ওয়েব সাইট বিষয়ক।

আমি ফাইম রেজা ভাইয়ের সম্পূর্ন ব্লগ তৈরির টিউটোরিয়াল টেকটিউনস এবং বিডিটিউটোরিয়াল24 খুব আগ্রহ নিয়ে দেখতে শুরু করছিলাম। টিউটোরিয়াল গুলো বেশ ভালো লাগছিল কিন্তু টিউটোরিয়ালটির একটি ধাপ হলো সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যা আমি পারিনি। http://cpanel.byethost.com এ অনলাইন ফাইল ম্যানেজার দিয়ে ওয়ার্ডপ্রেস ভারসন ৩.০.১ আপলোড করতে গেলে Checking files:
* File wordpress-3.0.1.zip is too big. This file will not be uploaded.
Transferring files to the FTP server: এই ম্যাসেজ দেখায়। এখন কী করতে পারি জানালে উপকৃত হতাম। কয়েকজন অবশ্য বলছে যে এই জিপ ফাইলটা আনজিপ করে আপলোড করতে কিন্তু আনজিপ করে আপলোড করার ক্ষেত্রে নতুন ফোল্ডার তৈরি করে না কিভাবে করবো অর্থাৎ পদ্ধতিটা বলবেন প্লিজ।
ফাহিম ভাইকে প্রশ্ন করা হলেও কার্যকরী কোন উত্তর পাইনি।

Level 0

আমি Rasel। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

byethost 3 mb এর বড় ফাইল সাপোর্ট করে না। এজন্য আপনাকে এফ,টি,পি ব্যবহার করতে হবে। ফাইলজিলা ব্যবহার করে এ কাজটি করতে পারেন। http://filezilla-project.org/download.php এখান থেকে ফাইলজিলা নামিয়ে নিন। ইন্সটল করে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন। এবার ওয়ার্ডপ্রেসের জিপ ফাইল আপনার পিসিতে এক্সট্রাক্ট করে নিন। সবশেষে রিমট হোস্ট এর htdocs ফোল্ডারে ফাইল গুলো আপলোড করে দিন।

Level 0

হাবিবুর ভাই ব্যবহারের নিয়মটা বলবেন প্লিজ।

ভাই auto script installer দিয়ে কাজ টা করতে পারেন । তবে যদি ফাইলজিলা ব্যবহার করতে চান তবে ওয়ার্ডপ্রেস৩.১ টা ডাউনলোড করতে হবে আগে । আর এটি http://www.wordpress.org তে পাবেন । এরপর ফাইলজিলা ওপেন করে লগিন করুন এবং আপনার ডাউনলোড করা ফাইলটি win rar দিয়ে extract করুন । এতে একটি ফোল্ডার দেখতে পাবেন । ঐ ফোল্ডার টা আপনার public_html এ আপলোড করুন । বিস্তারিত জানতে আমাকে মেসেন্জার এ এড করতে পারেন । আমার আইডি : s.rony27

ভাই আমার http://www.sheikhnahed.co.cc/ ব্লগে Techtunes টিউন এর বিভাগের লিষ্টের মত একটা লিষ্ট এ্যাড করতে চাই একটু HELP করবেন কেউ???
দয়াকরে:):):)

আপনি আমাকে জিটকে এড করে নেন ইনশাআল্লাহ্‌ হেল্প করার চেষ্টা করব।
[email protected] ভালো থাকবেন।