জেনে নিন ওয়ার্ডপ্রেস Roles and Capabilities সম্পর্কে বিস্তারিত

ওয়ার্ডপ্রেস সাইট আমাদের প্রায় অনেকেরই আছে। কিন্তু কয় জন্য আছেন যে, ওয়াডপ্রেস সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান রাখেন। প্রায় সব বিষয় সম্পর্কে জানেন এমন লোক কম আছেন। তাই আজকে এই টিউন Roles and Capabilities নিয়ে। এই বিষয়টা একটি ওয়ার্ডপ্রেস সাইটের জন্য খুব গুরুতপূর্ণ। যারা ওয়ার্ডপ্রেস থিম - প্লাগিন তৈরি করেন, সাইটের মালিক, ওয়ার্ডপ্রেস সাইটের ব্লগার তাদের এই বিষয় টা জানা উচিত।

ওয়াডপ্রেস সাইটের ছয়টা Roles থাকে। এগুলার বিস্তারিত নিম্নে উল্লেখ করলাম:

  • Super Admin – এটি সাইটের মেইন এডমিন ইউজার আইডি। এই ইউজার আইডি দিয়ে সাইটের সব কিছুর পূর্ণ নিয়ন্ত্রণ এই ইউজার আইডি থেকে করা যায়। এটা সাইটের Install করার সময় খুলতে হয়।
  • Administrator – এটা হল এডমিন ইউজার আইডি। এই আইডি ২য় লেভেলের এডমিনের ক্ষমতা থাকে। সুপার এডমিনের প্রায় সব কাজ এই আইডি দিয়ে করা যায়। ব্লগের অনেক কিছুই এই আইডি দিয়ে সাইটের যেকোনো কিছু সম্পাদন করা যায়।

  • Editor - এই আইডি বা রুলসে সাইটের সকল পুস্ট Edit / সম্পাদন করা যায়। সাইটের অন্যান্য ব্যবহার কারির পুস্ট ডিলেট, সম্পাদন করতে পারবে।

  • Author – এই রুলে ইউজার পুস্ট লিখে নিজে নিজেই সাইটের প্রকাশ করতে পারবে। এটাকে আমরা জানি টিউনার হিসাবে। ওয়াডপ্রেসের অফিশিয়াল ভাষায় এটাকেই Author আর টেকটিউনে এটাকে টিউনার আইডি বলা হয়।

  • Contributor – এই ইউজার পুস্ট লিখতে পারবে। কিন্তু তার পুস্ট প্রকাশ করতে পারার ক্ষমতা নেই। পুস্ট লিখলে পুস্ট পেন্ডিং থাকে। এডমিন এই ইউজারের পুস্ট প্রকাশ করতে হয়।

  • Subscriber – এই ইউজার সাইট মাত্র তার নিজের প্রফাইল বানাতে পারবে। পুস্ট লিখা ও প্রকাশ করতে পারবে না। টিউমেন্ট বা টিউনমেন্ট করার সুযোগ থাকবে না।

    WordPress.org থেকে আরু বিস্তারিত এবিষয়ে জানতে পারবেন। আমি এখানে মূল বিষয় গুলো উপস্থাপন করতে চেষ্টা করেছি।

    পুস্ট ভালো লগলে, ওয়াডপ্রেসের বিভিন্ন টিউটুরিয়াল ফেতে Waytrick.Com ভিজিট করতে পারেন। ধন্যবাদ।।।

    যেকোনো প্রয়োজনের আমি Oliur Rahman ফেসবুকে।

Level 2

আমি অলিউর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস