ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশণ : (পর্ব-২) [গুরুত্বপূর্ণ] আপনার ওয়ার্ডপ্রেস সাইট থেকে আসা ই-মেইল সেন্ডার WordPress কে পরিবর্তন করুন নিজের মত!

এই পোষ্টটি ওয়ার্ডপ্রেস CMS ব্যবহারকারী সবার জানা দরকার। আমরা দেখি আমাদের তৈরী ওয়ার্ডপ্রেস সাইটে যখন কেউ কমেন্ট,রেজি: বা অন্য কারণে সাইট থেকে আমাদের ই-মেইল আসে WordPress নামে। আমরদের নিজস্ব সাইট অথচ কেউ কমেন্ট,রেজি কিংবা অন্যকোন কাজে মেইল পৌছালে তা WordPress নাম দিয়ে যাবে কেন? আমরা চাইলে এই Mail sender নামটিকে আমাদের সাইটের নাম কিংবা আমাদের পছন্দের যেকোন নাম ব্যবহার করতে পারি। এই ক্ষেত্রে আপনার দেয়া নামটি ই-মেইল সেন্ডার হিসাবে দেখাবে যেখানে আগে WordPress দেখাতো।

আপনাকে যা করতে হবে:

বি: দ্র: যেকোন পরিবর্তনের পূর্বে আপনার বর্তমান থিমের Function.php ফাইলটি ব্যাকআপ নিয়ে রাখবেন, যাতে কোন সমস্যা হলে তা রিস্টোর করে সমাধান করা যায়।

১. প্রথমে আপনার বর্তমান থিমের function.php ফাইলটি ওপেন করে নিচের কোডটুকু যুক্ত করুন ফাইলে সবার আগে <?php লাইনটির পরে।

কিংবা ফাইলের সবার শেষে যুক্ত করতে পারেন এইক্ষেত্রে সবার শেষে এই  ?>  লাইটির আগে যুক্ত করবেন।

/** changing default wordpres email sender name */
add_filter('wp_mail_from', 'new_mail_from');
add_filter('wp_mail_from_name', 'new_mail_from_name');
function new_mail_from($old) {
return 'your_email_address';
}
function new_mail_from_name($old) {
return 'Your_mail_sender_name';
}

২. কোডের মধ্যে your_email_address এর স্থলে আপনি যে মেইল অ্যাড্রেস থেকে  সাইটের সব ই-মেইল পাঠাতে চান তা যুক্ত করুন (যেমন: [email protected]) এবং Your_mail_sender_name এর স্থলে আপনার সাইটের নাম কিংবা আপনার পছন্দমত একটা নাম দিন (যেমন: learn24bd)

৩. ফাইলটি সেভ করুন।

ব্যাস এখন থেকে যেকান ই-মেইল আসলে ই-মেইল সেন্ডার এ আপনার পছন্দমত নামটি দেখাবে।

কোন প্রকার ভুল-ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। খুব শীঘ্রই পরবর্তী টিউন করবো সবাই ভাল থাকবেন।

 

ফেইসবুকে আমি

আমার সাইট

Level 2

আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস