আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন।
গত টিউনে আপনাদের কথা দিয়েছিলাম যে সামনের টিউনে আপনাদের একটি ওয়ার্ডপ্রেস থীম উপহার দিব তাও আবার বাংলায় অনুবাদকৃত। অরিজিনাল থীমটি হল jarida_2.0.0 যার ডেমো টা আপনারা এখানে ক্লিক করে দেখতে পারেন।
এক নজরে কিছু ফিচার দেখে নেই,
এখন চলেন বাংলায় চলে যাই। আসলে এই থীমটি আমি অনেক বাংলা ব্লগে দেখেছি কিন্তু সেগুলা পুরোপুরি বাংলায় নয়। কিছু স্কীনসর্ট দেখলে বুঝতে পারবেন। তাহলে দুইটি স্কীনসর্ট দেখেনিন।
উপরের স্কীনসর্টটা হোমপেজে দেখাবে। লক্ষ করুন, আউথর নেম বাংলা হওয়ায় বাংলা দেখাচ্ছে, টিউন পাবলিশ ডেট বাংলায় দেখাচ্ছে, বিভাগ বাংলায় দেখাচ্ছে, মন্তব্যের জায়গায় ''কোন মন্তব্য নেই'' দেখাচ্ছে, যদি মন্তব্য থাকে তাহলে মনে করেন ''৩টি মন্তব্য'' এরকম দেখাবে। [উদাহরন হিসেবে ৩টি দিলাম। আপনার মন্তব্য যতগুলো থাকবে ততগুলাই দেখাবে।
আবার দেখেন ''Read More>>'' এর জায়গায় ''আরও দেখুন>>" দেখাচ্ছে। এবার নিচে আরেকটি স্কীনসর্ট দেখুন।
এবার উপরের ছবিটির দিকে লক্ষ করুন, Posted by এর জায়গায় "টিউন করেছেনঃ" লেখা উঠেছে, Category এর জায়গায় "বিভাগ" লেখা উঠেছে, Comment এর জায়গায় "কোন মন্তব্য নেই" লেখা উঠেছে, আবার View এর জায়গায় ৬৮ বার দেখা হয়েছে" উঠেছে।
তাছাড়া আরো অনেক জায়গায় ইংরেজির বদলে বাংলা দেখা উঠবে। অনেক মজার একটা জিনিষ। লিখে আর বুঝাতে পারবো না মনে হয়। তাই বলছি ডাউনলোড করে দেখুন।
ডাউনলোড [উইট আউট এনি ঝামে্লা]
বিঃদ্রঃ এখানে বাংলা তারিখ এবং সময় এসেছে একটি প্লাগইন ব্যবহার করার ফলে। প্লাগইনটি ডাউনলোড করে এখানে ক্লিক করুন।
এই থীমটি সর্বপ্রথম প্রকাশিত হয় আমার ব্লগে।
এরকম আরও ফ্রী থীম এবং প্লাগইন পেতে আমার ব্লগে ঘুরে আসতে পারেন। ইফ ইউ হেব টাইম 😛
যেকোন এন্ড্রয়েড এপ্স ডাউনলোড করুন এখনে।
আমি কলিমদ্দি দফাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 282 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কাউকে দূর থেকে ভালবাসাই সব থেকে পবিত্র ভালবাসা। কারন, এ ভালবাসায় কোন রকম অপবিত্রতা থাকে না, কোন শারিরীক চাহিদা থাকে না। শুধু নীরব কিছু অভিমান থাকে, যা কখনো কেউ ভাঙায় না Status from: Maasranga Tv Live
অসাধারন একটি থিমস উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ