WordPress টিউন রিভিশন বন্ধ করুন এবং ডাটাবেজের সাইজ বাঁচান

Post Revisions সিস্টেমটি WordPress এর একটি সেরা ফিচার।  কিন্তু অনেকের জন্য সেরা ফিচার হলেও আমার মত কিছু মানুষের জন্য সেটি একটি তিক্ত অভিজ্ঞতা। যাদের ডাটাবেজের সাইজ কম এবং যারা লেখার সময় চিন্তামগ্ন থাকে তারা চাইলে খুব সহজেই WordPress Post Revisions সিস্টেমটি নিচের টিউটোরিয়ালটি অনুসরন করে বন্ধ করে দিতে পারেন নিমিষেই। এছাড়া ডাটাবেজের সাইজ যত কম হবে আপনার ওয়েবসাইট খুব দ্রুত লোড হবে।

wordpress-post-revisions

ব্লগ এবং WordPress নিয়ে বিস্তারিত পাবেন ব্লগ নিয়ে লেখা টিউনে

কিভাবে WordPress Post Revisions বন্ধ করবেন

WordPress root ডিরেক্টরি তে গেলে আপনি একটি ফাইল পাবেন নাম হচ্ছে wp-config.php সেই ফাইলে নিচের কোডটি যুক্ত করুন

এই কোডটি আপনার ভবিষ্যতে যত Post Revisions আসবে সেগুলো যাতে না আসে সেই ব্যবস্থা করবে। এছাড়া টিউন অটোসেইভ এর বিরতি ৬০ সেকেন্ড থেকে ৩০০ সেকেন্ডে নিয়ে যাবে এতে বারবার টিউনটি অটোসেভ হবে না এবং এতে আপনার কিছুটা ইন্টারনেট ডাটাও বেঁচে যাবে।

উপরের কোডটি তো আপনার ভবিষ্যৎ সমস্যা দূর করলো কিন্তু আগে যে ডাটাবেজে অনেকগুলো Revisions রয়ে গেছে সেগুলোর কি হবে?

সেগুলো ডিলেট করতে আপনাকে যেতে হবে PHPMyadmin এবং সেখানে নিচের SQL Query টি Run করাতে হবে

এতে আপনার পূর্বেকার সকল Previsions ডিলেট হয়ে যাবে এবং ভবিষ্যৎ Revisions গুলো বাতিল করবে।

WordPress এ নিজের ব্লগ বানিয়ে নিতে এই টিউন টি পড়ুন

শেষমেষ

আমি কিন্তু একবারের জন্যও বলি নি WordPress Post Revisions ফিচারটি খারাপ। এই টিউটোরিয়ালটি তাদের জন্য যাদের ফিচারটিতে এলার্জি রয়েছে এবং তারা তাদের ডাটাবেজের সাইজ কমাতে চায়।

🙂

আমার টিউনটি ভালো লাগলে আমার ওয়েবসাইট হতে ঘুরে আসতে পারেন।

লিংকঃ https://notunblog.com

Level 0

আমি আশিক মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস