ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন [পর্ব-১২] :: ওয়ার্ডপ্রেস সাইটে Single পেজে টিউনের Feature Image দেখাবেন যেভাবে।

ওয়ার্ডপ্রেস কাষ্টমাইজেশন

অনেক দিন কোন টিউন করতে পারিনী বলে প্রথমেই আপনাদের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি।এটা আমার ব্যার্থতা না দূর্ভাগ্য!

কেমন আছেন সবাই?নিশ্চয় ভাল!আমি কিন্তু ভাল নেই বিদ্যুতের সমস্যায় আমি জর্জারিত!

যাহোক,আজ আমরা দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস সাইটে Single পেজে টিউনের Featured Image দেখাতে পারি।

আসুন,বিষয় টা একটু ক্লিয়ার হওয়া যাক।আমরা যখন কোন টিউনের টাইটেলের উপর ক্লিক করি তখন সেটি Single পেজে অর্থাত্‍ single.php তে ওপেন হয় এবং আমরা টিউনের পুরো Content দেখতে পারি।যেখানে ডিফল্ট ভাবে টিউনের Featured Image দেখায় না।আজ আমরা দেখব কিভাবে Single পেজে Content এর আগে টিউনের Featured Image দেখাতে পারি।

আমরা যেভাবে কাজ টি সম্পূর্ণ করব:

  • থিমের functions.php ফাইলটি এডিট করব।
  • কিছু কোড যুক্ত করব এবং
  • ফাইলটি সেভ করব।

সতর্কতা: যেকোন ফাইল এডিটের আগে তার অবশ্যই একটা ব্যাক-আপ রাখবেন।

তাহলে চলুন শুরু করা যাক:

প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগিন করে Dashboard থেকে Appearance>Editor যান এবং বর্তমান থিমের functions.php ফাইলটি এডিটরে ওপেন করুন।এরপর নিচের কোডটুকু কপি করে ?> এর আগে পেষ্ট করুন এবং Update file বাটনে ক্লিক করে সেভ করুন।

/*------ Adding featured Image in single post -------*/

 add_filter( 'the_content', 'featured_image_before_content' );

 function featured_image_before_content( $content ) {
    if ( is_singular('post') && is_main_query() && has_post_thumbnail()) {
        $thumbnail = get_the_post_thumbnail();

        $content = $thumbnail . $content;

        }

    return $content;
}

এবার আপনার সাইটের হোমপেজ ফিরে গিয়ে যেকোন একটি টিউন Single পেজে ওপেন করুন।লক্ষ্য করুন টিউনের Featured Image কনটেন্ট এর আগে দেখাচ্ছে।

আজ এ পর্যন্ত।ভাল থাকবেন সবাই।

পূর্বে এখানে প্রকাশিত।

Level 2

আমি এস কে জয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 41 টি টিউন ও 494 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সেরকম দামী কেউ না। খুব সাধারণ একজন মানুষ।প্রোগ্রামিং আর ইলেকট্রনিক্স সব থেকে বেশী ভাল লাগে। তাই এই দুইটাকেই জীবনের কাজ আর শখ হিসাবে যুক্ত করে নিয়েছি।ভাল লাগে শিখতে আর শেখাতে।ব্যাস এতটুকুই!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস