এখন থেকে আপনার সাইটে পাখি উড়বে (সাথে মাউস পয়েন্টার এর ঝিকিমিকি)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আসলে ওয়েব সাইট হচ্ছে একটি মজার জিনিস, যে নিজেকে অন্যের মধ্যে মাতিয়ে তোলা। আসলে আমি শিখার উদ্দ্যেশ্য একটি সাইট বানিয়েছি এবং কি দিন দিন এই সাইট নিয়ে মজার জিনিস শিখছি আর আমার কাছে অনেক ভাল লাগছে এই সাইট টি বানিয়ে। মজার মজার জিনিস শিখতে গিয়ে দুটি কোড পেলাম এমনি আপনাদের সকলের মাঝে শেয়ার করলাম, তাহলে আসুন জেনে নেয়া যাক দুটি জিনিস কি? একটি হল সুন্দর উড়ন্ত পাখি আর আরেক টি হল মাউসের ঝিকিমিকি, তাহলে এগুলো আপনি আপনার সাইটে কিভাবে সংযুক্ত করবেন আমার মত করে। দেখতে এখানে ক্লিক করুন।
প্রথমে আপনি আপনার সাইটে লগইন করুন।

তারপর Appearance  ক্লিক করে উইজেট ক্লিক করে নিচে দেখানো মত Text বক্স টেনে Slider এ ড্রাগ করুন তারপর নিচের কোড গুলো পেষ্ট করুন।

১। সুন্দর উড়ন্ত পাখির কোড:

 <script language="JavaScript" src="http://stevendie.xtgem.com/js/effect/eagle.js"></script>

২। মাউস পয়েন্টার এর জন্য ঝিকিমিকি কোড :

<script language="JavaScript" src="http://dhedy.jw.lt/js/cursor/blue.js"></script>


ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত,

আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Josh. (y) bro apnar email ID ta diben please.

অনেক সুন্দর হইছে ভাই , আপনাকে ও ঈদ এর সুভেচ্ছা ।

Level 0

eta ki blogger er blog post e kivabe use kora jabe can u add me in gtalk : [email protected]

Level 0

thank vi

Level 0

blog a kivabe add korbo