অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৪: অ্যাডমিন টিউন লিষ্টে কিভাবে শুধু মাত্র Author টিউন দেখাবেন।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই। আশা করি ভাল।ইতোমধ্যে আমি ৩টি টিউন দিলাম। কেমন লাগছে জানি না। যাররা মিস করেছেন তাদের জন্য আগের লিংকগুলো দিলাম।

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০১: কিভাবে ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ডে কাষ্টম হেল্প মেসেজ তৈরী করবেন লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০২:কিভাবে টিউনের ভিতরে অবস্থিত সকলছবিতে JQuery Plugin Lightbox যুক্ত করবেন? লিংক

অ্যাডভান্স ওয়ার্ডপ্রেস -০৩: কিভাবে সকল রেজিষ্টার্ড ইউজারকে ই-মেইল পাঠাবেন ?  লিংক

আজকে আমরা যেই বিষটি নিয়ে আলোচনা করব তাহল কিভাবে অ্যাডমিন টিউন লিষ্টে শুধু অথার টিউন গুলো দেখঅবেন। বুঝতে পারছেন না ?? ব্যাপারটা কি  ?? টেকটিউনসস এ লগইন করার করার পর ড্যাশোবোর্ডে সকল টিউন এ ক্লিক করলে কি দেখায় শুধু মাত্র অথার টিউনগুলোই দেখায়। টেকটিউনস এর  সবগুলো টিউন কিন্তু দেখায় নায় শুধু মাত্র আপনার টিই দেখায়। আজকে আমরা এই বিষটি নিয়েই আলোচনা করব।

আপনার ব্লগে বিভিন্ন Author থাকলে এটা খুবই গুরুত্বপুর্ণ যেন প্রত্যেক Author শুধু মাত্র অ্যাডমিন টিউন লিষ্টে নিজের টিউন গুলো দেখতে পারবে।

একটি সহজ কোডের মাধ্যমে আপনি কাজটি করতে পারেন।নিচের কোডটি আপনার থিমের ফাংশন ফাইল (functions.php) এ পেষ্ট করুন। ফাইলটি সেভ করুন। সেভ করার পর অ্যাডমিন টিউন লিষ্টে Author শুধু মাত্র নিজের টিউনটি দেখতে পারবে।

function mypo_parse_query_useronly($wp_query) {
    if (strpos($_SERVER[ 'REQUEST_URI' ], '/wp-admin/edit.php') !== false) {
        if (!current_user_can('level_10')) {
            global $current_user;
            $wp_query->set('author', $current_user->id);
        }
    }
}
add_filter('parse_query', 'mypo_parse_query_useronly');
?>
কেমন লাগল জানাবেন। আপনাদের ভাল না লাগলে মুধু শুধু টেকটিউনসএর লস করে আমার কোন লাভ না্ই।চাইল ঘুরে আসতে পারেন আমার সাইচ। সাইট লিংক প্রোফাইলেই আছে। এখানে আর দিলাম না। ধন্যবাদ সকলকে।

Level 0

আমি তানিয়া লাবনী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই আপনার দেওয়া কোড কাজ করে না! দয়া করে screenshort দিবেন কি? এবং কোডটি ফাংশন ফাইলের কোথায় বসাবো??