“ওয়ার্ডপ্রেস-ব্লগ + ফ্রী-ডোমেইন + হোস্টিং + ডিজাইন + শীর্ষ-প্লাগিন + সাইট-কনফিগার = একটি-পরিপূর্ণ-সাইট” সম্পূর্ণ ফ্রী-তে, পর্ব-৪

আস্-সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয় ভালো। এই কামনা করে আমার আজকের পোষ্টটি শুরু করতেছি।

যারা পূর্বের টিউনগুলো মিস করেছেন তারা নিচের লিংক থেকে সেগুলো দেখে নিন-

“ওয়ার্ডপ্রেস-ব্লগ + ফ্রী-ডোমেইন + হোস্টিং + ডিজাইন + শীর্ষ-প্লাগিন + সাইট-কনফিগার = একটি-পরিপূর্ণ-সাইট” সম্পূর্ণ ফ্রী-তে, পর্ব-১

“ওয়ার্ডপ্রেস-ব্লগ + ফ্রী-ডোমেইন + হোস্টিং + ডিজাইন + শীর্ষ-প্লাগিন + সাইট-কনফিগার = একটি-পরিপূর্ণ-সাইট” সম্পূর্ণ ফ্রী-তে, পর্ব-৩

থীওরি নিয়ে আলোচনা করছি বলে অনেকেই বিরক্ত হতে পারেন। আসলে আপনি যদি থীওরি ভালোভাবে না বুঝেন তাহলে কখনোই আপনি এর উপরে দক্ষ হতে পারবেন না।

থীওরি নিয়ে আলোচনা করছি মূলত আপনাকে এর সম্পর্কে পরিপূর্ণ ধারণা দিতে, যাতে করে সামনের আলোচ্য বিষয়গুলোতে কোন কিছুই আপনার কাছে নতুন মনে না হয়। যাইহোক থীওরির মাধ্যমে আপনি এমন অনেক দূর্লভ তথ্য খুব সহজেই আয়ত্তে নিতে পারবেন। সুতরাং, থীওরিগুলো একটু ভালোভাবে মনোযোগ সহকারে পড়ুন এবং বুঝার চেষ্টা করুন।

৫। কন্টোল প্যানেল(ডোমেইন প্যানেল/হোষ্টিং প্যানেল) কি?

#ডোমেইন প্যানেলঃ- ডোমেইন প্যানেল হচ্ছে এমন একটি স্থান যেখান থেকে আপনি আপনার ডোমেইনের সম্পূর্ণ নিয়ন্ত্রন করতে পারবেন।

এখানে বেশ কিছু অপশনস আছে যেগুলো আপনাকে ডোমেইন নিয়ন্ত্রনের ক্ষেত্রে গুরত্বপূর্ণ সুবিধাদি প্রদান করে থাকে। বিশেষ করে আপনি যখন আপনার সাইটের জন্য কোন ডোমেইন কিনবেন তখন আপনাকে অবশ্যই আপনার ডোমেইন টি আপনার হোস্টিং সাইটের সাথে সংযুক্ত করতে হবে।

এছাড়া আপনি যদি একই কোং হতে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করে থাকেন তাহলে ওরা নিজেরাই আপনাকে এটি সংযুক্ত করে দেবে। আর যদি আলাদা আলাদা কোং হতে ডোমেইন এবং হোস্টিং ক্রয় করে থাকেন তাহলে আপনাকে নিজেই সেটা সংযুক্ত করে নিতে হবে।

ডোমেইন প্যানেলে বিশেষ করে ডি.এন.এস, নেমসার্ভার দ্বারা ডোমেইন কে হোস্টিং সাইটের সাথে সংযুক্ত করা হয়। আমরা পরবর্তীতে এটির ব্যাপারে প্রাকটিক্যালি জানব।

#হোস্টিং প্যানেলঃ- একটি সাইটের হোস্টিং কে যেখান থেকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রন করা হয় মূলত সেটিই ঐ সাইটের হোষ্টিং প্যানেল বা সি প্যানেল হিসেবে অবিহিত করা হয়।

হোস্টিং প্যানেল বা সি প্যানেলে অনেক গুলো অপশনস থাকে যেগুলো আমরা পরবর্তী পর্বগুলোতে বিস্তারিত দেখতে পাব।

আপাতত তিন পর্বের এই থিওরীটুকু দিয়েই আমরা সামনে এগিয়ে যেতে চাই। আগামী পর্ব থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টলের দ্বারা প্রাকটিক্যাল লার্নিং শুরু হতে যাচ্ছে। সুতরাং প্রত্যেকে প্রস্তুত হোন। লক্ষ্যনীয় বিষয় হল- কোন পর্ব যাতে মিস না হয়ে যায়। সেজন্য খুব সতর্ক থাকুন। কোন পর্ব খুজে না পেলে আমার টিউনার প্রোফাইল থেকে খুজে বের করুন।

আমার টিউনার প্রোফাইল হল-

http://www.techtunes.io/tuner/bdwebworld

প্রত্যেকে এটি সেভ করে রাখতে পারেন। ব্যস্ততার ভীড়ে যদি টেকটিউনসের সাথে থাকতে না পারেন, তাহলে মাঝে মধ্যে এই লিংকে চেক করুন। আমার করা নতুন যেকোন পোষ্ট এখানে দেখতে পাবেন।

এই পুরো সিরিজ নিয়ে আপনারা চাইলে আমাকে যেকোন প্রশ্ন করতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজে যোগ দিয়ে এই বিষয় সংক্রান্ত অনেক তথ্য জেনে নিন, পাশাপাশি আপনার বন্ধুদের সাথেও এই পেজটি শেয়ার করুন-
ITsolution page

পরবর্তী টিউনের প্রত্যাশা রেখে আজকের টিউন এখানেই শেষ করলাম। আল্লাহ্ হাফেজ।

Level 0

আমি Shariful Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 50 টি টিউন ও 157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন করছেন, ভাই। কিন্তু ভাই আপনি অনেক দিন পরে পরে টিউন করেন, যার কারনে শিখার সময় টা বেশী লাগতেছে। আশা করি, পারলে টিউন গুলো তারাতারি করার চেস্টা করবেন।

    @রাহাতুল ইসলাম: ঠিক আছে, চেষ্টা করব।

super hoitece apnar tune gulu..onek kichu shikteci…donnobd apnake

Level 0

ভাই অনেক সুন্দর হইছে……………খুব সহজ ভাষাতে লিখছেন…………তাই খুব সহজে বুঝতে পারতেছি…………পরের টিউনের জন্য ওয়েট করতেছি……………:D