু ICO হল একটি Standard Format যা সকল ব্রাউজার সাপোর্ট করে।
  2. যদি আপনি গ্রাফিক্স সফটওয়্যার এর কাজ না পারেন তাহলে এখানে ক্লিক করে আপনার পছন্দমত ইমেজ কে সহজেই ফেভিকন ইমেইজ বানিয়ে নিন । আপনি এখান থেকে ইমেজ & অ্যানিমেশন উভয়ই তৈরি করতে পারেন ।
  3. এবার Favicon টি আপনার Site- এর root directory তে সরাসরি আপলোড করে করে দিন । তারপর আপনার সাইটের আপনার ওয়ার্ডপ্রেস সাইটের Dashboard>Settings > Appearance > Editor থেকে header.php ফাইলটি ওপেন করুন। ঐ ফাইলটির </head> আগে যেকোনো স্থানে নিচের কোডটুকু লিখে দিন।

    <link rel="shortcut icon" href="favicon.ico" />
আপনি চাইলে CTRL+F ব্যবহার করে </head> অপশন টি বের করে নিতে পারেন ।
-ধন্যবাদ সবাইকে ।
পোস্ট লিখেছেন জিহাদুর রহমান।
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ হল না তো ……………

    Level 0

    @Shemul49rmc: সব ক্ষেত্রে একি নিয়ম প্রযোজ্য নয়।